মার্চ ৩১: সম্প্রতি সিনচিয়াংয়ের তুলা শিল্প নিয়ে এইচ অ্যান্ড এম-সহ বেশ কয়েকটি ব্র্যান্ডের সৃষ্ট ঘটনা ইন্টারনেটে ব্যাপক আলোচিত হয়ে উঠেছে।
অনুষ্ঠানের শুরুতেই আমরা এ ঘটনার ওপর দৃষ্টি দেবো। ২৪ মার্চ সুইডিশ পোশাক ব্র্যান্ড এইচ অ্যান্ড এম তার ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, এইচ অ্যান্ড এম গ্রুপ বেসরকারি সংস্থার রিপোর্ট ও গণমাধ্যমের প্রচারের ওপর নিবিড় দৃষ্টি রেখেছে। এর মধ্যে রয়েছে সিনচিয়াংয়ের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মুসলিম জাতির মানুষের বিরুদ্ধে ‘বাধ্যতামূলক শ্রম’ এবং ‘ধর্মীয় বৈষম্যের’ অভিযোগ। আমরা সিনচিয়াংয়ের কোনো গার্মেন্টস কারখানার সঙ্গে সহযোগিতা করি না এবং সেই অঞ্চলের উৎপাদিত বস্তু ক্রয় করি না।
এইচ অ্যান্ড এম-সহ বিদেশি প্রতিষ্ঠানগুলো চীনের বাজার ত্যাগ করলেও সিনচিয়াংয়ের তুলা শিল্পের ওপর যে আঘাত হেনেছে তার উদ্দেশ্য কি?