জাং জিলিন
2021-03-24 16:50:32

জাং জিলিন_fororder_u=1901985001,4074797473&fm=26&gp=0

জাং জিলিন বা চিলাম ১৯৭১ সালের ২৭ আগস্ট চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হংকংয়ের একজন গায়ক ও অভিনেতা। ছোটবেলায় তিনি ফুটবল খুবই পছন্দ করতেন। ১৯৮৬ সালে তিনি তাঁর বাবার সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যান। সেখানে তিনি সিডনির পেন্ডেল হিল হাই স্কুলে লেখাপড়া করেন। পড়াশোনার সময় তিনি সঙ্গীতের প্রতি গভীর আগ্রহী হয়ে ওঠেন। তখন তিনি স্কুলের সংগীত প্রতিযোগিতায় দু’বার চ্যাম্পিয়ন হন। আচ্ছা প্রিয় বন্ধুরা, তাহলে আজকের “তোমার জন্য গান” অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের চিলামের একটা গান শোনাই, গানের নাম “স্বপ্ন ভেঙে গেছে”। হংকংয়ের গায়িকা ম্যাপল হুই চিলামের সাথে গানটিতে কণ্ঠ দিয়েছেন। 

 

১৯৯১ সালে চিলাম তাঁর প্রথম একক অ্যালবাম “আধুনিক ভালোবাসার গল্প” প্রকাশ করে শোবিজে প্রবেশ করেন। গানটি জেড সলিড সোনার পুরষ্কার উপস্থাপনায় সবচেয়ে জনপ্রিয় নতুন শিল্পী পুরষ্কারে রৌপ্য পদক জিতে। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি অ্যালবামের একই নামের গান “আধুনিক ভালোবাসার গল্প” আপনাদের শোনাব, কেমন? 

জাং জিলিন_fororder_src=http___image.huanghepiao.com_images_upload_20190724_15639350872412&refer=http___image.huanghepiao

১৯৯৬ সালে তিনি হংকং টিভির একটি জনপ্রিয় টিভি নাটকে অভিনয় করেন। ২০০৪ সালে তিনি তাঁর কাজের ফোকাস চীনের মূল-ভূভাগে স্থানান্তর করেন এবং পরিচ্ছদ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করার কারণে আরও বেশি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন। ২০০৬ সাল থেকে তিনি অন্য একটি ধারাবাহিক পরিচ্ছদ নাটকে অভিনয় করার কারণে পরপর অনেক পুরষ্কার জিতেন। বন্ধুরা, এখন আমি আপনাদের চিলাম ও ম্যাপল হুইয়ের একটি যৌথ গান শোনাব, গানের নাম “কে তোমাকে গোপনে মিস করে?”। শুনুন তাহলে গানটি। 

জাং জিলিন_fororder_0b55b319ebc4b745b9017f76c9fc1e178a82153d

গানের জগত ত্যাগ করার বেশ কয়েক বছর পর, ২০০৯ সালে চিলাম ফিরে এসে একক অ্যালবাম ‘আমি চিলাম’ প্রকাশ করেন। অ্যালবামের দু’টো সিডিতে মোট আটটি গান আছে। এতে রয়েছে প্রেমের এবং চলচ্চিত্রের জন্য গান। এ ছাড়া, তিনি বেশ কয়েকজন গায়ক-গায়িকার সহযোগিতায় পুরনো গানের নতুন সংস্করণ বের করেন। উল্লেখ্য, অ্যালবামের গানগুলি ম্যান্ডারিন ও ক্যান্টোনিজ দু’টো ভাষায়ই গাওয়া। খুব বিশেষ একটি অ্যালবাম, তাইনা? আচ্ছা, তাহলে এখন আমি আপনাদের শোনাতে চাচ্ছি, অ্যালবামের একটি গান। গানের নাম “কেন এমন হয়?” শুনুন তাহলে গানটি। 

জাং জিলিন_fororder_src=http___s10.sinaimg.cn_large_004geOdAgy6Mk9Wbmrv29&refer=http___s10.sinaimg

“আকাশ সিঁড়ি” গানটি একটি বাস্তব গল্প থেকে সৃষ্টি হয়। ২০০৭ সালে “ভালোবাসার সিঁড়ি” গল্প প্রকাশিত হবার পর চীনে আলোড়ন সৃষ্টি করে। ৫০ বছর আগে ২০ বছর বয়সি ছেলে তাঁর চেয়ে ১০ বছরের বড় এক বিধবাকে ভালোবাসেন। তখন তাঁদের গল্প অন্য মানুষের হাছে অগ্রহণযোগ্য ছিল। সুতরাং, তাঁরা সমুদ্রসমতল থেকে দেড় কিলোমিটার উচু গভীর বনে পালিয়ে যান। তারপর ৫০ বছরের বেশি সময় তাঁরা সেখানে পারস্পরিক সহায়তায় এক ভিন্ন জীবনযাপন করেন। স্ত্রীকে বাইরে যেতে সহায়তা করতে, স্বামী নিজ হাতে ৬ হাজারেরও বেশি পাথর দিয়ে খাড়া সিঁড়ি নির্মাণ করেন।  খালি হাত দিয়ে দু’জনের ভালোবাসার বাগান তৈরি করেন। খুব মর্মস্পর্শী, তাই না? তাহলে এখন আমরা এক সঙ্গে গানটি শুনি, কেমন? 

 

“আরেক দিন” গানটি হংকং টিভির “আলোচনা বিশেষজ্ঞ” নামক একটি টিভি নাটকের শেষ গান। গানটি ২০০৩ সালে চিলাম প্রকাশিত “ভালোবাসা ও স্বপ্ন” অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। চিলাম টিভি নাটকেও অভিনয় করেছেন। আচ্ছা, তাহলে বন্ধুরা, এখন গানটি শুনুন। 

জাং জিলিন_fororder_src=http___www.hinews.cn_pic_0_17_38_45_17384514_516325&refer=http___www.hinews

বন্ধুরা, গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে চিলামের আরেকটি গান দিয়ে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। গানের নাম ‘অস্থায়ীভাবে থেকে যাওয়া গল্প’। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে।  (প্রেমা/এনাম)