বিখ্যাত চীনা নারী : ক্রীড়াবিদ লাং ফিং
2021-04-01 20:27:11

বিখ্যাত চীনা নারী : ক্রীড়াবিদ লাং ফিং_fororder_nvv1

লাং ফিং

লাং ফিং হলেন চীনের ক্রীড়াজগতের একজন বিখ্যাত নারী। তিনি আন্তর্জাতিক ক্রীড়া জগতেরও একজন অনুপ্রেরণা হিসেবে গণ্য। তিনি বর্তমানে চায়না উইমেন ন্যাশনাল ভলিবল টিমের প্রধান কোচ। তিনি ভলিবল বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি খেলোয়াড় এবং কোচ দুইভাবেই অলিম্পিকে স্বর্ণ জয় করেছেন। লাং ফিংয়ের জন্ম ১৯৬০ সালে চীনের থিয়ানচিন শহরে। ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত গ্রীষ্ম অলিম্পিকে গোল্ডমেডেল জয়ী চায়নিজ ভলিবল টিমের সদস্য ছিলেন লাং ফিং। আবার  ২০১৬ সালে রিও অলিম্পিকে তিনি ছিলেন চায়নিজ দলের কোচ। সেবারও স্বর্ণজয় করে চায়নিজ ভলিবল দল।  ১৯৮২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয় করা চীনা দলেরও সদস্য ছিলেন। ১৯৮১ এবং ৮৫ সালেও বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন লাং ফিং।  ১৯৮১ থেকে ৮৬ সাল পর্যন্ত তিনি চায়নিজ বর্ষসেরা দশ অ্যাথলেটের অন্যতম হিসেবে পুরস্কার পান। এছাড়া, তিনি তার ক্যারিয়ারে অসংখ্য আন্তর্জাতিক এবং জাতীয় পুরস্কার ও সম্মাননা জয় করেছেন।

লাং ফিংয়ের জীবন নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র। লিপ নামের সেই ছবিটিতে লাংফিংয়ের চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত চীনা অভিনেত্রী কুং লি। আর লাং ফিংয়ের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন তারই মেয়ে লাং বাই। তিনি চীনের প্রথমদিকের বিশ্ব চ্যাম্পিয়ন ক্রীড়াবিদদের  অন্যতম এবং আন্তর্জাতিকভাবে নারীর ক্রীড়াক্ষেত্রে সাফল্যের আইকন হিসেবে গণ্য।

প্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাত্কারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

 

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া

ছবি: হোসনে মোবারক সৌরভ

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া