ইয়ে ফান
2021-04-08 11:13:07

ইয়ে ফান ১৯৭০ সালের জুন মাসে চীনের চিয়াং সু প্রদেশের নানচিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের বিখ্যাত কণ্ঠশিল্পী। ২০০৭ সালের ২৭ নভেম্বর স্তন ক্যান্সার সংক্রান্ত নানা জটিলতায় ভোগে মাত্র ৩৭ বছর বয়সে তিনি মারা যান। তিনি ছিলেন চীনের গণসশস্ত্র পুলিশ বাহিনীর রাজনৈতিক বিভাগের আর্ট দলের সদস্য। চীনের সুরকার সমিতিরও সদস্য ছিলেন তিনি। তিনি অনেক টিভি নাটকের জন্য গান গেয়েছিলেন এবং সঙ্গীত জগতে তিনি “টিভি নাটকের রাণী” হিসেবে গণ্য হতেন।  তিনি তাঁর একক অ্যালবাম “তোমাকে সবচেয়ে ভালোবাসি, চীন” প্রকাশ করেন। মৃত্যুর পর তাঁর কোম্পানি “ইয়ে ফান স্মারক অ্যালবাম” প্রকাশ করে। তাঁর প্রতিনিধিত্বমূলক শিল্পকর্মগুলির মধ্যে রয়েছে “তোমার সাথে দেখা করা আমার সুভাগ্য”, “তোমাকে সবচেয়ে ভালোবাসি, চীন” এবং “প্রিয় চীন, আমি তোমাকে ভালোবাসি” ইত্যাদি। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের “তোমার জন্য গান” অনুষ্ঠানের প্রথম গান হিসেবে আমি আপনাদের ইয়ে ফানের “তোমাকে সবচেয়ে ভালোবাসি, চীন” গানটি শোনাই, কেমন? শুনুন তাহলে গানটি। 

ইয়ে ফান_fororder_u=3084135017,2424218888&fm=26&fmt=auto&gp=0

বন্ধুরা, “তোমার সাথে দেখা করা আমার সৌভাগ্য” গানটিও ইয়ে ফানের প্রতিনিধিত্বমূলক একটি গান। বেশি কথা না বলে, এখনই গানটি আপনাদের শোনাচ্ছি। শুনুন তাহলে গানটি।

   

ইয়ে ফান আসলে নানচিং শহরের এক সাধারণ শ্রমিক পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে তিনি চীনের গণসশস্ত্র পুলিশ বাহিনীর রাজনৈতিক বিভাগের আর্ট দলে প্রবেশ করেন। তিনি পাশাপাশি নবম জাতীয় যুব কমিটির সদস্য, এবং বেইজিং পৌর যুব কমিটির সদস্য ছিলেন। ২০০০ সালের ডিসেম্বর মাসে তিনি জাতীয় দ্বিতীয় পর্যায়ের অভিনেত্রী নির্বাচিত হয়েছিলেন। বন্ধুরা, এখন আমি ইয়ে ফানের অন্য একটি গান আপনাদের শোনাতে চাই, গানের নাম “মায়ের চোখে দেখা”। শুনুন তাহলে গানটি। 

ইয়ে ফান_fororder_src=http___static.1sapp.com_qupost_images_2019_04_21_1555777981230422329&refer=http___static.1sapp

ইয়ে ফান ২০০১ সালে সিসিটিভির বসন্ত উত্সব গালা থেকে জনপ্রিয় হয়ে উঠেন। তিনি “প্রিয় চীন, আমি তোমাকে ভালোবাসি”  গানটি গেয়ে সারা চীনের দর্শকদের কাছে জনপ্রিয়তা লাভ করেন। কিন্তু আসলে এর আগ থেকেই তিনি একজন পরিপক্ব গায়িকা ছিলেন। বিশেষ ব্যাপার হলো, তিনি শতাধিক টিভি নাটকের জন্য গান গেয়েছিলেন। বলা যায়, সঙ্গীত মহলে তাঁকে ছাড়া আর কেউ এত বেশি টিভি নাটকের গান গান নি। চেহারা না দেখিয়ে তিনি শুধু কণ্ঠ শোনিয়েছিলেন। তাঁর কৃতিত্ব থেকে বোঝা যায়, “টিভি নাটকের রাণী” সুনাম তাঁর জন্য খুবই উপযুক্ত, তাইনা? বন্ধুরা, তাহলে এখন আমি আপনাদের ইয়ে ফানের এক টিভি নাটকের জন্য গাওয়া “একা একা থাকা” গানটি শোনাবো, কেমন? 

ইয়ে ফান_fororder_src=http___img3.doubanio.com_view_photo_l_public_p257823020&refer=http___img3.doubanio

“প্রেমকাতর” ২০০৭ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত একটি গান। ইয়ে ফানের এই গানটি তাইওয়ানের একটি টিভি নাটকের থিম সং এবং হংকংয়ের একটি টিভি নাটকের শেষ গান হিসেবে জনপ্রিয়। তাহলে এখন আমরা গানটি শুনি, কেমন?

ইয়ে ফান_fororder_src=http___photocdn.sohu.com_20071130_Img253725786&refer=http___photocdn.sohu

ইয়ে ফান টিভি নাটক “শেনজেনের ভালোবাসা”র জন্য “এক সময়ে” গানটি গেয়েছিলেন। এক সময় কী কী হয়েছে, কী কী ছিল?  আসুন, আমরা ইয়ে ফানের গান থেকে শুনি। শুনুন তাহলে গানটি। 

 

বন্ধুরা, গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে ইয়ে ফানের আরেকটি গান দিয়ে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। গানের নাম “দীর্ঘ পথ”। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে। (প্রেমা/এনাম)