‘বিশ্ব বাণিজ্যের ঘুরে দাঁড়ানো নির্ভর করছে করোনা টিকার ব্যবস্থাপনার উপর’
2021-04-01 20:49:41

বিশ্ব বাণিজ্যের ঘুরে দাঁড়ানো নির্ভর করছে করোনা টিকার ব্যবস্থাপনার উপর

করোনাভাইরাসের ফলে সৃষ্ট অর্থনৈতিক অচলাবস্থার ঘুরে দাঁড়ানো নির্ভর করছে টিকা কার্যক্রমের উপর। বিশ্ব বাণিজ্য সংস্থা –ডাব্লিউটিও সম্প্রতি এমন পূর্বাভাস দিয়েছে। তবে মহামারির পরও চলতি বছর বিশ্ব বাণিজ্য ৮ শতাংশ বৃদ্ধি পাবে বলেও জানিয়েছে সংস্থাটি।

‘বিশ্ব বাণিজ্যের ঘুরে দাঁড়ানো নির্ভর করছে করোনা টিকার ব্যবস্থাপনার উপর’_fororder_caijing11

এনগোজি ওকোনজো-ইওয়েলা, মহাপরিচালক, বিশ্ব বাণিজ্য সংস্থা

ডাব্লিউটিও বলছে, করোনাভাইরাসের টিকা বণ্টন, করোনার নতুন ধরনের সংক্রমণ রুখে দেয়ার উপর নির্ভর করছে বিশ্ব বাণিজ্য কতোটা পুনরুদ্ধার সম্ভব। এর আগে গেল বছরের অক্টোবর মাসে ২০২১ সালের বিশ্ব বাণিজ্যের প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। করোনাভাইরাসের প্রভাবে ২০২০ সালে বিশ্ব বাণিজ্য ৫ দশমিক ৩ শতাংশ সঙ্কুচিত হয় বলে জানায় বিশ্ব বাণিজ্য সংস্থা।

বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা এ বিয়ষে বলেন, করোনার নতুন ধরন ও এর সংক্রমণ সহজেই অর্থনীতি পুনরুদ্ধারের যে কোনো প্রত্যাশাকে ব্যর্থ করে দিতে সক্ষম। টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য দ্রুত সময়ের মধ্যে বৈশ্বিক ও ন্যায়সঙ্গত টিকা ব্যবস্থাপনাই সেরা উপায় বলেও মনে করেন তিনি।