চীনা চলচ্চিত্র: নিউ ড্রাগন গেইট ইন
2021-04-02 19:38:15

ঘটনাটি চীনের মরু অঞ্চলে মিং রাজবংশের সময়কালের। তখন রাজবংশে বিশ্বস্ত কর্মচারীদেরকে খোজা বানিয়ে দেয়া হত এবং তারাই হতো রাজ্যের সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা ।

চীনা চলচ্চিত্র: নিউ ড্রাগন গেইট ইন_fororder_wenhua1

তাসাও সিউ-ইয়ান ছিলেন এরকমই একজন খোজা রাজ-কর্মকর্তা। যিনি রাজ্যে নিজের ক্ষমতাকে আরো শক্তিশালী করতে তৈরি করেছেন নিজের আলাদা সেনাবাহিনি। তার বাহিনীকে এমন দক্ষ করে গড়ে তুলেছেন যে, তাদের কুং ফুর কাছে যে কেউ ধরাশয়ী।

রাজ্যে তার বিরোধীদের বন্দি করে নৃশংসভাবে হত্যা করতেন তিনি। যেমন অনেক বন্দিকে ঘোড়ার পিঠে তুলে দিয়ে তার সৈন্যদের তীরের নিশানা পরীক্ষা করতেন।

রাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াং ই সিয়ান। তার এই ক্ষমতা হস্তগত করতে ও সেনাবাহিনীকে তাসাওয়ের অধিনস্ত করতে বন্দি করেন সিয়ানকে। কিন্তু সিয়ান এ প্রস্তাবে রাজি না হওয়ায় নৃশংসভাবে পরিবারসহ হত্যা করেন তাকে। শুধু বাঁচিয়ে রাখা হয় তার ছেলে ও মেয়েকে।

সিয়ানের সন্তানদের নির্বাসনে দেয়া হয় মরুভুমিতে। সাথে দেয়া হয় ২ জন সৈন্য। কারণ তাসাওর মুল টার্গেট সিয়ানের বিশ্বস্ত সৈন্যদের পাকড়াও করা।   

সিয়ানের বিশ্বস্ত সৈন্য ইয়াও মো ইয়ান। ইয়ান পণ করেন তাদেরকে রক্ষা করার। তাসাওর বাহিনির সাথে যুদ্ধ করে সিয়ানের সন্তানদের নিয়ে আসেন নিরাপদ স্থানে। কিন্তু নাছোড়বান্দা তাসাও পিছু হটবার নয়?

ইয়ান কি পারবে তাদেরকে রক্ষা করতে?

কিংবা অত্যাচারী তাসাওর শেষ পরিণতি কি হয়েছিল- তা জানতে হলে আপনাকে দেখতে হবে ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি।

১৯৬৭ সালের নির্মিত ক্লাসিক সিনেমা ড্রাগন ইন-এর রিমেক এই সিনেমাটি,

হংকংয়ের এই সিনেমা নিয়ে চলচ্চিত্র সমালোচকরা বলেন, ৯০ দশকের একটি আধুনিক অ্যাকশন থ্রিলার এটি, যা প্রাচীন চীনে মার্শাল আর্ট তলোয়ার যুদ্ধ এবং ব্ল্যাক কমেডিকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে সিনেমাটোগ্রাফার আর্থার অং এর অসাধারণ ফ্রেমিং ও দৃশ্যায়ন ছিল প্রশংসনীয়।

তবে ইয়ানের চরিত্রে অভিনয় করা তাইওয়ানের বিখ্যাত অভিনেত্রী লিং চিং সিয়ার অভিনয়ের প্রেমে পড়ে যাবেন আপনি।

আপনি যদি ঐতিহাসিক কুং ফু সিনেমা পছন্দ করেন তাহলে আপনার জন্য ভালো পছন্দ হতে পারে রেমন্ড লি পরিচালিত এই সিনেমাটি।

আপনি চাইলে ইংরেজি সাবটাইটেল সহ ইউটিউবে উপভোগ করতে পারেন সিনেমাটি।