ব্যবসাপাতি (১৫): বিকেএমইএ এর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেমের দেয়া সাক্ষাত্কার
2021-04-01 20:34:57

বিশ্বব্যবস্থা সচল রাখতে অর্থনীতি, ক্ষুধা-দারিদ্র্য দূর করে সমৃদ্ধ সমাজ বিনির্মাণে অর্থনীতি। অর্থনীতি হয়ে উঠছে রাজনীতির হাতিয়ার, কূটনীতির মূলমন্ত্র আর স্বকিয়তার রক্ষাকবচ। অর্থনীতির নানা সমাচার নিয়ে চীন আন্তর্জাতিক বেতারের সাপ্তাহিক আয়োজন ব্যবসাপাতি। ব্যবসাপাতির ১৫তম পর্বে সবাইকে স্বাগত।

ব্যবসাপাতির ১৫তম পর্বে যা থাকছে:

# দেশের প্রধান সমুদ্র বন্দর ‘চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, এর সমস্যা ও সক্ষমতা নিয়ে বিশেষ প্রতিবেদন

# বাণিজ্যের ক্ষেত্রে নির্মাণাধীন বন্দরগুলো নিয়ে বিশেষ প্রতিবেদন

# চট্টগ্রাম বন্দরের ভোগান্তি ও করণীয় বিষয়ক সাক্ষাৎকার

# হংকং এর অর্থনীতি পুনরুদ্ধারের খবর

 

 

পর্বের সাক্ষাত্কার:

দেশের অর্থনীতির প্রাণ চট্টগ্রাম বন্দর কিন্তু চাহিদার তুলনায় এর সক্ষমতা খুব একটা বাড়েনি ২০২১ সাল নাগাদ ৫০ বিলিয়ন মার্কিন ডলারের রফতানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার জন্য বন্দর প্রস্তুত নয় গভীর সমূদ্র বন্দর করা ছাড়া আর কোন বিকল্প নেই” –মোহাম্মদ হাতেম

জনবল সংকট ও মানসম্পন্ন পরীক্ষাগারের অভাবে ভোগান্তি চট্টগ্রাম বন্দরে_fororder_caijing