‘তোমার উত্তর’
2021-03-26 13:52:11

‘তোমার উত্তর’_fororder_arong

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী আ রুং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

আ রুং, তাঁর আসল নাম লিউ উই, তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী। তিনি ১৯৯৪ সালের ১৩ জুলাই চীনের চ্য চিয়াং প্রদেশে জন্মগ্রহণ করেন। তাঁর প্রতিনিধিত্বকারী গান ‘তিনি’, ‘তোমার উত্তর’, ‘আমার সঙ্গে সম্পর্ক নেই’।

 

বন্ধুরা, এখন শুনুন আ রুং-এর গান ‘সমুদ্র আর পাহাড় পার হয়ে তোমাকে দেখি’। গানের কথাগুলো এমন: আমি তোমাকে দেখতে চাই, ১৪ কোটি কিলোমিটার দূরত্ব হলেও। এই পথে দৌড়াই, তোমার কোলে যাই। আমি তোমাকে দেখতে চাই, কুয়াসার ভেতর, ফুল ফোটার সময়, পাহাড় ও সমুদ্র পার হয়ে, তোমাকে দেখতে চাই।

 

আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, এখন শুনুন আ রুং-এর গান ‘তোমার উত্তর’। গানের কথায় বলা হয়: হয়তো এই বিশ্ব এরকম, আমি এখনো পথে। কথা বলার কেউ নেই। হয়তো আমি শুধু চুপচাপ থাকি, অশ্রু চোখ ভিজিয়ে দেয়। তবে, আমি কাপুরুষ হতে চাই না। মাথা নিচু করে, দিনের অপেক্ষা করি, সব উপহাস সহ্য করি। বাতাসের দিকে, রংধনু আলিঙ্গন করি। সাহসের সঙ্গে সামনে এগিয়ে যাই।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন আ রুং-এর কণ্ঠে ‘আমাদের মধ্যে’ গানটি। গানের কথায় বলা হয়: আমাদের নিজের স্থান খুঁজি, পরস্পরের দিকে তাকাই না। আমি আমাদের কথা বন্ধ করতে চাই, হৃদয়ের দুনিয়ায় যাই, বিচ্ছেদের পর সেই সৌন্দর্য খুঁজি।  তুমি আমার ভালোবাসা বোঝো না।

আচ্ছা, শুনুন এই গান।

 

এবারের গানের নাম ‘প্রেমের গানের কথা’। গানের কথায় বলা হয়: হাসি সুন্দর, তোমার সঙ্গেই মানায়। পরস্পরের প্রশংসা কত হাস্যকর। লোকজনের সামনে ভালোবাসার ভান করে। এই প্রেমের গান ছদ্মবেশ ভেঙে দেয়। তোমাকে ঘৃণা করতেও ভালোবাসি। সন্দেহ নেই, এটা ভালোবাসা নয়।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন আ রুং-এর গান ‘তিনটি শব্দ’। গানের কথা এমন: অনেক কথা সূর্যাস্তের দিকে জমা রেখেছি। আমার অশ্রু কার জন্য পড়ে? তোমার খবর জেনে নেই, ভালো না খারাপ, আমি সব খেয়াল করি। যদি আমি সেই তিনটি শব্দ বলতে পারি, তাহলে আমাদের ফলাফল কি অন্য রকম হবে?

আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, এখন শুনুন আর রুং-এর গান ‘তোমাকে দেখতে চাই’। গানের কথা এমন: তোমাকে কোলে নিতে চাই, তোমার হাসি সব দুঃখকে দূর করে। আমার জীবনও জেগে উঠে। আবার তোমার সঙ্গে দেখা করতে চাই, তোমাকে দেখতে চাই, শুধু তুমি।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আ রুং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)