বসন্তকালের বাতাস
2021-04-01 10:11:54

বসন্তকালের বাতাস_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_images_20200402_8c412f621ffa4af6a7743bae35dbbdd3.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

বসন্তকালের হাত ধরে শুরু হলো একটি বছর। বিশ্বের অনেক স্থানে এই ঋতুতে শুরু হয় নতুন বছর। এই জীবন্ত ও প্রাণবন্ত ঋতু নিয়ে সারা পৃথিবীর মানুষ প্রশংসামূলক কথা বলে। বন্ধুরা আজকের অনুষ্ঠানে বসন্তকাল সংক্রান্ত কয়েকটি গান শুনবো।

চীনে একটি বিখ্যাত প্রবাদ আছে। ‘বসন্তকালে বার্ষিক পরিকল্পনা করা হয়।’ বসন্তকাল বছরের শুরু এবং কৃষিকাজের সময়। প্রাচীনকালে চীনের সম্রাট বসন্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতেন, বসন্ত দেবতার কাছে দেশের শান্তি, সমৃদ্ধি ও ভালো ফসলের জন্য প্রার্থনা করতেন। এ সময় ভালো পরিকল্পনা তৈরি করে পরিশ্রমী করলেই বছর শেষে সফলতা আসতে পারে। এটাই চীনাদের বিশ্বাস। এই বসন্তকালে আপনি কী কী পরিকল্পনা করেছেন?   গান ১

বসন্তকালে বিশ্বের সবখানে যেন নতুন প্রাণের সূচনা হয়! হিমায়িত নদী গলে যায়, গাছের পাতা সবুজ হয়, রঙ-বেরঙয়ের ফুলও ফুটে। এ সময় মানুষ প্রকৃতির কাছে ছুটে যায়। সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও প্রাণবন্ত আমেজে লোকদের মনও যেন প্রাণবন্ত হয়ে ওঠে, গান জেগে ওঠে মনে। ‘গাছে বসে গান গাওয়া’র ইচ্ছে জাগে। গানের কথায় বলা হয়, ‘খালি পায়ে গাছে চড়ে গান গাইতে চাই, উঁচু থেকে দেখে সব কিছু ছোট বলে মনে হয়। বিরক্তিকর সবকিছু বাতাসে উড়ে যাবে।’

আশা করছি এ গান শুনে আপনার মনও প্রফুল্ল হয়ে উঠবে।   গান ২

বসন্তকালের বাতাস_fororder_1167243549919543308

বসন্তকালে চেরি ফুল ফুটেছে। গাছের পাতা সবুজ হয়ে উঠেছে। আমি তোমার সঙ্গে পাহাড়ের সৌন্দর্যে হারিয়ে যেতে চাই। পাহাড়ের মন্দির থেকে ঘণ্টাধ্বনি ভেসে আসে। আমরা হাতে হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে যাবো; দেখবো পাখি, নদী, মনে রাখবো এ সুন্দর সময়। বৃদ্ধ হলে এ স্মৃতিচারণ করে ফিরিয়ে আনবো সুন্দর বসন্তকাল! এ কল্পনা অনেক সুন্দর তাই না?

চীনা গান ‘বসন্তকালের ফুলে’ এমন কথাই বলা হয়েছে। চলুন বন্ধুরা, গানটি শুনি।  গান ৩

বসন্তকাল তোমার চোখে কেমন? বসন্তকালের দৃশ্য অনেক সুন্দর, স্নিগ্ধ বাতাস বয়, আবহাওয়া থাকে উষ্ণ। তাই অনেক কবিতা ও গানে বসন্তকালকে সুন্দরী মেয়ের সঙ্গে তুলনা করা হয়।

‘আমি বসন্তকালের বাতাসে তোমাকে চিনেছি’ এই গানে বসন্তকালে এমনই একজন মেয়ের সঙ্গে পরিচয়ের গল্প বলা হয়েছে। আপনার জীবনে কি এমন কেউ আছে, যে আপনাকে বসন্তকালের কথা স্মরণ করিয়ে দেয়? চলুন, গানটি শুনি।   গান ৪

বন্ধুরা, আপনাদের কি কখনও মনে হয় যে, সুন্দর সময় দ্রুত হারিয়ে যায়? বসন্তকালের ফুল সুন্দর হলেও তা বেশি দিন থাকে না। কিছুদিন পর ঝরে পড়ে। চীনের কবিতায় বসন্তকালের প্রশংসা করা হয়েছে। পাশাপাশি দ্রুত শেষ হয়ে যাওয়ার দুঃখও অনেক কবিতায় ফুটে উঠেছে। তাই বসন্তকালে মানুষের পরস্পরবিরোধী মানসিক অবস্থা দেখা দেয়। এক দিকে সুন্দর দৃশ্যের প্রতি ভালোবাসা, অন্যদিকে খুব দ্রুত তা বিলীন হয়ে যাবে-এই দুঃখবোধ। আসলে ভালো ও মন্দ সবকিছু সময়ের সঙ্গে হারিয়ে যায়। এটাই নিয়ম। তাই মন দিয়ে বর্তমানকে অনুভব ও উপভোগ করাই গুরুত্বপূর্ণ।   গান ৫

বসন্তকালের বাতাস_fororder_1169367290988331049

এবারের গানের নাম ‘বসন্তকালের বাতাস।’ এই গানে বসন্তকালের বাতাসের কথা বলা হয়েছে মনে হলেও আসলে কিন্তু তা নয়। বসন্তের বাতাস চীনা সংস্কৃতিতে খুব ভালো ও সুন্দরের প্রতীক। চীনের ইন্টারনেটে একটি কথা প্রচলিত আছে। ‘বসন্তকালের বাতাসের চেয়েও তুমি ভালো।’ তাই এটি মনের মানুষের জন্য একটি গান। এখন গানটি শুনুন।    গান ৬

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদের বসন্তকাল সম্পর্কিত অনেক কথা ও গান শুনিয়েছি। তবে বসন্তকালের সৌন্দর্য সম্পর্কে বেশি কথা বলার দরকার নেই। নিজের চোখে দেখা এবং মন নিয়ে অনুভব করাই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাদের আরো একটি বসন্তকালের গান ‘ঝরনার পাশে’ শোনাবো। আশা করি, আপনারা একটি সুন্দর বসন্তকাল কাটাবেন।   গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।