‘স্থানচ্যুতি'
2021-03-31 10:35:14

‘স্থানচ্যুতি'_fororder_d62a6059252dd42a2834bebcac714cb5c9ea15ce12db

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী বাই স্যুয়ে’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর গান শোনাবো। তিনি ১৯৭৫ সালের ২৮ ফেব্রুয়ারিতে চেচিয়াং প্রদেশের লেছি শহরে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। একই বছরে তিনি কাজাখস্তানে আয়োজিত ‘এশিয়া কন্ঠ’ শীর্ষক পপ সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘যে মানুষের সঙ্গে অনেক দিন ধরে দেখা নেই’ শীর্ষক গান। গানটি ১৯৯৫ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা, গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন বাইস্যুয়ে’র কন্ঠে ‘যে মানুষের সঙ্গে অনেক দিন ধরে দেখা নেই’ শীর্ষক গান। ১৯৯৫ সালে তিনি সিসিটিভি’র বসন্ত উত্সব গালায় গান পরিবেশন করেন। একই বছরে তিনি নিজের প্রথম ডিক্স প্রকাশ করেন। ১৯৯৬ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৯ সালে তিনি তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। একই বছরে তাঁর কন্ঠের গান চ্যানেল ভি’র চীনা ভাষার সংগীতের বিশিষ্ট সংগীতের পুরস্কার লাভ করে। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘হাজার বছরের ইতিহাসে চমত্কার সংগীত’ শীর্ষক গান শোনাবো। গানটি ১৯৯৫ সালে রিলিজ হয়। গানটি ১৯৯৬ সালে চীনা সংগীত অ্যাওয়ার্ডের দ্বিতীয় পুরস্কার পেয়েছে। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন বাই স্যুয়ে’র কন্ঠে ‘হাজার বছরের ইতিহাসে চমত্কার সংগীত’ শীর্ষক গান। ২০০৩ সালে তিনি নিজের নামের অ্যালবাম প্রকাশ করেন। ২০০৭ সালে তিনি নতুন গান প্রকাশ করেন। ২০১২ সালে তিনি প্রথমে টিভি সিরিজে অভিনয় করেন। ২০১৩ সালে তিনি সিসিটিভি’র মধ্য-শরত্ উত্সবের গালায় গান পরিবেশন করেন। ২০১৫ সালে তিনি নিজের কনসার্ট আয়োজন করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘স্থানচ্যুতি' শীর্ষক গান শোনাবো। গানটি ১৯৯৪ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

‘স্থানচ্যুতি'_fororder_38dbb6fd5266d0160924a4082261c30735fae6cd9ff3

বন্ধুরা, আপনারা বাইস্যুয়ে’র কন্ঠে ‘স্থানচ্যুতি’ শীর্ষক গান শুনলেন। ২০১৮ সাল থেকে তিনি বিভিন্ন টিভি কেন্দ্রের শো ও অনুষ্ঠানে অংশ নিতে শুরু করেন। বাই স্যুয়ে একটি শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা চীনা গণমুক্তিফৌজের শিল্পদলে কাজ করতেন। তিনি ছোটবেলা থেকে বাবার সঙ্গে চীনা ঐতিহ্যবাহী বাদ্র্যযন্ত্র এরহু শিক্ষা শুরু করেন। এরপর তিনি চীনের শাংহাই’র আঞ্চলিক অপেরা ইউয়ে অপেরা শিখেছেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আমি বিদায় দিতে চাই না’ শীর্ষক গান। গানটি ২০০৫ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন বাই স্যুয়ে’র কন্ঠে ‘আমি বিদায় দিতে চাই না’ শীর্ষক গান। ১৯৮৭ সালে তিনি ওয়েনচৌ’র ইউয়ে অপেরা দলে ভর্তি হন। ১৯৮৯ সাল থেকে তিনি মঞ্চে গান পরিবেশন শুরু করেন। একই বছরে তিনি লেছিং স্থানীয় কারাওকে প্রতিযোগিতার প্রথম স্থান লাভ করেন। ১৯৯১ সালে তিনি চেজিয়াং প্রদেশের সামরিক অঞ্চলের সংস্কৃতি ও শিল্পদলে যোগ দেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘বসন্তকালের সুন্দর দৃশ্য’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন বাই স্যুয়ে’র কন্ঠে ‘বসন্তকালের সুন্দর দৃশ্য’ শীর্ষক গান। ১৯৯৪ সালের এপ্রিলে তিনি চীনা বেতার শিল্পদলের সদস্য হিসেবে ইউরোপের আটটি দেশে গান পরিবেশন করেন। তখন থেকে তিনি অনেক জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর তিনি বিভিন্ন দেশে গান পরিবেশন করেছেন। ১৯৯৪ সালে তিনি চীনা গণমুক্তিফৌজের শিল্প একাডিমির সংগীত বিভাগে লেখাপাড়া শুরু করেন। এরপর তিনি বেইজিং বিশ্ববিদ্যালয়ের শিল্প ও বাণিজ্য পরিচালনা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘চন্দ্রপ্রভায় পশ্চিম ভবন’ শীর্ষক গান শোনাবো। গানটির শিরোনাম চীনের সং রাজবংশ আমলের প্রায় দেড় হাজার বছর আগে একজন বিখ্যাত নারী কবি লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)