মার্চ ৩১: গতকাল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে নভেল করোনাভাইরাসের উতসের সন্ধান নিয়ে তাদের গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। এতে গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়া একেবারে অসম্ভব বলে উল্লেখ করা হয়।
এ প্রতিবেদন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশের কতিপয় কূটনীতিবিদদের, যারা উহানের গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে প্রচার করছিল, গালে চপেটাঘাত করেছে।
ভাইরাসের উতসের অনুসন্ধান একটি বৈজ্ঞানিক এবং সময় সাপেক্ষ কাজ। ভিত্তিহীন মিথ্যাচার আসল তথ্য বের করবে না। কতিপয় চীন-বিরোধী কূটনীতিবিদ ও তথ্যমাধ্যম প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দলকে প্রভাবিত করার চেষ্টা করে। তারা আশা করেছিল তাদের চাপে বিশেষজ্ঞ দল “চীন বিরোধী”তথ্য প্রকাশ করবে। তাই প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হতাশ হয়ে পড়ে। এরই প্রেক্ষিতে প্রতিবেদনের বিরুদ্ধে তারা কথিত ‘যৌথ বিবৃতি’ প্রকাশ করেছে। যাতে প্রতিবেদনটির প্রতি সন্দেহ প্রকাশ করা হয়।
দুবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদেরকে ভাইরাসের উতস অনুসন্ধানের জন্য আমন্ত্রণ জানিয়েছে বেইজিং। এতে চীনের উন্মুক্ত, স্বচ্ছ ও দায়িত্বশীলতার পরিচয় ফুটে ওঠেছে। একাধিক আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও চীনের প্রশংসা করেছেন। তাঁরা চীন নজিরবিহীন উন্মুক্ত মনোভাব নিয়ে কাজ করছে উল্লেখ করে তাঁদের উহান সফর ফলপ্রসু হয়েছে বলেও মন্তব্য করেন।
মহামারী নিয়ে রাজনীতি ভাইরাসকে জয় করতে পারবে না। শুধুমাত্র বিজ্ঞানকে সম্মান করে, একতা ও সহযোগিতা চালিয়ে জনগণকে এ কঠিন অবস্থা থেকে বাচানো যাবে। চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়তে এ সব বলা হয়। (আকাশ/এনাম/রুবি)