‘কিছুটা মিষ্টি'
2021-03-21 17:03:29

‘কিছুটা মিষ্টি'_fororder_5ab5c9ea15ce36d3b9c652b433f33a87e850b170

বন্ধু, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে সিঙ্গাপুরের একটি নারী সংগীত গ্রুপের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। গ্রুপটি দু’জন জমজ বোনকে নিয়ে গঠিত। গ্রুপটির নাম বাইটু। বড় বোন মিকো, ছোট বোন ইউমি। দু’জন ১৯৯২ সালের ২৩ মার্চ সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। প্রথমে শোনাবো দু’বোনের চীনের বিখ্যাত্ কন্ঠশিল্পী ওয়াং সু লংয়ের সঙ্গে যৌথভাবে গাওয়া ‘কিছুটা মিষ্টি’ শীর্ষক গান। গানটি ২০১২ সালে রিলিজ হয়। ওয়াং নিজে গানটির কথা লিখেছেন এবং সুর রচনা করেছেন। গানটি এখনো খুবই জনপ্রিয়। ২০১৩ সালে গানটি একটি টিভি সিরিজের থিম সং হিসেবে ব্যবহৃত হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন গ্রুপ বাইটু ও কন্ঠশিল্পী ওয়াং সু লংয়ের ‘কিছুটা মিষ্টি’ শীর্ষক গান। ২০০৭ সালে দু’জন মালয়েশিয়ার আয়োজিত একটি ‘প্রতিভা প্রদর্শন প্রতিযোগিতায়’ দ্বিতীয় স্থান লাভ করেন। এরপর দু’জন একটি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। ২০০৮ সালে বাইটু গ্রুপ প্রথম অ্যালবাম প্রকাশ করে। ২০০৯ সালে দু’জন দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। একই বছরে বাইটু অ্যালবাম নবম গ্লোবল চীনা ভাষা সংগীত অ্যালওয়ার্ডজের সবচেয়ে জনপ্রিয় নতুন কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করে। এখন আমি আপনাদেরকে দু’জনের কন্ঠে ‘কমপক্ষে তুমি আছো’ শীর্ষক গান শোনাবো।

গানটি প্রথম গেয়েছেন হংকংয়ের কন্ঠশিল্পী লিন ই লিয়ান। আশা করি, বন্ধুরা দু’বোনের কন্ঠে গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন বাইটু’র ‘কমপক্ষে তুমি আছো’ শীর্ষক গান। ২০১০ সালে দু’জন তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০১১ সালে তাঁরা চতুর্থ অ্যালবাম প্রকাশ করেন। একই বছরে দু’জন একটি বই প্রকাশ করেন। ২০১২ সালে দু’জন প্রথম ইপি প্রকাশ করেন। ২০১৩ সালে গ্রুপটি ষষ্ঠ অ্যালবাম প্রকাশ করে। একই বছরে দু’জন চীনের একটি সংগীত প্রতিযোগিতার শ্রেষ্ঠ গ্রুপের পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে দু’জন সপ্তম অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁদের কন্ঠে ‘Love ya love ya’ শীর্ষক গান। গানটি ২০০৮ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

‘কিছুটা মিষ্টি'_fororder_4034970a304e251f5e29327cae86c9177e3e535c

বন্ধুরা, শুনছিলেন বাইটু গ্রুপের ‘Love ya love ya’ শীর্ষক গান। ২০১৬ সালে দু’জন প্রথমে চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছরে দু’জন একটি চীনা বৈশিষ্ট্যময় সংগীত প্রকাশ করেন। ২০১৭ সালে দু’জন পুনরায় নতুন অ্যালবাম প্রকাশ করেন। ২০১৯ সালের প্রথম দিকে দু’জন নিজেদের স্টিউডিও প্রতিষ্ঠা করেন। একই বছরের জুন মাসে দু’জন টেসেন্টের আয়োজিত একটি ইন্টারনেট শোতে অংশ নেন এবং প্রথম স্থান লাভ করেন। ২০২০ সালের ২৫ জুন দু’জন নতুন গান প্রকাশ করেন। এখন শোনাবো তাঁদের কন্ঠে ‘থাওহুয়া ছিফাও’ শীর্ষক গান। থাওহুয়া মানে পিচ ফুল। ছিফাও হলো চীনের বৈশিষ্ট্যময় নারী-পোষাক। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন বাইটু গ্রুপের ‘থাওহুয়া ছিফাও’ শীর্ষক গান। ছোটবেলা থেকেই দু’বোনের সংগীত ও নাচের প্রতি আগ্রহ ছিল।  দু’জন সাত বছর বয়স থেকে ব্যালে শিখতে শুরু করেন। ১৪ বছর বয়সে দু’জন একটি সংগীত প্রশিক্ষণ ক্লাসে ভর্তি হন। এখন শোনাবো তাঁদের কন্ঠে ‘দূরত্বে প্রেমিক’ শীর্ষক গান। গানটি ২০২০ সালের জুন মাসে রিলিজ হয়। দু’বোন সংগীত রচনা করেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন বাইটু’র কন্ঠে ‘দূরত্বে প্রেমিক’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁদের কন্ঠে ‘রেড ড্রাগন ফ্লাই’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০১১ সালে রিলিজ হয়। গানটিতে বলা হয়েছে: উড়ছে, উড়ছে, সে লাল রংয়ের ড্রাগন ফ্লাই নীল আকাশে উড়ছে। সে আকাশে নিজের স্বপ্নের পেছনে ছুটছে। আকাশ হলো চিরদিনের বাড়ি। মাটি হলো তাঁর রাষ্ট্র। উড়া হলো তাঁর জীবন।

চলুন, আমরা গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)