২০২১ সালে চীনের জিডিপি প্রবৃদ্ধি হবে ৯ শতাংশ’ –ইউবিএস
2021-03-19 20:23:29

চলতি ২০২১ সালে চীনের জিডিপি প্রবৃদ্ধি ৯ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক অর্থনীতি বিষয়ক প্রতিষ্ঠান ইউবিএস। করোনা মহামারির ক্ষতি কাটিয়ে ২০২১ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের তুলনায় আরো জোরদার হবে বলেও মনে করছে প্রতিষ্ঠানটি।

এর আগে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে এমন ধারনা করা করলেও দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক কার্যক্রম ও দ্রুত করোনা মহামারির ক্ষতি কাটিয়ে ওঠায় প্রবৃদ্ধির হার বাড়বে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। চীনের শুল্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে চীনের রফতানি ব্যাপক হারে বেড়েছে।

২০২১ সালে চীনের জিডিপি প্রবৃদ্ধি হবে ৯ শতাংশ’ –ইউবিএস_fororder_经济2

 

 

 

 

 

৩ দশমিক ২ বিলিয়ন ডলার দাম ওঠাতে চায় বিলিবিলি

চীনা ভিডিও শেয়ারিং প্লাটফর্ম বিলিবিলি হংকংয়ের শেয়ারবাজারে আরও দাম ওঠানোর দিকে নজর দিয়েছে। তাদের লক্ষ্য ৩ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

এরই মধ্যে সর্বোচ্চ দাম প্রায় ৯৮৮ হংকং ডলার যা প্রায় ১২৭ মার্কিন ডলারের সমান দামে আড়াই লাখ শেয়ার বিক্রি শুরু করে দিয়েছে।

বিলিবিলি ২০১৮ সালে নিউ ইয়র্কের নাসডাকে তালিকাভুক্ত হয়। ভিডিও শেয়ারিং এ অ্যাপটিতে প্রতিমাসে প্রায় ২০ কোটি ব্যবহারকারী ভিজিট করে। এই অ্যাপে লাইভ শো, বিনোদনের মত নানা কন্টেন্ট পরিবেশিত হয়, যা বিশেষ করে তরুণদের কাছে খুবই জনপ্রিয়।

২০২১ সালে চীনের জিডিপি প্রবৃদ্ধি হবে ৯ শতাংশ’ –ইউবিএস