দেহঘড়ি পর্ব-১০
2021-03-26 20:05:41

‘দেহঘড়ি’র এ পর্বে রয়েছে স্বাস্থ্যখাত নিয়ে একটি প্রতিবেদন, সপ্তাহের গুরুত্বপূর্ণ সংবাদের সংকলন ‘স্বাস্থ্য বুলেটিন’, প্রাকৃতিকভাবে রোগপ্রতিরোধ ও রোগমুক্তি নিয়ে কথন ‘ভাল থাকার আছে উপায়’, সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবং খাদ্যের গুণাগুণ নিয়ে আয়োজন ‘কী খাবো কী খাবো না’।

##হেল্ বুলেটিন: ৭০টি দেশে টিকা উপহার দিচ্ছে চীন

দেহঘড়ি পর্ব-১০_fororder_jiankang2

Coronavirus vaccines could cement Africa′s relationship with China | Africa  | DW | 05.02.2021বিশ্বব্যাপী করোনা মহামারি মোকাবিলায় বড় পরিসরে টিকা সহযোগিতা দেওয়ার পরিকল্পনা নিয়েছে চীন। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার মুখপাত্র তিয়ান লিন জানান, এরইমধ্যে এশিয়ার ২৬টি ও আফ্রিকার ৩৪টি দেশসহ অন্যান্য মহাদেশের বেশিরভাগ দেশেই সুশৃঙ্খলভাবে টিকা পৌঁছে দেওয়া হচ্ছে।

এছাড়াও তিনটি আন্তর্জাতিক সংস্থাকে টিকা উপহার দেওয়ার প্রস্তাব দিয়েছে চীন। এগুলো হলো জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, আরব লীগ ও আফ্রিকান ইউনিয়ন। টিকার পাশাপাশি ইনজেকশন সামগ্রীও দেওয়া হয়েছে কিছু দেশকে।

তিয়ান লিন জানান, খুব সতর্কতার সাথে পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে দেশগুলোতে নির্ধারিত সময়ের মধ্যেই টিকা পৌঁছে দেওয়া হচ্ছে।

মূলত ওয়ার্ল্ড হেলথ এ্যাসেম্বলিতে দেওয়া চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রতিশ্রতি অনুযায়ী বিশ্বের কম উন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে টিকা সহযোগিতা দেওয়া হচ্ছে।

মুখপাত্র তিয়েন লিন বলেন, রক্ষাকর্তা হিসেবে নয়, বন্ধু রাষ্ট্র হিসেবে দেশগুলোর বিপদের সময় এগিয়ে এসেছে চীন এবং এসবের সঙ্গে ভূ-রাজনৈতিক কোনও উদ্দেশ্যে নেই।

এতগুলো দেশকে টিকা সহযোগিতা দেওয়ার কারণে চীনের অভ্যন্তরে গণটিকাদান কার্যক্রমের ওপর কোনও প্রভাব পড়বে না - জানিয়ে তিনি বলেন, চীন তার সক্ষমতা অনুযায়ী সবার পাশে দাড়ানোর চেষ্টা করছে।

##প্রতিবেদনতিন কারণে বাংলাদেশে বাড়ছে করোনা সংক্রমণ

দেহঘড়ি পর্ব-১০_fororder_jiankang3

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধমুখী হওয়ার পেছনে ৩টি কারণকে দায়ী করেছেন ভাইরাস বিশেষজ্ঞরা। তারা বলছেন করোনাভাইরাসের যুক্তরাজ্যের ধরণ বাংলাদেশে দ্রুত ছড়াচ্ছে। বিষয়টি নিয়ে সিএমজি বাংলার সঙ্গে কথা বলেছেন ভাইরাস বিশেষজ্ঞ অধ্যাপক মোশতাক আহমেদ। তিনি বলেন, যুক্তরাজ্যের করোনার ধরণটি কয়েকগুণ শক্তিশালী আর এতে ছড়ানোর সক্ষমতাও বেশি।

দেহঘড়ি পর্ব-১০_fororder_jiankang4

ভাইরাস বিশেষজ্ঞ অধ্যাপক মোশতাক আহমেদ

অধ্যাপক মোশতাক আহমেদ বলেন, বাংলাদেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য উষ্ণ আবহাওয়াও দায়ী। এসময় জ্বর, সর্দি, নিউমোনিয়াসহ অন্যান্য ভাইরাসজনিত রোগের প্রকোপ কমে যাওয়ায় এককভাবে করোনাভাইরাসের উপস্থিতি বেশি । তাই সংক্রমণ বাড়ছে বলে আশঙ্কা জানান তিনি ।

ভ্যাক্সিন চলে আসার পর মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কমে গেছে। প্রথম ডোজ নিয়েই নিজেদের নিরাপদ ভাবছেন অনেকে। ভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক মোজাহেরুল হক। বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে কোনরকম সচেতনতা ছাড়াই মানুষজন অংশ নিচ্ছে। এসব কারণেও সংক্রমণ ঊর্ধমুখী হচ্ছে বলে মন্তব্য করেন ভাইরাস বিশেষজ্ঞরা।

দেহঘড়ি পর্ব-১০_fororder_jiankang5

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক মোজাহেরুল হক

## আপনার ডাক্তারডা. মো. আরিফ হোসেন

দেহঘড়ি পর্ব-১০_fororder_jiankang6

আজ আমরা কথা বলছি পিত্তথলির পাথর বা গলব্লাডার স্টোন নিয়ে। পিত্তথলির পাথর খুবই পরিচিত একটি স্বাস্থ্য সমস্যা। বেশিরভাগ পিত্তপাথর কোলেস্টেরল জমে তৈরি হয়। এ কারণে কোলেস্টেরলযুক্ত খাবার কম খেলে পিত্তথলির পাথর হওয়ার আশঙ্কাও কমে যায়। পিত্তথলির পাথর কোন জটিল রোগ নয়। কিন্তু সময়মতো চিকিত্সা না করালে তা জটিল আকার ধারণ করে। সময়মত রোগনির্ণয় ও চিকিৎসা করালেই এই রোগের সঠিক নিরাময় সম্ভব। এ রোগ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হন বিশেষজ্ঞ শল্যচিকিত্সক মো. আরিফ হোসেন। ডা. মো. আরিফ হোসেন, কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারি)। তিনি শল্যচিকিত্সায় এফসিপিএস ডিগ্রিধারী।