দেহঘড়ি পর্ব-১১
2021-04-02 20:12:46

দেহঘড়ি পর্ব-১১

‘দেহঘড়ি’র এ পর্বে রয়েছে স্বাস্থ্যখাত নিয়ে একটি প্রতিবেদন, সপ্তাহের গুরুত্বপূর্ণ সংবাদের সংকলন ‘স্বাস্থ্য বুলেটিন’, প্রাকৃতিকভাবে রোগপ্রতিরোধ ও রোগমুক্তি নিয়ে কথন ‘ভাল থাকার আছে উপায়’, এবং সাক্ষাত্কারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্টার’।

##হেল্‌থ বুলেটিন:

বাংলাদেশে টিকা নিয়েছেন প্রায় ৫৪ লাখ মানুষ

বাংলাদেশে করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত টিকা নিয়েছেন  ৫৩ লাখ ৭১ হাজার মানুষ। শুধু রাজধানী ঢাকাতেই এ পর্যন্ত টিকা গ্রহণ করেছেন ৮ লাখ ৪১ হাজার মানুষ। ভারত থেকে আনা অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েই সারাদেশে ১ হাজারেরও বেশি কেন্দ্রে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলছে গণটিকা কার্যক্রম। এদিকে টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৮ লাখের বেশি মানুষ। আর টিকা নেওয়ার পর বাংলাদেশে এ পর্যন্ত  ৯৩৩ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

কোয়ারেন্টিন না মানায় সিলেটে দুই প্রবাসীর কারাদণ্ড

বাংলাদেশের সিলেটে কোয়ারেন্টিন না মানায় দুই ইংল্যান্ড প্রবাসীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। মো. আব্দুন নূর ও আলম হাসান রউফ নামের ওই দুই ব্যক্তিকে মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়। গত ২২ মার্চ তারা ইংল্যান্ড থেকে দেশে ফিরলে তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিনে নগরীর একটি হোটেলে পাঠানো হয়েছিল। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার সম্প্রতি বিদেশফেরদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনসহ ১৮ দফা নির্দেশনা দিয়েছে।

এদিকে বিদেশফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য এখন পর্যন্ত ২৫টি হোটেল প্রস্তুত করেছে সরকার। হোটেলগুলোতে সাড়ে ৩ হাজার বেডের ব্যবস্থা রয়েছে। তবে প্রতিদিন বিভিন্ন দেশ থেকে সাড়ে ৪ হাজার যাত্রী আসছেন দেশে। এত যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা সম্ভব হচ্ছে না। কোয়ারেন্টিনের জন্য তাই নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার।

ইউরোপ ১২টি দেশ থেকে বাংলাদেশ প্রবেশে নিষেধাজ্ঞা

Coronavirus: Failure at front-line | Dhaka Tribuneকরোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় যুক্তরাজ্য ছাড়া পুরো ইউরোপ ও অন্যান্য অঞ্চলের ১২টি দেশ থেকে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেবিচক।

বারটি দেশ হচ্ছে আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও  উরুগুয়ে। ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ কোটি

দেহঘড়ি পর্ব-১১_fororder_shengwu1

বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ১৩ কোটি। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়। পরিসংখ্যানে দেখা যায়, বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ হয়েছে ১০ কোটি ৪৪ লাখ ১০ হাজার ২৫৬ জন। করোনায় মৃতের সংখ্যা ইতোমধ্যে ২৮ লাখ ২৮ হাজার ছাড়িয়ে গেছে। প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে গত বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃতের তালিকায় এক নম্বরে রয়েছে দেশটি। মৃতের সংখ্যায় দুই, তিন ও চার নম্বরে অবস্থান করছে যথাক্রমে ব্রাজিল, মেক্সিকো ও ভারত। সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৩৪ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। (তানজিদ/রহমান)

## আপনার ডাক্তার:

দেহঘড়ি পর্ব-১১_fororder_shengwu2

আজ আমরা কথা বলছি করোনাকালীণ শিশুদের রোগবালাই নিয়ে। শিশুরা এমনিতেই নানা রকম সংক্রমণের ঝুঁকিতে থাকে। করোনাভাইরাস মহামারি সে ঝুঁকি অনেক বাড়িয়ে দিয়েছে। এই সময়ে কীভাবে শিশুদের রোগবালাই থেকে দূরে রাখা যায়, গৃহে অবস্থানকালীণ কীভাবে তাদের স্বাস্থ্য ঠিক রাখা যায় – এসব নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রোগতত্ত্ববিদ ডা. কিংকর ঘোষের সঙ্গে। কিংকর ঘোষ ঢাকা শিশু হাসপাতালের একজন রোগতত্ত্ববিদ। তিনি একজন মেডিক্যাল গ্রাজুয়েট এবং উচ্চতর ডিগ্রি নিয়েছেন রোগতত্ত্বে।