রোববারের আলাপন: অলিম্পিক পার্কের নির্মাণ দ্রুত এগিয়ে চলছে
2021-03-28 20:37:18

 


আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি এনাম এবং আকাশ।

আকাশ: বন্ধুরা, বেইজিং শীতকালীন  অলিম্পিক গেমস আমাদের দরজায় কড়া নাড়ছে। গেমস আয়োজনে সংশ্লিষ্ট স্থাপনা ও প্রকল্পের নির্মাণকাজ প্রায় শেষের পথে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস পার্কের নির্মাণ এ বছরের অক্টোবরে শেষ হবে। দুটো শীতকালীন অলিম্পিক গেমসের জন্য পৃথক দুটি রেলপথের নির্মাণ চলতি বছরের শেষের দিকে শেষ হবে। পাশাপাশি, বেইজিংয়ের ‘ফু সি’ নাকম একটি সড়ককে  শীতকালীন অলিম্পিক গেমসের পরিকল্পনা  অনুসারে উন্নত করা হবে। এ প্রকল্প এ বছরের সেপ্টেম্বরে শেষ হবে। 

আগের ৮টি পার্কের ভিত্তিতে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস পার্ক নির্মাণ করা হচ্ছে। পার্কের একটি বৈশিষ্ট্য হচ্ছে তার ভেতরে ৪২ কিলমিটার দীর্ঘ একটি মারাথ্যন পথ নির্মাণ করা হবে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস পার্ক চলতি বছরের অক্টোবর মাসে চালু হবে বলে অনুমান করা হচ্ছে।
 
আকাশ: এনাম ভাই, আপনি জানেন, ২০০৮ বেইজিং গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজনের পর পাখির নীড়, ওয়াটার টিউব, ও অলিম্পিক ফরেস্ট পার্কসহ খেলাধুলার স্টেডিয়াম বা পার্ক বেইজিংবাসীরা নিয়মিত ব্যবহার করে আসছেন। আমি এখানে বিশেষ করে অলিম্পিক ফরেস্ট পার্ক নিয়ে একটু বলব। পার্কের আয়তন ৬৮০হেক্টর। পার্কে উত্তর অঞ্চল ও দক্ষিণ অঞ্চল নামে দুটি অংশ রয়েছে। পার্কে হ্রদ, বন, পাহাড়, জলাভূমি সব রয়েছে। এতে ১০.৭ কিলমিটার দীর্ঘ একটি মারাথ্যন রাবার রানওয়ে রয়েছে। হ্রদ ও বনের মধ্য দিয়ে দৌড়ানো আরামদায়ক! 
এনাম ভাই, আমি বিশেষ করি এ দৌড় পথকে অনেক পছন্দ করি। আপনি কি অলিম্পিক ফরেস্ট পার্কে কখনো গিয়েছেন? যদি না যান, তাহলে একটু ঘুরে দেখবেন , কেমন? ওখানে সাবওয়েতে যেতে পারেন। 

এনাম:...

আকাশ: ভাই, এ বছরে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস পার্ক স্থাপন করা হবে। এতে একটি ৪২ কিলমিটার  দীর্ঘ ম্যারাথন পথ থাকবে। আমাদের এখান থেকে সেটি বেশি দূরে নয়। আপনি দেখতে পারবেন, কেমন?
আপনি কী বলেন?