আজ ৪ এপ্রিল, চীনের ছিং মিং উত্সব। ছিং মিং উত্সবে চীনারা পূর্বপুরুষদের স্মরণ করেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, তাদের সমাধি পরিষ্কার-পরিচ্ছিন্ন করেন। চীনের অসংখ্য বিপ্লবী দেশের জন্য, দশের জন্য নিজেদের জীবন দিয়েছেন। ছিং মিং উত্সবে চীনারা তাদেরকেও স্মরণ করবে গভীর শ্রদ্ধায়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রায়শই এ কথা স্মরণ করিয়ে দেন। আজকের টপিকে আমরা প্রেসিডেন্ট সি’র এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু কথা স্মরণ করবো।
২০১৮ সালের ৩০ মে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং শানসি প্রদেশের চাওজিনবেইলিয়াং প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদেরকে এক ফেরত চিঠিতে লেখেন, “আমি আশা করি, তোমরা আরো বেশি করে চীনের বিপ্লবের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করবে; শহীদদের সম্পর্কে জানবে, তাদের চেতনা সম্পর্কে শিখবে; সিপিসি, দেশ ও জনগণকে ভালবাসবে।”
২০১৭ সালের পয়লা জুলাই প্রেসিডেন্ট সি ‘গৌরবময় ইতিহাস মনে রাখা, একটি দুর্দান্ত সেনাবাহিনী গড়ে তোলা’ শীর্ষক ভাষণে বলেন, “আমাদের উচিত গৌরবময় ইতিহাস মনে রাখা; বিপ্লবী শহীদদের দ্বারা শুরু হওয়া মহান কাজ অব্যাহত রাখা ও উন্নত করা।” তিনি সকল চীনা মানুষকে চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক সমাজব্যবস্থায় আস্থা রাখতে উত্সাহ দেন। চীনা জাতির মহান পুনরুজ্জীবনের চীনা স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করতে হবে বলেও তিনি বার বার বলেছেন।
২০১৬ সালের ২১ অক্টোবর চায়নিজ রেড আর্মির মহান বিজয়ের ৮০তম বার্ষিকী উদ্যাপনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি বলেন, “মানুষ চেতনা ছাড়া সফল হবে না, রাষ্ট্র চেতনা ছাড়া শক্তিশালী হবে না। চেতনা হলো একটি দেশের স্থায়ীভাবে টিকে থাকার মূল শর্ত। মহান লং মার্চের চেতনা সিপিসি’র ইতিহাসের অংশ হিসেবে গভীরভাবে চীনা জাতির রক্তের সঙ্গে মিশে গেছে। এই চেতনা চীনা মানুষকে অব্যাহতভাবে কঠিন সমস্যা সমাধান করতে উত্সাহ যুগিয়ে যাবে।”
২০১৪ সালের ৩১ অক্টোবর প্রেসিডেন্ট সি চীনা গণমুক্তি ফৌজের রাজনৈতিক কর্মসম্মেলনে তাঁর ভাষণে বলেন, আজকের প্রজন্ম হলো সিপিসি ও চীনের ভবিষ্যত। তরুণ-তরুণীদের বিপ্লবী কাজ করার চেষ্টা করতে হবে। সিপিসি’র যুব-সদস্যদের ঐতিহ্য থেকে শেখার ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, “কখনও শুরুর উদ্দেশ্য ভুলে গেলে চলবে না। আমাদেরকে চিরকাল সঠিক পথে অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা বিপ্লবী শহীদদের উদ্দেশ্য ভুলে যেতে পারি না। নতুন যুগে আমরা আরও মহান সাফল্য অর্জন করার চেষ্টা করবো।” (ছাই/আলিম)