করোনার মধ্যেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে হংকং এর অর্থনীতি
2021-04-01 20:51:38

কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং এর অর্থনীতি। এরই মধ্যে হংকং শহরের বিপনীবিতানগুলোতে ফিরতে শুরু করেছে চাঞ্চল্য। টিকা কার্যক্রম শুরু হওয়ায় আসছেন পর্যটকরাও। বিশ্লেষকদের মতে, সমূদ্র উপকূলীয় অঞ্চলের আর্থিক সক্ষমতা বিবেচনায় ধীরে ধীরে চাঙ্গা হবে হংকং এর অর্থনীতি।

কোভিড-১৯ এর প্রভাব কোথায় পড়েনি? বাদ যায়নি চীনের চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং-ও। তবে সামনের দিনগুলোতে এখানকার অর্থনীতি ইতিবাচক প্রবণতায় ফিরবে বলে মনে করে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। 

সম্প্রতি হংকং এর রাস্তার পাশের দোকানগুলোর উপর করা এক জরিপের তথ্য প্রকাশ করে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক রিয়েল এস্টেট সার্ভিস -সিবিআরই গ্রুপ। তাদের পরিসংখ্যান বলছে, গেল বছর রাস্তার পাশের ফাঁকা দোকানের সংখ্যা ২৭ শতাংশ পর্যন্ত কমেছে।

হংকংয়ের অন্যতম বৃহত্তম সংস্থা সেন্টালাইন প্রোপার্টির প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর হংকং শহরের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে। কেননা অধিকাংশ দোকানের ভাড়া কমেছে, ফলে ব্যবসায়ীরাও বিনিয়োগে উৎসাহিত হচ্ছেন। বিশেষ করে গেল বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের তুলনায় চলতি বছর দোকান ভাড়া নেয়ার পরিমাণ বেড়েছে প্রায় ২ গুণ।

এ শহরেরই একজন বিনিয়োগকারী ও বেশ কিছু দোকানের মালিক লাই উইং তু। তিনি বলছিলেন, চলতি বছর শহরের অর্থনৈতিক কার্যক্রম গতিশীল হয়েছে।

এই শহরের অর্থনৈতিক পরিস্থিতি দিন দিন উন্নত হচ্ছে পর্যটন ভাড়ার উপর কোভিড-১৯ মহামারি মারাত্মক প্রভাব ফেলেছে কারণ তখন ভ্রমণ হ্রাস পেয়ে শূণ্যের কোটায় নেমে গিয়েছিলো একজন বাড়িওয়ালা হিসেবে আমি স্বল্পমেয়াদী বিভিন্ন ছাড় দিচ্ছি পর্যটক বাড়লে আমরা খুব তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো

করোনার মধ্যেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে হংকং এর অর্থনীতি_fororder_caijing111

লাই উইং তু, বিনিয়োগকারী

সিবিআরআই গ্রুপ বিশ্বাস করে, এ বছর দোকান ভাড়ার পরিমাণ প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমবে। এদিকে, হংকং এ টিকাদান কার্যক্রম জোরদার হওয়ায় চীনের মূল ভূ-খণ্ড থেকে আগত পর্যটকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। সই সঙ্গে বাড়ছে দোকান ভাড়া নেয়ার সংখ্যাও। সংস্থাটির একজন উপদেষ্টা পরিচালক লরেন্স ওয়ান। তার মতে ফাঁকা থাকায় পছন্দ মতো দোকান বেছে নেয়ার সুযোগ কাজে লাগাচ্ছেন ব্যবসায়ীরাও।

 “যেহেতু বছর সীমান্ত পথগুলো বন্ধ রয়েছে তাই বাইরের কোনো ব্যবসায়ী বা খুচরা বিক্রেতা এখানে আসতে পারছেননা ফলে অঞ্চলের ব্যবসায়ীরা নিজেদের একটা ভালো অবস্থান তৈরি করার বেশ সুযোগ রয়েছে” - লরেন্স ওয়ান, উপদেষ্টা পরিচালক, সিবিআরই গ্রুপ

করোনার মধ্যেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে হংকং এর অর্থনীতি_fororder_caijing222

লরেন্স ওয়ান, উপদেষ্টা পরিচালক, সিবিআরই গ্রুপ

আর্থিক রাজধানী হিসেবে উপসাগরীয় অঞ্চলে হংকংয়ের প্রভাব বেশ। গুরুত্বপূর্ণ মনে করায় হংকং-এ বিনিয়োগের ব্যাপারে বরাবরই আগ্রহ ব্যবসায়ীদের। তাই বিশ্লেষকদের মতে, কুয়াংতং-হংকং ও ম্যাকাও এর বৃহত্তর উপসাগরীয় অঞ্চলে হংকংয়ের ভবিষ্যত্ অর্থনীতি সুরক্ষিতই থাকবে।