আপন আলোয় (১০) : শিল্পীর নতুন চিন্তায় কবির কবিতার নবজন্ম ঘটে
2021-04-02 19:58:30

শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের খবরাখবর, বরেণ্য ব্যক্তিত্ব ও প্রতিভাবান-সৃষ্টিশীল তরুণদের জীবন ও কর্ম নিয়ে সাজানো আমাদের এ অনুষ্ঠান। খ্যাতিমানদের কৃতি মানুষ হয়ে ওঠার অনুপ্রেররণা, সৃষ্টিশীল তরুণদের স্বপ্ন, তাদের জীবনের আনন্দ-বেদনার গল্প নিয়েই ‘আপন আলোয়’।

এ পর্বে থাকছে :

১. প্রতিবেদন: করোনা সংক্রমণ রোধে সীমিত হলো বইমেলা

২. প্রতিবেদন:  নয়াচীনের শাসন ব্যবস্থায় অনুপ্রাণিত হয়েছিলেন বঙ্গবন্ধু

৩. চিরায়ত চীনাসাহিত্য: ইয়াং সিয়ং, চীনের দার্শনিক কবি ও রাজনীতিবিদ

৪: চীনের চলচ্চিত্র: নিউ ড্রাগন গেইট ইন

৫. অন্তরঙ্গ আলাপন: হাসান আরিফ, আবৃত্তিশিল্পী, সাধারণ সম্পাদক সম্মিলিত সাংস্কৃতিক জোট

----------------------------------------------------------------------

করোনা সংক্রমণ রোধে সীমিত হলো বইমেলা

আপন আলোয় (১০) : শিল্পীর নতুন চিন্তায় কবির কবিতার নবজন্ম ঘটে_fororder_wenhua111

বইমেলার স্টলে স্বাস্থ্যবিধি মেনে পছন্দের বই দেখছেন দর্শণার্থীরা

সম্প্রতি বাংলাদেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার এটি প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। দেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির কারণে অমর একুশে গ্রন্থমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী বইমেলা চলবে বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এই নিয়ম গত বুধবার থেকে কার্যকর হয়েছে। বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছুটির দিনে মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

----------------------------------------------------------------------

নয়াচীনের শাসন ব্যবস্থায় অনুপ্রাণিত হয়েছিলেন বঙ্গবন্ধু

আপন আলোয় (১০) : শিল্পীর নতুন চিন্তায় কবির কবিতার নবজন্ম ঘটে_fororder_wenhua222

ওয়েবিনারে অংশ নেওয়া অতিথিরা

১৯৫২ সালে বিপ্লব পরবর্তী যে নতুন চীনকে বঙ্গবন্ধু দেখেছিলেন তা তার মনে গভীরভাবে দাগ কেটেছিলো। চীন ভ্রমণকালে, সকল শিশুর জন্য অবৈতনিক শিক্ষা, কৃষির পুনর্গঠনসহ বিপ্লবী মাও সে তুংয়ের রাষ্ট্র ব্যবস্থার অভিনব যে দিকগুলো তিনি দেখেছিলেন তার অনেক কিছুই পরবর্তীতে তিনি তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার ক্ষেত্রে গ্রহণ করেন। গত বুধবার বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে চায়না সিল্ক রোড ফোরাম আয়োজিত ওয়েবিনারে চীন নিয়ে বঙ্গবন্ধুর আবেগের এমন নানা দিক উঠে আসে বক্তাদের আলোচনায়।

ওয়েবিনারের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী 'আমার দেখা নয় চীন' বই সম্পর্কে বলেন, চীন নিয়ে বঙ্গবন্ধুর ভবিষদ্বাণী শুধু সত্যই হয়নি বরং তার থেকেও অনেক এগিয়ে গেছে আজকের শিল্পোন্নত চীন।

অনুষ্ঠানে অংশ নিয়ে চীন নিয়ে বঙ্গবন্ধুর দৃষ্টিভঙ্গির নানাদিকে আলোকপাত করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেন, গেল সাড়ে ৪ দশক ধরে বাংলাদেশ ও চীনের সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে। ২০১৬ সালে চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বাংলাদেশ সফরকালে ‘বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভে’র আওতায় দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে নেওয়া পদক্ষেপেরও বিষয়ও উল্লেখ করে লি।

ওয়েবিনারে স্বাগত ভাষণ দেন আলোচনা অনুষ্ঠানটির চেয়ার ও চায়না সিল্ক রোড ফোরামের সভাপতি দিলীপ বড়ুয়া।

----------------------------------------------------------------------

অন্তরঙ্গ আলাপন: আবৃত্তিশিল্পী হাসান আরিফ

আপন আলোয় (১০) : শিল্পীর নতুন চিন্তায় কবির কবিতার নবজন্ম ঘটে_fororder_wenhua333

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে অন্তরঙ্গ আলাপনে বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।

শিল্পীর নতুন চিন্তায় কবির কবিতার নবজন্ম ঘটে: হাসান আরিফ

শিল্পে শেষ কথা বলে কিছু নেই। শিল্পীর চলার পথ কেউ বেঁধে দিতে পারেন না। মানুষ ক্রমাগত ভাঙছে। আজ যা প্রচলিত ৫০ বছর পরে তা থাকবে না। আমি কবির যে কবিতাটি বলছি, নতুন চিন্তা যোগ করায় তা অন্যরকম শোনায়, সেটার নবজন্ম হয়। শিল্পীর স্বাধীনতা ও দায়বদ্ধতা নিয়ে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত আলাপন বিশিষ্ট আবৃত্তিশিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। 

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন। সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

প্রতিবেদন: তানজিদ বসুনিয়া, হুসনে মোবারক সৌরভ, শান্তা মারিয়া

ছবি ও অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া

সাক্ষাত্কার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।