সংবাদ পর্যালোচনা মহামারী-উত্তর বিশ্বে ঐক্য, সহযোগিতা ও বহুপক্ষবাদ আরও বেশি প্রয়োজন
2021-03-31 20:06:30

মার্চ ৩১: কোভিড-১৯ মহামারী মানবজাতির জন্য বড় চ্যালেঞ্জ। গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত ‘মহামারী-উত্তর যুগে সবুজ পুনরুদ্ধার’ শীর্ষক আন্তর্জাতিক ফোরামে বহু চীনা ও বিদেশি বিশেষজ্ঞ বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন দেশের উচিত সহযোগিতা জোরদার করে বহুপক্ষবাদ অনুসরণ করা। তারা মনে করেন, বিশ্বের সবুজ পুনরুদ্ধার ও কার্যকর পরিচালনার জন্য চীন নিজের অবদান রাখছে।

চীনের জাতিসংঘ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এ ফোরামে ১২০জন দেশি-বিদেশি বিশেষজ্ঞ বৈশ্বিক পরিবেশ, অর্থনৈতিক পরিচালনা, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। চীনের জাতিসংঘ সমিতির পরিচালক ওয়াং ছাও ফোরামে বলেন, কোভিড-১৯ মহামারী উন্নয়নশীল দেশগুলোর ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলেছে। মহামারীর কারণে খাদ্যসঙ্কট ও ঋণসংকট বেড়েছে এবং বৈশ্বিক পরিচালনাব্যবস্থায় কিছু মৌলিক সমস্যা দেখা দিয়েছে। তিনি বলেন,

“বিশ্ব অর্থনীতির মন্দাবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ কমে যাওয়া, এবং আন্তর্জাতিক আর্থিক বাজারের অস্থিতিশীলতা দৃশ্যমান। মহামারীর কারণে বৈশ্বিক পরিচালনাব্যবস্থায় অযৌক্তিক ও অন্যায় আচরণ স্পষ্টতর হয়ে উঠেছে। তা ছাড়া, মহামারীর কারণে বিভিন্ন দেশের ওপর আর্থিক চাপ বাড়ার কারণে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন কঠিনতর হয়ে উঠেছে।’

পিকিং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটের উপ-মহাপরিচালক চাং হাই পিন বলেন, মহামারী প্রতিরোধ বা অর্থনীতির সবুজ পুনরুদ্ধার—যা-ই হোক না কেন, তা বাস্তবায়নের সময় সমান ও সহনশীল বহুপক্ষবাদ অনুসরণ করা জরুরি। তিনি বলেন,

“মহামারী থেকে আমরা যা শিখেছি তা হলো, একটি বিভক্ত পৃথিবীতে বৈশ্বিক সঙ্কট মোকাবিলা করা সম্ভব না। তাই মহামারী-উত্তর পৃথিবীতে আসল বহুপক্ষবাদ অনুসরণ করতে হবে এবং জাতিসংঘের ভূমিকা জোরদার করতে হবে।’

জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের বিশ্বায়ন ও উন্নয়ন কৌশল বিভাগের পরিচালক রিচার্ড কোজুল রাইট মনে করেন, এখন একটি শক্তিশালী বহুপক্ষীয় ব্যবস্থার যথাযথ ভূমিকা পালন করার সময়। চীন এদিকে খুব ভাল করছে। কিন্তু কোনো কোনো দেশের নেতিবাচক চিন্তাভাবনা খুবই বিপজ্জনক। তিনি বলেন,

“বিশ্বায়নের পৃথিবীতে চীন একটি দৃষ্টান্ত। ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ খুব গুরুত্বপূর্ণ। অনেক দেশ চীনের সাফল্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজের অর্থনীতি শক্তিশালী করতে চায়। কিন্তু কোনো কোনো দেশ এ উদ্যোগকে হুমকি হিসেবে দেখে। এ নেতিবাচক মনোভাব খুব উদ্বেগজনক।”

চীনে জাতিসংঘের সমন্বয়কারী সিদ্ধার্থ চ্যাটার্জী ফোরামে বলেন, চীনের মহামারী নিয়ন্ত্রণপদ্ধতি বৈজ্ঞানিক ও কার্যকর। এটা সারা বিশ্বের জন্য দৃষ্টান্তস্বরূপ। চীন নতুন উন্নয়ন-ধারণা বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ও টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছে। তিনি বলেন,

“আমার নিজের অভিজ্ঞতার কথা বলি। আমি নিজেই দেখেছি চীন গণস্বাস্থ্য সমস্যা মোকাবিলার উদ্যোগ নিয়েছে এবং এতে সরকারের বিভিন্ন বিভাগ সহযোগিতা করছে। চীন সবুজ ও টেকসই উন্নয়নের ধারণা বাস্তবায়নের কাজ করছে। এটা শুধু চীনের জন্য নয়, অন্যান্য দেশের জন্যও খুবই গুরুত্বপূর্ণ।”

(ইয়াং/আলিম/ছাই)