১৯৪৮ সালের জুনে, জেনিভায় অনুষ্ঠিত প্রথম জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রতিবছরের ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হবে। এ উপলক্ষ্যে ওই দিন বিভিন্ন রকমের উদ্যাপনী অনুষ্ঠান আয়োজন করতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
২০২০ সালে কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে হু ৬ এপ্রিল বিশ্বজুড়ে চিকিত্সাকর্মীদের প্রতি, বিশেষত মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে প্রথম লাইনে কাজ করছেন যারা, তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে। আমরারও বিশ্বের সকল চিকিত্সাকর্মীকে আন্তরিক শ্রদ্ধা জানাই।
পোল্যান্ডের ওয়ারশোয় লোকেরা ম্যুরালের মাধ্যমে চিকিত্সাকর্মীদেরকে ধন্যবাদ জানান। পোল্যান্ডের ওয়ারশোর একটি রেস্তোঁরা প্রতিদিন চিকিত্সাকর্মীদের বিনামূল্যে মধ্যাহ্ন ভোজ সরবরাহ করে। সুইজারল্যান্ডের জেনিভায় ডাক্তার ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানাতে লোকেরা সম্মিলিতভাবে এক মিনিট হাততালি দেয়। ইংল্যান্ডের লন্ডনে বড় পর্দায় নায়কদের শ্রদ্ধা জানিয়ে বাণী লেখা হয়। হাঙ্গেরির বুদাপেস্টের আইকনিক বিল্ডিং চিকিত্সাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে সাদা আলোয় আলোকিত করা হয়। ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ারে ‘আপনাকে ধন্যবাদ’ শীর্ষক লেখার প্রতিফলন ঘটানো হয়। ফরাসি জনগণ প্রতিদিন রাত ৮টায় স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসকদের জন্য হাততালি দেয়।
এ বছর বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল্য প্রতিপাদ্য হচ্ছে: ‘আরও ন্যায্য ও স্বাস্থ্যকর বিশ্ব গড়ে তোলা’। কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব থেকে স্পষ্ট যে, কেউ কেউ অন্যদের তুলনায় আরও সহজভাবে সুষ্ঠু জীবনযাপন করতে পারেন। এমনকি, তারা আরও সহজভাবে স্বাস্থ্যসেবায় অংশ নিতে পারেন। এই ক্ষেত্রে কোভিড-১৯ টিকা নিয়ে কথা বলতে পারি।