স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: গৌরবের ৫০ বছর উদযাপন বাংলাদেশের
2021-03-26 20:29:15

শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের খবরাখবর, বরেণ্য ব্যক্তিত্ব ও প্রতিভাবান-সৃষ্টিশীল তরুণদের জীবন ও কর্ম নিয়ে সাজানো আমাদের এ অনুষ্ঠান। খ্যাতিমানদের কৃতি মানুষ হয়ে ওঠার অনুপ্রেররণা, সৃষ্টিশীল তরুণদের স্বপ্ন, তাদের জীবনের আনন্দ-বেদনার গল্প নিয়েই ‘আপন আলোয়’।

২৬শে মার্চ, ২০২১। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। ১০ দিনের রাষ্ট্রীয় অনুষ্ঠানমালায় বাংলাদেশের মানুষ উদযাপন করেছেন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। গৌরবের ৫০ বছরের এই ঐতিহাসিক দিনটিতে আজ আপন আলোয় আমাদের অতিথি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরসৈনিক, বরেণ্য সংগীত পরিচালক সুজেয় শ্যাম। তার অমর সৃষ্টি বিজয়ের প্রথম গান বিজয় নিশান উড়ছে ঐ।

অন্তরঙ্গ আলাপনে আমরা তার কাছে শুনবো কালজয়ী এ গান সৃষ্টির পটভূমি আর আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ঐতিহাসিক ভূমিকার গল্প।

তবে তার আগে মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সংবাদ জানাচ্ছেন তানজিদ বসুনিয়া:

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: গৌরবের ৫০ বছর উদযাপন বাংলাদেশের

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: গৌরবের ৫০ বছর উদযাপন বাংলাদেশের_fororder_wenhua

অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা

১০ দিনের বিশেষ রাষ্ট্রীয় আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করলো বাংলাদেশ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০ দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন হয় গত ১৭ মার্চ যার সমাপনী হচ্ছে আজ ২৬ মার্চ বিজয়ের ৫০তম বার্ষিকীর দিনটিতে।

১০ দিনের এই অনুষ্ঠানমালায় প্রতিদিন পৃথক পৃথক থিম ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ১৭ মার্চ ‘ভেঙেছ দুয়ার এসেছো জ্যোতির্ময়’, ১৮ মার্চ ‘মহাকালের তর্জনী’, ১৯ মার্চ ‘যতকাল রবে পদ্মা যমুনা’, ২০ মার্চ ‘তারুণ্যের আলোকশিখা’, ২১ মার্চ ‘ধ্বংসস্তূপে জীবনের গান’, ২২ মার্চ ‘বাংলার মাটি আমার মাটি’, ২৩ মার্চ ‘নারীমুক্তি, সাম্য ও স্বাধীনতা’, ২৪ মার্চ ‘শান্তি-মুক্তি ও মানবতার অগ্রদূত’, ২৫ মার্চ ‘গণহত্যার কালরাত্রি ও আলোকের অভিযাত্রা’ এবং ২৬ মার্চ ‘স্বাধীনতার পঞ্চাশ বছর ও অগ্রগতির সুবর্ণরেখা’ প্রতিপাদ্য করে বিশেষ পরিবেশনা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রীয় এই আয়োজনে যোগ দিতে বাংলাদেশে আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি, ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: গৌরবের ৫০ বছর উদযাপন বাংলাদেশের_fororder_wenhua1

পঞ্চম দিনে ছিল চীনের শিল্পীদের পরিবেশনা

১০ দিনের অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে শুভেচ্ছা জানান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বিশেষ এক ভিডিও বার্তায় চীনের প্রেসিডেন্ট বঙ্গবন্ধুকে পূর্বাপর চীনের ভালো বন্ধু হিসেবে অভিহিত করে বলেন, চীন ও বাংলাদেশ প্রাচীনকাল থেকে সুপ্রতিবেশি রাষ্ট্র। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৬ বছরে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দু’দেশ একসঙ্গে অগ্রগতি লাভ করেছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় চীনা জাতির মহান পুনরুজ্জীবনের স্বপ্ন আর ‘সোনার বাংলা’র স্বপ্নের মিল রয়েছে মন্তব্য করেন প্রেসিডেন্ট সি। বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন চীনা প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, চীন ও বাংলাদেশের এ বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে অটুট থাকবে।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই আয়োজনের প্রতিদিনই ছিল বর্ণাঢ্য সাংস্কৃতি আয়োজন। বাংলাদেশের শিল্পীরা গীতিআলেখ্য, নৃত্য-গীতে তুলে ধরেন বঙ্গবন্ধু জীবন-সংগ্রাম ও বাঙালির বিজয় গাঁথা। বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি চীনসহ বিভিন্ন বন্ধুদেশের শিলপীরা সরাসরি ও ধারন করা অনুষ্ঠানের মাধ্যমে অংশ নেন বিভিন্ন দিনের অনুষ্ঠানে।

১০ দিনের অনুষ্ঠানের পঞ্চম দিনে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে চীনের শিল্পীরা। এই আয়োজনে আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, অডিওভিজুয়াল এবং অন্যান্য বিশেষ পরিবেশনার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বরাবরের মতোই চীনা শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

অন্তরঙ্গ আলাপন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরসৈনিক সুজেয় শ্যাম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: গৌরবের ৫০ বছর উদযাপন বাংলাদেশের_fororder_wenhua2

চীন আন্তর্জাতিক বেতারে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অন্তরঙ্গ আলাপনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরসৈনিক সুজেয় শ্যাম

একাত্তরের ১৬ই ডিসেম্বর, সময় ৫টা ১ মিনিট। ঢাকার রেসকোর্স ময়দানে অস্ত্রসমর্পণ করছে পাকিস্তানি হানাদাররা। বিশ্বমানচিত্রে অভ্যুদয় ঘটছে স্বাধীন বাংলাদেশের! ঠিক সেই ক্ষণটিতে কলকাতার বালিগঞ্জের সার্কুলার রোডে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বাজছিল- বিজয় নিশান উড়ছে ঐ....খুশির হাওয়ায় ঐ উড়ছে... বাংলার ঘরে ঘরে... এ গানটি। কালজয়ী এ গানটিসহ স্বাধীন বাংলা বেতারের অনেক গানের সুরস্রষ্টা দেশের বরেণ্য সংগীত পরিচালক সুজেয় শ্যাম। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাত্কারে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারের অবিস্মরণীয় ভূমিকার স্মৃতিচারণ করলেন এই সুরসৈনিক।

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন। সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

প্রতিবেদন, ছবি ও অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।