ব্যবসা-বাণিজ্য
2021-03-23 14:31:02

সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে চীনের শিল্প ও রপ্তানি দ্রুত বেড়েছে। পুঁজি বিনিয়োগ ও ভোগ স্থিতিশীলভাবে পুনরুদ্ধার হচ্ছে। দেশীয় অর্থনীতি পুনরুদ্ধার স্থিতিশীল রয়েছে। বিদেশি সংস্থা ও তথ্যমাধ্যম মনে করছে, চলতি বছরের প্রথম দুই মাসে চীনা অর্থনীতির বেশ কিছু সূচক ধারণার চেয়েও ভালো হয়েছে। এতে আশা করা যায় যে, চলতি বছর চীনের অর্থনীতি সুষ্ঠু থাকবে।

 

ইন্টারন্যাশনাল নেদারল্যান্ড গ্রুপ মনে করে, চীনের অর্থনীতি স্থিতিশীলভাবে পুনরুদ্ধার হচ্ছে, বিশেষ করে ভোগ খাত। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশের ভোগ্যপণ্যের খুচরা বিক্রির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি ছিল। বসন্ত উত্সবের সময় ভোক্তা চাহিদা অনেক বেড়েছে।

 

ব্লুমবার্গ নিউজ জানায়, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে চীনের ভোগ্যপণ্যের খুচরা বিক্রির পরিমাণ অর্থনীতিবিদদের ধারণার চেয়েও বেশি হয়েছে। প্রতিষ্ঠানের মুনাফা পুনরুদ্ধারের পাশাপাশি চীনে চলতি বছর উত্পাদন শিল্পের পুঁজি বিনিয়োগ আরও বাড়বে।

 

ইয়ুংহ্যাপ নিউজ এজেন্সির খবরে প্রকাশ, প্রথম দুই মাসে চীনের প্রধান অর্থনৈতিক সূচক ব্যাপক বেড়েছে, বিশেষ করে ভোগ্যপণ্যের খুচরা বিক্রির পরিমাণ ৩০ শতাংশ বেড়েছে। অর্থাত্, চীনের ভোগ বাজার দ্রুত পুনরুদ্ধার হচ্ছে। বছরের প্রথম প্রান্তিকে চীনের জিডিপি ব্যাপক বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

 

চীনের ভবিষ্যত সম্পর্কে অনেক বিদেশি সংস্থা মনে করে, চীনা অর্থনীতির পুনরুদ্ধারের সুযোগ বেশি। পাশাপাশি, বাইরের চাহিদা অনেক বেড়েছে। ২০২১ সালে চীনা অর্থনীতির সুষ্ঠু উন্নয়ন হবে বলে অনুমান করা যায়।

 

 

*চলতি বছর সরকারি কার্যবিবরণীতে মোট দেশজ উত্পাদন--জিডিপির বৃদ্ধি ৬ শতাংশের বেশিকে ২০২১ সালে উন্নয়নের প্রধান অভিষ্ট লক্ষ্যগুলোর অন্যতম হিসেবে রাখা হয়। সম্প্রতি চীনের আন্তর্জাতিক অর্থনৈতিক এক্সচেঞ্জ কেন্দ্র--সিসিআইইইয়ের বেশ কয়েকজন বিশেষজ্ঞ বলেন, বৃদ্ধির লক্ষ্য স্থাপনে এক দিকে অর্থনীতির অনিশ্চয়তা বিবেচনা করা হয়, অন্য দিকে কর্মসংস্থানের লক্ষ্য বাস্তবায়ন নিশ্চিত করার জন্য আগামি বছরের অর্থনৈতিক বৃদ্ধির সাথে ভালোভাবে সংযুক্ত করার কথা পুরোপুরি বিবেচনা করা হয়।

 

সিসিআইইইয়ের ভাইস-চেয়ারম্যান, জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য ওয়াং ইমিং বলেন, ৬ শতাংশের বেশি বৃদ্ধির লক্ষ্য স্থাপন করে প্রধানত বিভিন্ন পক্ষকে উন্নয়নের মান ও কার্যকারিতা উন্নীত করার উপর গাইড করা হয়। যাতে আরও উচ্চমানের, কার্যকর বৃদ্ধি বাস্তবায়ন করা এবং সংস্কার ও সৃজনশীলতার জন্য যথেষ্ঠ স্পেস তৈরি করা যায়। ওয়াং ইমিং বলেন, 

 

 “বর্তমানে বিশ্ব মহামারী ও অর্থনৈতিক পুনরুদ্ধার অনিশ্চিত। মহামারী সৃষ্ট বিভিন্ন মৌলিক সংকট বিশেষ করে আর্থিক সংকট নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আমি মনে করি ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি কর্মসংস্থান নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ শর্ত। এছাড়া, আগামি বছরের অর্থনৈতিক বৃদ্ধির সাথে আরও ভালোভাভে সংযুক্ত করার জন্য চলতি বছরের বৃদ্ধির উঁচু গতি প্রয়োজন। বাজার বৃদ্ধির গতি বাড়লে আগামি বছর এটি আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি, অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলবে।”

 

চলতি বছর চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার সূচনা বছর। সিসিআইইইয়ের অন্য একজন ভাইস-চেয়ারম্যান, জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের অর্থনীতিক কমিটির উপ-পরিচালক ইয়াং ওয়েইমিন বলেন, চতুর্দশ পাঁচসালা পরিকল্পনায় নির্দিষ্ট অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা উল্লেখ করা হয় নি, বরং যৌক্তিক মাত্রায়, বিভিন্ন বছরের পরিস্থিতি অনুযায়ী তা ঠিক করার কথা বলা হয়েছে। এটা উন্নয়ন ব্যবস্থাপনার ইতিহাসে প্রথমবার ঘটেছে। তার মানে দেশের প্রশাসন পদ্ধতির গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে।

 

অভ্যন্তরীণ বড় প্রচলনের প্রাধান্য ও দেশি-বিদেশি দ্বৈত-প্রচলনের নতুন উন্নয়ন কাঠামো সম্পর্কে ইয়াং ওয়েইমিন বলেন, এর মূল বিষয় হলো দ্বৈত-প্রচলনের উভয়ের পারস্পরিক সহযোগিতা ত্বরান্বিত করা। তিনি বলেন, 

 

“আমরা একটি উন্মুক্ত দেশি-বিদেশি দ্বৈত-প্রচলন গঠন করব। যদিও অভ্যন্তরীণ প্রচলন প্রাধান্য পাবে, তবে আমাদের অব্যাহতভাবে “বিশ্ব কারখানা” হিসেবে কাজ করতে হবে। অর্থাত্ আরও বেশি রপ্তানি করা। পাশাপাশি, আমরা যেটা আগে ভালোভাবে করি নি, সেটা হলো “বিশ্ব বাজার” হয়ে ওঠা। আমরা আরও বেশি আমদানি করব। ফলে আমদানি ও রপ্তানি আরও ভালোভাবে ভারসাম্যমূলক হবে। এখন যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হলো দ্বৈত-প্রচলনের উভয়ের পারস্পরিক সমন্বয় ত্বরান্বিত করা।”

 

ভবিষ্যত বিশ্লেষণ করলে বুঝা যায় যে, বাইরের পরিবেশ এখনও জটিল। বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধারে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা এখনও আছে। এ সম্পর্কে সিসিআইইইয়ের ভাইস-চেয়ারম্যান, জাতীয় গণ-কংগ্রেসের প্রতিনিধি হান ইয়োংওয়েন বলেন, অর্থনীতির উন্নয়নের ফোকাস বাস্তব অর্থনীতির ওপরে রেখে, গুণগতমানের শক্তিশালী নির্মাণ শিল্পকে দ্রুত শক্তিশালী করতে হবে। তিনি বলেন, 

 

“বাস্তব অর্থনীতি জোরালো করতে চাইলে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নির্মাণ শিল্প জোরদার করা। চীনের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি ও বিন্যাসে নির্মাণের গুরুত্ব গেথে দিতে হবে। চতুর্দশ পাঁচসালা পরিকল্পনায় শিল্প চেইন ও সরবরাহ চেইনের আধুনিকায়নের মান উন্নত করার কথা উল্লেখ করা হয়। আগামি পদক্ষেপে আমি রাজি হই যে, খাত অনুযায়ী সরবরাহ চেইনের কৌশলগত ডিজাইন করা হবে। সঠিকভাবে কিছু খাত নীতি প্রণয়ন করে আমাদের শিল্প চেইন ও সরবরাহ চেইন পূর্ণাঙ্গ করা হবে।”

 

(প্রেমা/এনাম)