চিরায়ত চীনাসাহিত্য: চীনের দার্শনিক কবি ও রাজনীতিবিদ ইয়াং সিয়ং
2021-04-02 19:43:42

চিরায়ত চীনাসাহিত্য:  চীনের দার্শনিক কবি ও রাজনীতিবিদ ইয়াং সিয়ং_fororder_wenhua1

চীনের অন্যতম সেরা কবি, দার্শনিক ও রাজনীতিবিদ ইয়ং সিয়ংয়ের জন্ম খ্রিস্টপূর্ব ৫৩ সালে পশ্চিম হান রাজবংশের শাসনামলে। এক ক্ষয়িষ্ণু জমিদার বংশের সন্তান ইয়াং সিয়ং শৈশব থেকেই কবিতা ও দর্শন বিষয়ে শিক্ষা গ্রহণ করেন। তিনি কনফুসিয়াসের দর্শনে প্রভাবিত ছিলেন। তিনি হান রাজবংশের বিখ্যাত কবি সিমাশিয়াংরুর কবিতার খুব ভক্ত ছিলেন।  ইয়াং সিয়ং তার কবিতায় রাজার অনেক সমালোচনাও করেছেন। তিনি তার কবিতায় শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি ‘ফু কবিতার বিরোধিতা’ এবং দার্শনিক তত্বের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। তিনি  ফু কবিদের সমালোচনা করেন যে তারা শুধু অলংকার ও প্রেমকে প্রাধান্য দেয়। তিনি সেখানে নীতি নৈতিকতার উপর গুরুত্ব দেন। তিনি শুধু কবিতাই লেখেননি, সাহিত্যের ইতিহাস ও সাহিত্যতত্ত্ব নিয়ে লিখেছেন। তার লেখা সাহিত্যের ইতিহাস ও সাহিত্যতত্ত্ব চীন ও বিশ্বসাহিত্যের অমূল্য সম্পদ। তবে তার সবচেয়ে বিখ্যাত কাজ হলো ‘ফা ইয়ান’ বা ‘উদাহরণ কথা’ নামের দার্শনিক বই। এ বইতে তিনি কনফুসিয়াসের দর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।

তিনি অভিজাত পরিবারের সন্তান হলেও সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখতেন। তাই তার কবিতায় চীনের সাধারণ মানুষের জীবনও প্রতিফলিত হয়েছে। তিনি ছোটগল্পও লিখেছেন। তার গদ্যভাষাও অসাধারণ। তার আরেকটি বিখ্যাত বই ‘থাই সুয়ান’ বা ‘বিশাল রহস্য’।

১৮ খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। চীনা ও বিশ্বসাহিত্যে তিনি অমর স্থান অধিকার করে আছেন কবি ইয়া সিয়ং।