আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন দ্বীপায়ন রায়। তিনি বর্তমানে চায়না থ্রি গর্জেজ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছেন- লোক প্রশাসনের ওপর। ২০২০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন "লোক প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্কের উপর"।
তিনি ২০১৯ সালে একমাত্র বিদেশি হিসেবে উক্ত বিশ্ববিদ্যালয়ের ১৬ জন সেরা যুবকের তালিকায় স্থান পান। তিনি চীন ও বাংলাদেশের মৈত্রী কেন্দ্র সিবিএফসিএল’র একজন সদস্য। তিনি যুক্ত আছেন নানান রাজনৈতিক ও অরাজনৈতিক সংঘটনের সাথে। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে তিনি একাধিকবার পুরস্কৃত হয়েছেন। তিনি চীনকে ভালবাসেন। চীনের রাজনীতি, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি রয়েছে তাঁর ব্যাপক আগ্রহ। চীনা খাবারও অনেক প্রিয় তাঁর। চলুন কথা বলি তাঁর সঙ্গে।