আপনার ডাক্তার
2021-04-09 19:20:18

আপনার ডাক্তার_fororder_d5

এবার আমরা কথা বলছি কোভিড-১৯’র সংক্রমণ ও প্রতিরোধসহ এর বিভিন্ন দিক নিয়ে। করোনার দ্বিতীয় ঢেউ চলছে এখন বাংলাদেশে। এ ভাইরাসের সংক্রমণের হার এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিদিন। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে সাত দিনের লকডাউন বলবৎ করেছে। কিন্তু মানুষের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা এবং লকডাউন মানার প্রবণতা তেমন দেখা যাচ্ছে না। বেশিরভাগ মানুষ এখনও সঠিকভাবে মাস্ক পর্যতন্ত পরছে না। ফলে সংক্রমণ বাড়ার ঝুঁকি থেকেই যাচ্ছে। করোনা কিভাবে মোকাবিলা করা যায় এবং লকডাউনের মধ্যে কীভাবে স্বাস্থ্য ঠিক রাখা যায় – এসব নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হন ঢাকা মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. নাজনীন আকতার রুবী।

 

  • দেহঘড়ি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cnর মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।