‘বেইজিংয়ে গিয়ে দেখলাম মানুষের জীবনের আকাশ অনেক বড়’- ড. বেগম জাহানারা
2021-04-08 19:20:23

 

‘বেইজিংয়ে গেয়ে দেখলাম মানুষের জীবনের আকাশ অনেক বড়’- ড. বেগম জাহানারা_fororder_04082

এই অনুষ্ঠানে আমরা কথা বলি এমন নারীদের সঙ্গে যারা সাফল্যের আকাশ স্পর্শ করেছেন, অথবা স্পর্শ করতে চান। আমাদের আজকের অতিথি  শিক্ষাবিদ, সাংবাদিক এবং লেখক ড. বেগম জাহানারা।

তিনি অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হন। ড.বেগম জাহানারা বলেন, কিভাবে তিনি শত প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষা জীবন চালিয়ে গেছেন। তার শিক্ষাগ্রহণে অনেকবার ছেদ পড়েছে। বিয়ে, সন্তানের জন্ম, পরিবার ইত্যাদি বিভিন্ন কারণে লেখাপড়া বন্ধ হয়ে গেছে। কিন্তু তিনি হাল ছাড়েননি।

তিনি বাংলার বাণী পত্রিকায় চাকরি করেছেন এবং সহকারী সম্পাদকের পদ পেয়েছেন। এরপর বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। তিনিই চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগে কাজ করা প্রথম নারী। বিদেশে গিয়ে চাকরি করার সময় অনেকেই বাধা দিয়েছে, নেতিবাচক মন্তব্য করেছে। কিন্তু তিনি হার মানেননি।

বেইজিংয়ে চাকরির সময়টিকে ‘খুব চমৎকার সময়’ বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ‘বেইজিংয়ে গিয়ে দেখলাম মানুষের জীবনের আকাশ অনেক বড়’।  

তিনি সেখানে বাংলা ভাষার শিক্ষক হিসেবেও কাজ করেছেন। বললেন, ‘ওরা গুরুভক্ত জাতি, আমাকে খুবই সম্মান করতো।’

তিনি শিক্ষাবিদ হিসেবে দীর্ঘ সময় পার করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটে শিক্ষক ছিলেন অনেক বছর।

নতুন প্রজন্মের নারীদের উদ্দেশ্যে তার পরামর্শ হলো, ‘সাহস করে এগিয়ে আসতে হবে।’ তিনি মনে করেন কুসংস্কার ভেঙে নারীকে সাহসের সঙ্গে সব বাধা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। তবেই সাফল্য লাভ করা সম্ভব।