সংবাদ পর্যালোচনা অনলাইনে ১২৯তম কুয়াতুং বাণিজ্য মেলা: থাকছে ৪০টিরও বেশি প্রোমোশনাল অনুষ্ঠান
2021-04-02 15:00:35

সংবাদ পর্যালোচনা অনলাইনে ১২৯তম কুয়াতুং বাণিজ্য মেলা: থাকছে ৪০টিরও বেশি প্রোমোশনাল অনুষ্ঠান_fororder_0402yang2

এপ্রিল ২: ১২৯তম কুয়াংতুং বাণিজ্য মেলা আগামী ১৫ থেকে ২৪ এপ্রিল অনলাইনে অনুষ্ঠিত হবে। সম্প্রতি এ মেলার আয়োজক সংস্থা চীনের বিদেশি বাণিজ্য কেন্দ্র মেলার জন্য একাধিক প্রচারানুষ্ঠানের আয়োজন করে।

চীনের আমদানি-রপ্তানি পণ্য বাণিজ্য মেলা কুয়াংতুংয়ে আয়োজনের কারণে একে সংক্ষেপে কুয়াংতুং বাণিজ্য মেলা বলা হয়। টানা ৬৪ বছর ধরে এটি সেখানে আয়োজিত হয়ে আসছে। মহামারীর প্রেক্ষাপটে এবার মেলাটি অনলাইন আয়োজন করা হবে।

নিউজিল্যান্ড-চীন বাণিজ্য সমিতির সভাপতি মার্টিন টমসন সম্প্রতি ১২৯তম কুয়াংতুং বাণিজ্য মেলার প্রচার-অনুষ্ঠানে বলেন,“গত বছর চীন সরকারের উদ্যোগে কুয়াংতুং বাণিজ্য মেলা অনলাইনে সফলভাবে আয়োজন করা হয়েছিল। ২২৬টি দেশের ক্রেতারা এতে অংশগ্রহণ করেন। চলতি বছরের মেলার জন্যও আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। নিউজিল্যান্ডে অনেকে চীনে পণ্য রপ্তানির কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে। কিন্তু আমি মনে করি, চীন থেকে পণ্য আমদানি আমাদের সমাজ ও মানুষের জন্য কতোটা কল্যাণকর হয়েছে, তার যথার্থ মূল্যায়ন হয়নি।”

অনলাইন বাণিজ্য মেলা সারা বিশ্বের ক্রেতাদের জন্য একটি ব্যবসা-মঞ্চ সৃষ্টি করেছে। অনেকেই খুব আগ্রহ নিয়ে অনলাইন বাণিজ্য মেলাসংক্রান্ত তথ্য জানার জন্য প্রশ্ন করছেন। যেমন, নিউজিল্যান্ড-চীন বাণিজ্য সমিতির নির্বাহী পরিচালক জ্যাফ অনেক প্রশ্ন জিজ্ঞাস করেছেন। তিনি বলেন,“আমরা অনেক কিছু জানতে চাই। যেমন, আমাদের সমিতির সদস্যরা এ অনলাইন মেলায় তাদের নিজের পণ্যের প্রচার করতে পারবে কি না? অনলাইন মেলা কি দিনরাত ২৪ ঘন্টা  খোলা থাকবে? অনলাইনে নিবন্ধিত না-হলে কি ক্রেতারা তথ্য পাবেন না? অনলাইন মেলা ও আসল মেলার মধ্যে পার্থক্য কী কী?”

তার প্রশ্নের জবাব এ প্রেস ব্রিফিংয়ে পেয়ে তিনি খুব সন্তুষ্ট হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে কুয়াংতুং বাণিজ্য মেলা নব্যতাপ্রবর্তনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রথম অনলাইনে প্রেস ব্রিফিংয়ের মঞ্চ সৃষ্টি করে। এই মঞ্চের মাধ্যমে সারা বিশ্বের ক্রেতাদের আমন্ত্রণ করা যায়, চুক্তি স্বাক্ষর করা যায় এবং আলাপ-আলোচনা করা যায়। জানা গেছে, এবারের মেলা শুরু হওয়ার আগে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রসহ ৩২টি দেশে ৪৪টি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

কুয়াংতুং বাণিজ্য মেলা সমিতির উপপ্রধান ও মহাসচিব, চীনের বিদেশি বাণিজ্য কেন্দ্রের প্রধান চুই শি চিয়া আশা করেন, কুয়াংতুং বাণিজ্য মেলা সারা বিশ্বের ক্রেতাদের চীনের সঙ্গে পরিচিত করাবে, উন্নয়নের সুযোগ শেয়ার করকে এবং বিশ্ব বাণিজ্য উন্নয়ন করার একটি মঞ্চে পরিণত হবে। তিনি বলেন,“দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সরবরাহ চেইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কুয়াংতুং বাণিজ্য মেলা সার্বিকভাবে উন্মুক্ত একটি মঞ্চের ভূমিকা পালন করে যাবে। উচ্চ মানের উন্নয়নে স্থিতিশীলভাবে সামনে আগানো, দেশের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সঙ্গতিপূর্ণ করা, সার্বিক উন্মুক্তকরণে সহযোগিতা করা এবং বাণিজ্য ক্ষেত্রে নতুন উন্নয়নের দিক বের করার ক্ষেত্রে কুয়াংতুং বাণিজ্য মেলা অব্যাহতভাবে নিজের ভূমিকা পালন করে যাবে।”

এবারের মেলায় ‘অনলাইন চুক্তি স্বাক্ষর’ এবং ‘অনলাইন আলাপ-আলোচনা’ অংশ রয়েছে। ‘অনলাইন চুক্তি স্বাক্ষর’ অংশে যুক্তরাস্ট্র, রাশিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল, ইত্যাদি দেশের বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করবে। (ইয়াং/আলিম/ছাই)