ব্যবসাপাতি (১৩): ‘দেশীয় জুতা উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রধান বাধা করের বোঝা’
2021-03-19 20:19:59

বিশ্বব্যবস্থা সচল রাখতে অর্থনীতি, ক্ষুধা-দারিদ্র্য দূর করে সমৃদ্ধ সমাজ বিনির্মাণে অর্থনীতি। অর্থনীতি হয়ে উঠছে রাজনীতির হাতিয়ার, কূটনীতির মূলমন্ত্র আর স্বকিয়তার রক্ষাকবচ। অর্থনীতির নানা সমাচার নিয়ে চীন আন্তর্জাতিক বেতারের সাপ্তাহিক আয়োজন ব্যবসাপাতি। ব্যবসাপাতির ১৩তম পর্বে সবাইকে স্বাগত।

ব্যবসাপাতির ১৩তম পর্বে যা থাকছে:

# চীনের অর্থনীতির খবর

# আধুনিক মেশিনে জুতা কিভাবে তৈরি হয়?

# যেভাবে চিনবেন ভালো জুতা

# যে কারণে জুতা শিল্পে হচ্ছে না কাঙ্ক্ষিত অগ্রগতি   

এ পর্বের সাক্ষাত্কার:

‘সমন্বিত উদ্যোগ নিলে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রফতানির রেকর্ড গড়তে সক্ষম বাংলাদেশের জুতা শিল্প’ --- মোহাম্মদ টিপু সুলতান, সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ ফিনিসড লেদার, লেদার গুডস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন

ব্যবসাপাতি (১৩): ‘দেশীয় জুতা উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রধান বাধা করের বোঝা’_fororder_经济1