আপন আলোয় (৮) : দর্শক থাকবে নাটকের শক্তিতে, গিমিকে নয় -- আতাউর রহমান
2021-03-19 17:02:30

১. বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ১০ দিনের অনুষ্ঠানমালা

২. অমর একুশে গ্রন্থমেলা শুরু

৩. চীনের চলচ্চিত্র: অ্যা ওয়ার্ল্ড উইদাউট থিবস

৪. অন্তরঙ্গ আলাপন: মঞ্চসারথী আতাউর রহমান

----------------------------------------------------------------------

শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের খবরাখবর, বরেণ্য ব্যক্তিত্ব ও প্রতিভাবান-সৃষ্টিশীল তরুণদের জীবন ও কর্ম নিয়ে সাজানো আমাদের এ অনুষ্ঠান। খ্যাতিমানদের কৃতি মানুষ হয়ে ওঠার অনুপ্রেররণা, সৃষ্টিশীল তরুণদের স্বপ্ন, তাদের জীবনের আনন্দ-বেদনার গল্প নিয়েই ‘আপন আলোয়’।

আপন আলোয় আমাদের অতিথি এবারের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্ট নাট্যজন, মঞ্চসারথী আতাউর রহমান। অন্তরঙ্গ আলাপনে আমরা শুনবো দেশের নাট্যাঙ্গনে তার দীর্ঘ পাঁচ দশকের রাজসিক পদচারণার গল্প।

তবে তার আগে বাংলাদেশ ও চীনের সংস্কৃতি অঙ্গনের কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর।

 

আপন আলোয় (৮) : দর্শক থাকবে নাটকের শক্তিতে, গিমিকে নয় -- আতাউর রহমান_fororder_文化1

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে শিশুদের পরিবেশনা উপভোগ করছেন অতিথিরা

 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ১০ দিনের অনুষ্ঠানমালা বর্ণিল আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিশেষ অনুষ্ঠানমালা শুরু করেছে বাংলাদেশ। বুধবার বিকেলে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনের এই বিশেষ অনুষ্ঠানমালা শুরু হয় রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে। প্রথম দিনের অনুষ্ঠানের থিম ‘ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিশেষ অতিথি মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপন আলোয় (৮) : দর্শক থাকবে নাটকের শক্তিতে, গিমিকে নয় -- আতাউর রহমান_fororder_文化2

ভিডিও বার্তায় চীন ও বাংলাদেশের সুপ্রতিবেশীসুলভ অটুট সম্পর্কের কথা তুলে ধরেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

 

অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ধারণ করা ভিডিও বার্তা প্রচার করা হয়। বিশেষ এ ভিডিও বার্তায় চীনের প্রেসিডেন্ট বঙ্গবন্ধুকে পূর্বাপর চীনের ভালো বন্ধু হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, চীন ও বাংলাদেশ প্রাচীনকাল থেকে সুপ্রতিবেশি রাষ্ট্র। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৬ বছরে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দু’দেশ একসঙ্গে অগ্রগতি লাভ করেছে।

চীনা জাতির মহান পুনরুজ্জীবনের স্বপ্ন আর ‘সোনার বাংলাা’র স্বপ্নের মিল রয়েছে বলে মনে করেন প্রেসিডেন্ট সি। দুদেশ হাতে হাত রেখে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, করোনা মহামারির মধ্যেও দু’দেশ ওয়ান বেল্ট ওয়ান রোডসহ সার্বিক সহযোগিতা চালিয়ে গেছে। চীন ও বাংলাদেশের এ বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে অটুট থাকবে বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট সি।

আপন আলোয় (৮) : দর্শক থাকবে নাটকের শক্তিতে, গিমিকে নয় -- আতাউর রহমান_fororder_文化3

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বঙ্গবন্ধুর ভাস্কর্য তুলে দেন চীনের রাষ্ট্রদূত লি চি মিং

 

প্রধানমন্ত্রীকে চীনের উপহারস্বরূপ বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য প্রদানের ভিডিও প্রচার করা হয় অনুষ্ঠানে। মুজিব ভাস্কর্য উপহার ও শুভেচ্ছা বাণী পাঠানোয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট সি চিন পিংয়ে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা।

গত সোমবার গণভবনে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি চি মিংয়ের কাছ থেকে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

অনুষ্ঠানে কানাডা ও জাপানের প্রধানমন্ত্রী এবং বিশিষ্ট সাংবাদিক স্যার মার্ক টালির শুভেচ্ছা বার্তাও প্রচার করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গীতি-আলেখ্যে ফুটিয়ে তোলা হয় বঙ্গবন্ধুর জীবন ও বাঙালির মুক্তি সংগ্রামের গাঁথা।

 

অমর একুশে গ্রন্থমেলা শুরু

আপন আলোয় (৮) : দর্শক থাকবে নাটকের শক্তিতে, গিমিকে নয় -- আতাউর রহমান_fororder_文化4

অমর একুশ গ্রন্থমেলায় দর্শণার্থীদের ভিড় (ফাইল ছবি)

 

অবশেষে শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা-২০২১। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এই বইমেলা শুরু হলেও করোনাভাইরাসের কারণে এ বছর বইমেলা শুরু হলো মার্চের ১৮ তারিখ থেকে যা ১৪ এপ্রিল পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলা একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধুর লেখা বই ‘আমার দেখা নয়া চীন’-এর ইংরেজি অনুবাদ ‘নিউ চায়না ১৯৫২’-এর আনুষ্ঠানিক প্রকাশনা। বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইয়ের মোড়ক উন্মোচন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ প্রদান করা হয়। বইমেলায় এ বছর ৫৪০টি প্রতিষ্ঠানের ৮৩৪টি স্টলের পাশাপাশি থাকছে ৩৩টি প্যাভিলিয়ন।

 

চীনের চলচ্চিত্র: অ্যা ওয়ার্ল্ড উইদাউট থিবস

আপন আলোয় (৮) : দর্শক থাকবে নাটকের শক্তিতে, গিমিকে নয় -- আতাউর রহমান_fororder_文化5

শুরুতেই নিজেদের চুরির দক্ষতা প্রদর্শন করলেন ওয়াং বো এবং ওয়াং লি দম্পতি ।

তিব্বতের অভ্যন্তরীণ কোন এক শহরের নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করেন শা-গেন। নিষ্পাপ ও সহজ সরল প্রকৃতির শা-গেন মনেপ্রাণে চোরদের অস্তিত্বু বিশ্বাস করেন না।

বিয়ে করার জন্য জমানো টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। অনেকটা নির্ভয়ে নিজের জমানো টাকা সঙ্গে নিয়ে রওনা দিয়েছেন ট্রেনে। এদিকে চুরি ছেড়ে দিয়ে তাদের অনাগত সন্তানের ভবিষ্যতের জন্য গ্রামে ফিরছিলেন বো-লি দম্পতি। কিন্তু একই ট্রেনের পাশাপাশি সিটে তারা মুখোমুখি শা-গেনের।

বোকা শা গেনের আচরণে ওয়াং বো বুঝে গেছেন তার কাছে আছে অনেক টাকা। ওয়াং বোর এখন একটাই পরিকল্পনা। শেষ চুরি হিসেবে নিতে চান শা-গেনের এই টাকা।

কিন্তু তার স্ত্রি ওয়াং লি চায়, সহজ সরল শা-গেনের এই টাকা রক্ষা করতে।

পরিস্থিতি আরো ঘোলাটে হয় তখন, যখন কুখ্যাত চোর হুলির নেতৃত্বে ট্রেনে উঠে পরে একদল চোর। যারা কাজ করছিলো যাত্রী সেজে ছদ্দবেশী বৃদ্ধ আঙ্কেলের নির্দেশনায়।

পরিস্থিতি কিছুটা আঁচ করতে পারে ওয়াং বো এবং ওয়াং লি দম্পতি। তারা সিদ্ধান্ত নেন নিষ্পাপ শা-গেন কে রক্ষা করার।

অন্যদিক ট্রেনের পরিস্থিতি গোপনে পর্যবেক্ষণ করছেন গোয়েন্দা পুলিশ চাং হাই ইউ। তিনি অপেক্ষা করছেন উপযুক্ত সময়ের।   

ওয়াং বো এবং ওয়াং লি দম্পত্তি কি পারবেন শা গেনকে রক্ষা করতে?

কিংবা গোয়েন্দা পুলিশ কি পারবেন সফল ভাবে মোকাবেলা করতে এই চোরদের?

১১৩ মিনিটের টান টান উত্তেজনায় ভরপুর এই সিনেমার প্রতিটি মুহূর্ত আপনাকে ধরে রাখবে পর্দায়। অসাধারণ সব সাসপেন্সের মুখোমুখি হয়ে একটি রোমাঞ্চকর ট্রেন জার্নি উপভোগ করবেন আপনি।

শেষের দিকের ওয়াং বো এবং আঙ্কেলের মুখোমুখি অবস্থান, ট্রেন জুড়ে নিজেদের শোডাউনের মুহূর্ত এবং একের পর এক ক্লাইম্যাক্সয়ের খেলা আপনাকে অবাক করে দেবে।

চাও বেনফুর ছোট গল্প A World Without Thieves অবলম্বনে নির্মিত এই সিনেমা প্রিমিয়ারের দিনেই রেকর্ড আয় করে জায়গা করে নেয় ব্যবসা সফল সিনেমার তালিকায় ।

আপনি যদি সাস্পেন্স থ্রিলার সিনেমা পছন্দ করে থাকেন কিংবা চোরদের লুকায়িত জগতে ঘুরে আসতে চান তাহলে দেখে ফেলতে পারেন ফং সিয়াও কাও পরিচালিত এই সিনেমাটি।

আপনি চাইলে ইউটিউবে ইংরেজি সাবটাইটেলসহ উপভোগ করতে পারেন সিনেমাটি।

 

অন্তরঙ্গ আলাপন: মঞ্চসারথী আতাউর রহমান

আপন আলোয় (৮) : দর্শক থাকবে নাটকের শক্তিতে, গিমিকে নয় -- আতাউর রহমান_fororder_文化6

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে অন্তরঙ্গ আলাপনে মঞ্চসারথী আতাউর রহমান

শিল্প-সাহিত্যে একটা রেনেসাঁস থাকে, সুবর্ণ সময় থাকে। আমাদের সময় একটা রেনেসাঁস এসেছিল। নতুন দেশ, নবজাগরণ। থিয়েটার করবো, গরিবী থিয়েটার; পয়সার দরকার নেই। নাটক করবো ভাঙাচোরা হলে; দর্শক থাকবে নাটকের শক্তিতে, গিমিকে নয়। সে সময়টা আমরা ২০-৩০ বছর ধরে রাখতে পেরেছিলাম।... হতাশ হবার কিছু নেই। রেনেসাঁস আবার ঘুরে আসবে বলে আমি বিশ্বাস করি। শতবর্ষ পরেও আসতে পারে। দেশের নাট্যাঙ্গন নিয়ে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় মঞ্চসারথী আতাউর রহমান।

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন। সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

প্রতিবেদন: তানজিদ বসুনিয়া, হোসনে মোবারক সৌরভ

ছবি ও অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া

সাক্ষাত্কার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম