দ্বীপায়ন রায়ের সাক্ষাৎকার
2021-04-02 16:49:07

দ্বীপায়ন রায়ের সাক্ষাৎকার_fororder_捕获.PNG

আজকেরঊর্মির বৈঠকখানা’- আমার সাথে যোগ দিচ্ছেন দ্বীপায়ন রায় তিনি বর্তমানে চায়না থ্রি গর্জেজ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছেন- লোক প্রশাসনের ওপর ২০২০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন "লোক প্রশাসন আন্তর্জাতিক সম্পর্কের উপর"

তিনি ২০১৯ সালে একমাত্র বিদেশি হিসেবে উক্ত বিশ্ববিদ্যালয়ের ১৬ জন সেরা যুবকের তালিকায় স্থান পান তিনি চীন বাংলাদেশের মৈত্রী কেন্দ্র সিবিএফসিএল একজন সদস্য তিনি যুক্ত আছেন নানান রাজনৈতিক অরাজনৈতিক সংঘটনের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে তিনি একাধিকবার পুরস্কৃত হয়েছেন তিনি চীনকে ভালবাসেন চীনের রাজনীতি, ঐতিহ্য সংস্কৃতির প্রতি রয়েছে তাঁর ব্যাপক আগ্রহ চীনা খাবারও অনেক প্রিয় তাঁর চলুন কথা বলি তাঁর সঙ্গে