স্যুই রু ইয়ুন
2021-04-02 14:58:49

স্যুই রু ইয়ুন বা ভ্যালেন সু ১৯৭৪ সালের ২০ সেপ্টেম্বর চীনের তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। আসলে তাঁর নাম ছিল স্যু হং স্যিউ। তিনি হচ্ছেন তাইওয়ানের সংগীত শিল্পী, সুরকার, লেখিকা এবং টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী। তাঁর কণ্ঠের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে।

স্যুই রু ইয়ুন_fororder_src=http___sxzg.ys1.cnliveimg.com_82_img_2019_0423_190423123713550_693@base@tag=imgScale&q=20&refer=http___sxzg.ys1.cnliveimg

১৯৯৫ সালের জুন মাসে তিনি তাঁর প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৬ সালে তিনি “অশ্রু সমুদ্র” গানটি দিয়ে চ্যানেল [ভি] বার্ষিক টপ-১০ চীনা ভাষা তালিকায় “১০ জন মডেল”, “শ্রেষ্ঠ সংগীত মডেল”, ও এমটিভি সঙ্গীত স্টেশনের টপ-২০ সংগীত পুরষ্কার জিতেন। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের “তোমার জন্য গান” অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের “অশ্রু সমুদ্র” গানটি শোনাব।

স্যুই রু ইয়ুন_fororder_src=http___n.sinaimg.cn_translate_214_w2048h1366_20190423_8TRv-hvvuiyn6894102&refer=http___n.sinaimg

১৯৯৬ সালে স্যুই রু ইয়ুন “যদি মেঘ জানে” নামে অ্যালবামও প্রকাশ করেন। অ্যালবামটি এশিয়ায় বিক্রয় হয়েছিল ২২ লাখ। ফলে তিনি সে বছর সবচেয়ে জনপ্রিয় গায়িকায় পরিণত হন। তাঁর বৈশিষ্ট্যময় “ইয়ুন স্টাইলের” গায়কির সুনাম তখন চারদিকে ছড়িয়ে পড়ে। বন্ধুরা, অ্যালবামের একই নামের গান “যদি মেঘ জানে” অনেক জনপ্রিয়। তাহলে এখনই আমি আপনাদের গানটি শোনাই, কেমন? 

স্যুই রু ইয়ুন_fororder_src=http___uploadfile.bizhizu.cn_up_d1_30_05_d130051f1c90992f839685ee60fad52c.source&refer=http___uploadfile.bizhizu

১৯৯৭ সালে স্যুই রু ইয়ুন তাঁর চতুর্থ অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের নাম “সূর্যালোকে বিমানবন্দর”। সারা এশিয়ায় অ্যালবামের বিক্রয় পরিমাণ ৬ মিলিয়ন ছাড়িয়ে যায়। একই বছর তিনি প্রথম সিলেক্টেড অ্যালবামও প্রকাশ করেন। এশিয়ায় সে অ্যালবামের বিক্রয় সংখ্যা ছিল সাড়ে ৫ মিলিয়ন। তা থেকে বোঝা যায়, স্যুই রু ইয়ুনের গানগুলি অনেক জনপ্রিয়, তাইনা? যখন তাঁর অ্যালবাম “সূর্যালোকে বিমানবন্দর” প্রকাশিত হয়, তখন আমিও অ্যালবামের টেপ কিনেছিলাম। খুব সুন্দর গানগুলি। তাহলে বন্ধুরা, এখন আমি আপনাদের অ্যালবামের শিরোনাম সংগীত শোনাই। শুনুন তাহলে গানটি।

স্যুই রু ইয়ুন_fororder_src=http___m1.biz.itc.cn_pic_new_n_16_90_Img7889016_n&refer=http___m1.biz.itc

বন্ধুরা, “হঠাৎ তোমাকে ভালোবাসতে চাই” গানটি স্যুই রু ইয়ুনের “যদি মেঘ জানে” অ্যালবাম থেকে নেওয়া। গানের কথায় চমতকারভাবে ভালবাসার কথা ফুটে ওঠেছে। যেমন: 'হঠাৎ তোমাকে ভালোবাসতে চাই এ অন্ধকার রাতে। তোমার পিঠের ওপর চোখ রাখলে আমার হৃদয় ছুঁয়ে যায়। হঠাৎ তোমাকে ভালোবাসতে চাই এ ভিড়ের মাঝে। তোমার পছন্দের গান গাইছি, তুমি আমার হৃদয় দখল করে আছো। আমি চরম পাগলামি করতে ভালোবাসি, হৃদয়ে ভালোবাসার অভাব। ভালোবাসার ঝড়ে ঘুড়ির মত পথ হারিয়ে গেছে। আমি এমনকি শ্বাস নিতে ভুলে গেছি। এখন তুমি আমাকে ভালোবাসার অনুভূতি দিয়েছো।’ আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো, কেমন? 

স্যুই রু ইয়ুন_fororder_src=http___alcdn.img.xiaoka.tv_20170914_e2d_a35_40382557_e2da35efa580ceef41ad94839845ec6e@1e_1c_0o_0l_600h_800w_90q_1pr&refer=http___alcdn.img.xiaoka

“ভালোবাসার চলচ্চিত্র” গানটি স্যুই রু ইয়ুনের গাওয়া একটি জনপ্রিয় গান। এটা খুব সর্বোত্কৃষ্ট ভালোবাসার দ্বৈত গান। গানটি আলাদাভাবে স্যুই রু ইয়ুন ও গায়ক সিয়োং থিয়ানপিংয়ের অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। গানটি পাশাপাশি এক টিভি নাটকের শেষ গান। আচ্ছা বন্ধুরা, শুনুন তাহলে গানটি। 

স্যুই রু ইয়ুন_fororder_src=http___i2.sinaimg.cn_ent_y_2007-11-28_U1817P28T3D1810525F326DT20071128073023&refer=http___i2.sinaimg

বন্ধুরা, “তোমার চোখ” গানটি স্যুই রু ইয়ুন ও সিয়োং থিয়ানপিংয়ের গাওয়া আরেকটি যৌথ গান। এটি ১৯৯৭ সালে প্রকাশিত হয় এবং দু’টো টিভি নাটকের শেষ গান। তাহলে এখন আমি আপনাদেরকে দু’জনের কন্ঠেই “তোমার চোখ” নামের গান শোনাবো। শুনুন তাহলে গানটি। 

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদের আরেকটি গান শোনাতে চাচ্ছি। গানের নাম ‘মনোদ্রামা”। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে।  (প্রেমা/এনাম)