ফুচিয়েন প্রদেশে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফর চলছে
2021-03-24 10:09:57

মার্চ ২৪: চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিং গতকাল (মঙ্গলবার) ফুচিয়েন প্রদেশ পরিদর্শন করেন।

তিনি যথাক্রমে সানমিং শহরের শাসিয়েন জেলার সাধারণ হাসপাতাল, শাসিয়েন জলখাবারের কারণে বিখ্যাত ইউবাং গ্রাম এবং শাসিয়েন জেলার গ্রামীণ সম্পত্তি অধিকার বিনিময় কেন্দ্রে গিয়ে স্থানীয় ঔষধ ও স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার দেখেন। তিনি গ্রামাঞ্চলের সঞ্জীবনীশক্তি পুনরুদ্ধার এগিয়ে নেওয়া এবং বনভূমির সংস্কার বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ের খোঁজ-খবর নেন।

২০১২ সালে শুরু হওয়া‘সানমিং চিকিত্সার সংস্কার’ চীনের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের স্বীকৃতি পেয়েছে। সানমিং চিকিত্সা ব্যবস্থার বেশ কিছু বিষয় দেশজুড়ে জনপ্রিয় করে তোলা হচ্ছে। স্থানীয় ঔষধ ও স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার কাজের মধ্যে অন্যতম শাসিয়েন সাধারণ হাসপাতাল।

‘শাসিয়েন জেলার জলখাবার’ চীনের জাতীয় জলখাবার নামে পরিচিত। শুরুতে শাসিয়েন জেলার কৃষকরা বেঁচে থাকার জন্য জলখাবার ও কাঁধে খুঁটি নিয়ে পাহাড় থেকে বের হতো। বর্তমানে সারা চীনে ‘শাসিয়েন জলখাবারের’ দোকানের সংখ্যা ৮০ হাজারের বেশি এবং বিশ্বের ৬২টি দেশ ও অঞ্চলে তা প্রতিষ্ঠিত হয়েছে। যা বিশ্বখ্যাত বড় একটি শিল্প হয়ে উঠেছে।

শাসিয়েন জেলার গ্রামীণ সম্পত্তি অধিকার বিনিময় কেন্দ্রে বনভূমি ব্যবস্থার সংস্কার সম্পর্কে খোঁজ নেন সি চিন পিং। ২০০২ সালে ফুচিয়েনে দায়িত্ব পালনের সময় তার নেতৃত্বে বনভূমি সংস্কার কাজ শুরু হয়। এতে স্থানীয় পরিবেশ রক্ষার পাশাপাশি ‘গাছ না কেটে ধনী হওয়ার’ উদ্যোগ নেওয়া হয়। ২০১৯ সালের শেষ দিকে সানমিং শহরের বনভূমি শিল্পের মোট উত্পাদন ১১৪.৬ বিলিয়ন ইউয়ানে উন্নীত হয়। বনভূমি শিল্পে মাথাপিছু আয় পাঁচ হাজার ইউয়েন ছাড়িয়েছে; যা মোট মাথাপিছু (নিষ্পত্তিযোগ্য) আয়ের ৩০ শতাংশ।

(লিলি/তৌহিদ/শুয়েই)