শিবাদং গ্রামের বসন্তকাল
2021-03-20 18:21:11

শিবাদং গ্রামের বসন্তকাল_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_images_20191104_8faef2b03c2846708fd7b504afd2da31.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ৮০ বারের মতো দরিদ্র এলাকা পরিদর্শন করেছেন। তিনি বহু গ্রামে গিয়েছেন।

আট বছর আগে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং পাহাড়ী অঞ্চলে অবস্থিত শিবাদং মিয়াও জাতির গ্রামে পরিদর্শন করেন। এখানে তিনি মূল থেকে দারিদ্র্যবিমোচনের ধারণা পেশ করেন। বর্তমান শিবাদং গ্রাম অনেক পরিবর্তন হয়েছে। আগের হতদরিদ্র গ্রাম বর্তমানে স্বচ্ছল গ্রামে পরিণত হয়েছে।

শিবাদং গ্রামের বসন্তকাল_fororder_src=http___p0.ifengimg.com_a_2017_41_8cade68e484eaa1_size33_w556_h369&refer=http___p0.ifengimg

যখন সি চিন পিং গ্রামটি পরিদর্শন করেন, তখন স্থানীয় বাসিন্দা শি ফা চুয়ান জানতেন না যে, ইনি প্রেসিডেন্ট সি। সি-কে তিনি  জিজ্ঞেস করেন, ‘আপনি কেন?’ সি উত্তর দেন, ‘আমি জনগণের সেবক।’ এ উত্তর চীনের জনগণকে মুগ্ধ করে।

শিবাদং গ্রাম হুনান প্রদেশের স্যিয়াংস্যিতে অবস্থিত। গ্রামটি পাহাড়ী অঞ্চলে। লোকসংখ্যা কম এবং বসবাসের অবস্থা খুবই খারাপ। ২০১৩ সালে গ্রামটির লোকসংখ্যা এক হাজারেরও কম ছিল। অর্ধেক ছিলেন দরিদ্র বাসিন্দা। তখন গ্রামটির গড় বার্ষিক নিষ্পত্তিযোগ্য আয় মাত্র ১.৬ হাজার ইউয়ান ছিল।

শিবাদং গ্রামের বসন্তকাল_fororder_src=http___p1.itc.cn_images01_20200716_34bc293f384047ed9551b5531ddd633f.jpeg&refer=http___p1.itc

‘সার্বিক স্বচ্ছল সমাজ হলো সমস্ত চীনা জনগণের স্বচ্ছল সমাজ। কেউ বাদ পড়তে পারে না।’ এ কথা সি চিন পিং বার বার বলেছেন।  

মূল থেকে দারিদ্র্যবিমোচন পরিকল্পনার আওতায় শি বা দং গ্রাম নিজের বৈশিষ্ট্য অনুযায়ী ফল চাষ, গরু ও মেশ পালন, মিয়াও জাতির শিল্প এবং গ্রাম পর্যটন শিল্প উন্নয়ন করে। গ্রামবাসীদের আয় অনেক বেড়ে যায় এতে। ২০১৭ সালে গ্রামটি আনুষ্ঠানিকভাবে দারিদ্র্যমুক্ত হয়। ২০২০ সালে গ্রামটির গড় নিট বার্ষিক আয় ১.৮ হাজার ইউয়ান ছাড়িয়ে যায়। গ্রামটির সামষ্টিক আয় ছিল ১৮ লাখ ইউয়ান। স্থানীয় বাসিন্দাদের জীবনমান অনেক উন্নত হয়।

গ্রামটির সিপিসি’র সম্পাদক শি জিন থং বলেন, দারিদ্র্যমুক্ত হওয়ার পর গ্রামটি এখন সমৃদ্ধ হবার পথে রয়েছে। গ্রামটি আরও পরিশ্রম করে সুন্দর জীবন গড়ার চেষ্টা অব্যাহত রাখবে।