‘হাদা'
2021-04-01 12:21:21

‘হাদা'_fororder_src=http___img.jianpu8.com_300_51_93_1832665414&refer=http___img.jianpu8

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের তিব্বতী জাতির একজন কন্ঠশিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর গান শোনাবো। তিনি হলেন বাইমা দোর্জি। তিনি ইউননান প্রদেশের দিছিং বান্নারের শ্যাংরিলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৭ বছর বয়সে কেন্দ্রীয় মিনজু সংগীত একাডেমিতে ভর্তি হন। ২০০৮ সালে তিনি শ্যাংরিলা পর্যটন ও সংস্কৃতি উত্সবের থিম সং রচনা করেন এবং গানটিতে কন্ঠ দেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘ইউননানে ফিরে আসার স্বপ্ন’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চীনের তিব্বতী জাতির কন্ঠশিল্পী বাইমা দোর্জি’র কন্ঠে ‘ইউননানে ফিরে আসার স্বপ্ন’ শীর্ষক গান। ২০০৩ সালের ৭ মার্চ তিনি বিশ্বের বৃহত্তম তিব্বতী সংগীত ওয়েবসাইট ‘চীনের তিব্বতী জাতি সংগীত ওয়েবসাইট’ প্রতিষ্ঠা করেন। বিশ্ববিদ্যালয়ের পর তিনি লাসায় গিয়ে নিজের সংগীতের স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা শুরু করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘অমিতাভ’ শীর্ষক গান। অমিতাভ বৌদ্ধধর্মের বুদ্ধের নাম। গানটিও একটি বৌদ্ধধর্মের সংগীত। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন বাইমা দোর্জি’র কন্ঠে ‘অমিতাভ’ শীর্ষক গান। তাঁর প্রতিষ্ঠিত ‘চীনের তিব্বতী জাতি সংগীত ওয়েবসাইট’ তিব্বতী সংগীত প্রচার ও উন্নয়নের দায়িত্ব পালন করছে। বাইমা দোর্জির উদ্দেশ্য হলো সারা বিশ্বের সামনে তিব্বতী জাতির সংগীত তুলে ধরা। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘হাদা’ শীর্ষক গান। হাদা হলো মঙ্গোলিয়ান ও তিব্বতীয় লোকদের আচার-অনুষ্ঠানে ব্যবহৃত রেশম কাপড়বিশেষ। হাদার মাধ্যমে শুভ কামনা করা হয়। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন বাইমা দোর্জি’র কন্ঠে ‘হাদা’ শীর্ষক গান। ওয়েবসাইট ছাড়া তিনি একটি সংস্কৃতি কোম্পানি প্রতিষ্ঠা করে তিব্বতী সংগীত প্রচার করার চেষ্টা করছেন। এটি হলো তাঁর স্বপ্ন। বাইমা দোর্জি নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন এইভাবে: “আমরা তিব্বতী জাতির মানুষেরা ঘোড়ার বৈশিষ্ট্যসম্পন্ন। আমরা আত্মবিশ্বাসী, অধ্যবসায়ী, অনুগত। আমি পাহাড়ী অঞ্চলে জন্মগ্রহণ করেছি। লাসা হলো আমার স্বপ্নের জায়গা। সেজন্য আমি লাসায় নিজের কোম্পানি খোলার চেষ্টা করেছি।”

‘হাদা'_fororder_src=http___img.qihuiwang.com_690A925A5D08EE58D2EBDC84963D0077_350_0_fill_jpg&refer=http___img.qihuiwang

বন্ধুরা, এখন আমি আপনাদেরকে ‘বোধিসত্ত্বের পদ্মফুল হতে চাই’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন বাইমা দোর্জির কন্ঠে ‘বোধিসত্ত্বের পদ্মফুল হতে চাই’ শীর্ষক গান। তিনি ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের কাছে প্রকৃত তিব্বতকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বর্তমানে ই-কমার্স লাসায় অনেক জনপ্রিয়। লাসার অনেক বাসিন্দা ইন্টারনেটে জিনিস কিনেন বা ব্যবসায় করেন। তাঁরা তিব্বতের বৈশিষ্ট্যময় পণ্য বাইরে বিক্রয় করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আকাশে তিব্বত’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন বাইমা দোর্জি’র কন্ঠে ‘আকাশে তিব্বত’ শীর্ষক গান। অনেক মানুষ তিব্বতকে জানেন না। আসলে বর্তমান তিব্বতে বিভিন্ন সামাজিক মিডিয়াম অনেক জনপ্রিয়। অধিকাংশ তিব্বতের মানুষ এসব মিডিয়াম ব্যবহার করেন। বিশেষ করে, তরুণ-তরুণীদের মধ্যে এই প্রবণতা দেখা যায়। বাইমা দোর্জি সামাজিক মিডিয়ামের মাধ্যমে তার গান প্রচার করেন এবং তিব্বতের সংস্কৃতি প্রচার করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘রঙিন ইউননান’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)