চীনা তরুণ তরুণীরা বিভিন্ন পদ্ধতিতে বসন্ত উত্সব কাটাবেন
2021-03-30 10:18:32

এ বছরে মহামাহারীর নেতিবাচক প্রভাবে চীনের বিভিন্ন শহরের তরুণ-তরুণীরা স্থানীয়ভাবে বসন্ত উত্সব কাটাবেন। তাহলে তাঁরা কিভাবে এবারের বসন্ত উত্সব কাটাবেন? এখন আমি আপনাদেরকে তাঁদের গল্প শোনাবো।

“এবারের বসন্ত উত্সবে আমার অনেক কর্মসূচি ও ক্রিয়াকলাপ থাকবে। প্রথমে আমি আমার বন্ধুদের সঙ্গে ডাম্পলিংস রান্না করবো। আমরা বিভিন্ন স্থান থেকে এসেছি। সেজন্য বিভিন্ন ধরণের ডাম্পলিংস করতে পারবো। আমি অন্য জায়গার ডাম্পলিংয়ের স্বাদ নিতে পারব।” ২৫ বছর বয়সী তরুণী ছাং স্যিয়াও শুয়াই এ কথা বললেন। তিনি একটি নেটওয়ার্ক কোম্পানিতে কাজ করেন। আসন্ন বসন্ত উত্সব হবে বাড়ির বাইরে তার প্রথম বসন্ত উত্সব। কিন্তু তিনি উত্সবের ছুটিতে অনেককিছু করার পরিকল্পনা গ্রহণ করেছেন।

“আমি আমার বন্ধুদের সঙ্গে ঐতিহ্যগত রীতিনীতি অনুসারে কিছু অনুষ্ঠান করবো। যদিও বাবা-মা’র কাছে যাবো না, তবু নিজেই ভালভাবে বসন্ত উত্সব কাটাবো।” তিনি এভাবে বললেন।  

৩৫ বছর বয়সী মাদাম গ্যান বলেন, তিনি আগে বিদেশে ছিলেন। তখন বসন্ত উত্সবের সময় বাবা-মাকে অনেক মিস করতেন। এ বছরে যদিও চীনে আছেন, তবুও বাড়িতে ফিরতে পারছেন না। কিন্তু চীনে পণ্য পরিবহনের ব্যবস্থা অনেক সুবিধাজনক। তাঁর বাবা ও মা জন্মস্থানের বিশেষ খাবার তাঁকে পাঠিয়েছেন।

“আমার মা বিভিন্ন ডিশ ও ফল আমাকে পাঠিয়েছেন। আমিও উত্সবের উপহার তাঁদেরকে পাঠিয়েছি।” মাদাম গ্যান এ কথা বললেন।

মিস্টার চাং বিদেশে কাজ করেন। মহামারীর কারণে তিনি চীনে ফিরে আসতে পারেননি। কিন্তু তিনি সেদেশে ভালভাবে বসন্ত উত্সব কাটাবেন তিনি। তিনি বলেন,

“আমি যে বই আগে পড়ার সময় পাইনি, তা বসন্ত উত্সবের সময় পড়বো। এ ছাড়াও, আমি ইন্টারনেটে গেমস্‌ খেলব এবং ফুটবল দেখবো। কাজ করার সময় অনেক ব্যস্ত থাকি আমি। কিন্তু বসন্ত উত্সবের সময় ছুটিতে আমি ভালভাবে বিশ্রাম নেবো।”

 

বন্ধুরা, শুনছিলেন চীনা তরুণ-তরুণীরা মহামারীতে বসন্ত উত্সব কাটানোর পরিকল্পনার কথা।