মানুষের জীবনের আকাশ অনেক বড়
চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।
কম্পিউটার সফটওয়্যার এবং কোডিং পেশায় চীনের নারীদের অংশগ্রহণ নিয়ে প্রতিবেদন
চীনের কম্পিউটার জগতে এগিয়ে যাচ্ছেন নারী

কম্পিউটার বিজ্ঞানী তুং চিং
কম্পিউটারের জগত বিশ্বের সবদেশেই অনেকটা পুরুষশাসিত। যদিও ইতিহাস বলে, বিশ্বের প্রথম কম্পিউটার কোডার ছিলেন একজন নারী যার নাম আডা লাভলেস। তবু এ পেশায় পুরুষের সংখ্যা এত বেশি যে, সফট ওয়্যার ডেভেলপার বা কোডার বললে সাধারণত একজন পুরুষের কথাই প্রথমে মনে আসে। কিন্তু এই ছবি বদলে যাচ্ছে খুব দ্রুত। সফটওয়্যার এবং কোডিং জগতে দ্রুত জায়গা করে নিচ্ছেন নারী।
এমনি একজন নারী হলেন তুং চিং। তিনি চায়নিজ একাডেমি অব সায়েন্সের ইন্সটিটিউট অব অটোমেশনের একজন প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী। তিনি ছিলেন তার সহপাঠী নারীদের মধ্যে প্রথম পিএইচডিধারী।
কম্পিউটার জগতে নারী ও পুরুষের মধ্যে বিরাজমান বৈষম্য বিষয়ে
তিনি বলেন, ‘কম্পিউটার শিল্পে ক্রমেই বেশি করে নারীরা আসছেন। তবে তাদের মধ্যে অনেকে প্রশাসনিক দায়িত্বে বা সহকারী হিসেবে যোগ দিচ্ছেন। বৈজ্ঞানিক গবেষণায় নারীদের সংখ্যা এখনও কম।’
চীনের সেরা সায়েন্স একাডেমিতে এক দশকের বেশি সময় ধরে গবেষক ও শিক্ষক হিসেবে নিজের শক্ত অবস্থান ধরে রাখা ৩৭ বছর বয়সী তুং মনে করেন এজন্য নারীদেরও কঠোর শ্রম ও দৃঢ় মনোবল থাকতে হবে।
তিনি বলেন, ‘অন্য অনেক পেশায় আপনি বিরতি নিতে পারবেন কিন্তু এই পেশায় একবার বিরতি নিলে আপনার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। কম্পিউটার সায়েন্স প্রোজেক্টে নিজেকে পুরোপুরিভাবে নিয়োজিত করতে হবে। এটাকে কমিটমেন্ট হিসেবে নিতে হবে।’
তথ্য প্রযুক্তি ছেলেরা ভালো বোঝে এমন ধারণাকে চ্যালেঞ্জ করে চীনের নারীরা এগিয়ে যাচ্ছেন। ২০১৮ সালের তুলনায় ২০২০ সালে সফটওয়্যার তৈরি এবং কোডিংয়ে নারীর সংখ্যা ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কম্পিউটার জগতে এভাবে নিজেদের অবস্থান গড়ে নিচ্ছেন এবং এগিয়ে যাচ্ছেন চীনের নারী।
(প্রতিবেদন লেখা: শান্তা মারিয়া)