বইমেলায় প্রকাশনা শিল্প ঘুরে দাঁড়ানোর আশার প্রতিফলন হয়নি: ফরিদ আহমেদ
বইমেলার মধ্য দিয়ে দেশের প্রকাশনা শিল্প ঘুরে দাঁড়াবে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু সেটা হয়নি। লকডাউনে বইমেলা খোলা রেখেও লাভ হয়নি। দেশের প্রকাশনা শিল্পকে রক্ষা করতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। তবে আমরা সাহায্য চাই না, সহযোগিতা চাই। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশকরা যে সব বই প্রকাশ করেছেন, সরকার বঙ্গবন্ধু কর্নার ও বিভিন্ন গ্রন্থাগারের জন্য সে সব বই কিনলেই প্রকাশকদের এক ধরনের প্রণোদনা দেওয়া হবে। চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দেশের প্রকাশনা শিল্পের সঙ্কট ও উত্তরণের উপায় নিয়ে বললেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।
প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন। সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।
পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।
প্রতিবেদন: শান্তা মারিয়া, হুসনে মোবারক সৌরভ
ছবি ও অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া
সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।