তুড়ি মেরে উড়িয়ে দিন ব্রণ
2021-04-09 19:19:04

তুড়ি মেরে উড়িয়ে দিন ব্রণ_fororder_d4

ব্রণ এমন এক সমস্যা যা কেবল চেহারা কুৎসিত করে না, আত্মবিশ্বাসও কমিয়ে দেয়। এই নিত্য সমস্যায় অনেকেই নাকাল হন। নানা ওষুধ ও চিকিৎসা গ্রহণের মধ্য দিয়ে সাময়িক নিস্তার মিললেও আবার ফিরে আসে ব্রণের উৎপাত। কোনও কারণে ত্বকের সেবাসিয়াস গ্রন্থির মুখ বন্ধ হয়ে গেলে সেবাম নিঃসরণ বাধাগ্রস্ত হয়। তখন সেবাম ভিতরে জমে ফুলে ওঠে আর এর ফলে ব্রণের জন্ম হয়।

এক সময় মনে করা হতো কেবল তৈলাক্ত ত্বকই ব্রণের প্রধান কারণ। তবে আধুনিক খাদ্যাভ্যাস ও জীবনযাপনের পদ্ধতির কারণে এ সমস্যা কেবল আর তৈলাক্ত ত্বকে সীমাবদ্ধ নেই; সব ধরনের ত্বকেই এখন ব্রণ হতে দেখা যায়। তাই আধুনিক চিকিৎসাবিজ্ঞান স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনের পদ্ধতির মাধ্যমে ব্রণ সারানোর পক্ষে মত দেয়। তবে ব্রণ যদি ইতোমধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে থাকে, তবে চিকিৎসকের শরণাপন্ন হন। জানিয়ে দিচ্ছি খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে কীভাবে ব্রণ সারানো যায়।

জলপাই: জলপাই শরীরে তেলের ভারসাম্য রক্ষা করে। এ ফল সেবাসিয়াস গ্রন্থি ও রোমকূপের মুখ বন্ধ না করেই অতিরিক্ত তেল শোষণে সাহায্য করে। ফলে ত্বকের নিচে সেবাম, স্বেদ ও ঘাম সবই বেরিয়ে আসার সুযোগ পায়।

লেবুর রস: রক্তের অতিরিক্ত টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করার মধ্য দিয়ে শরীরকে পরিষ্কার রাখার কাজে সাহায্য করে লেবু। এছাড়া লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড লিভারকে সক্রিয় রাখে আর হজম শক্তি বাড়ায়। ফলে ব্রণ হওয়ার প্রবণতা কমে যায়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় লেবু রাখন।

তরমুজ: তরমুজে থাকা ভিটামিন এ, বি ও সি ত্বককে পরিষ্কার করে ও ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়। এ ফল শরীরের অভ্যন্তরীণ তেল শোধন করে। তাছাড়া ত্বকের দাগ দূর করতেও বিশেষ উপকারি তরমুজ। ব্রণ এড়াতে তাই যতদিন সম্ভব রোজ খান তরমুজ।

লো-ফ্যাট দুগ্ধজাত খাবার: দুধ এবং দই-মাখনের মতো দুগ্ধজাত খাবার পুষ্টি ও প্রোটিনের চাহিদা মিটানোর জন্য যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন রুচির প্রয়োজনে। দুধ ও দুগ্ধজাত খাবার পছন্দ নয়, এমন মানুষ কমই পাওয়া যায়। তবে ব্রণের সমস্যা যাদের আছে, তাদের এ ধরনের খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। তাদের খেতে হবে ডাবল টোনড ও কম ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবার। এতে শরীরে ফ্যাট কম প্রবেশ করবে এবং ব্রণ অনিয়ন্ত্রীত হবে না।

টক দই: টক দই শরীরের টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করে এবং শরীরে অপকারী ব্যকটিরিয়ার সঙ্গে লড়াই করে। এছাড়া মৃতকোষ সরিয়ে ত্বকের কোষে তরল সরবরাহ করে তাকে সুস্থ ও তাজা রাখতে সাহায্য করে টক দই। আর ত্বক সুস্থ থাকলে ব্রণের আক্রমণও কমে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় টক দই রাখুন।

পানি: শরীরের ওজন-আকৃতি গড়ন বিবেচনায় নিয়ে ততটুকু বেশি সম্ভব পানি খান। বিশেষ করে সকালে ঘুম থেকে জেগে পেট ভরে পানি খান। পর্যাপ্ত পরিমাণে পানি না থাকলে শরীর অপ্রয়োজনীয় ময়লা সরাতে পারে না। তাই ব্রণ কমাতে যতটা সম্ভব বেশি করে পানি খান। - রহমান