নারীবিষয়ক সংস্কৃতি চীনে জনপ্রিয় হয়ে উঠেছে
2021-03-18 16:04:25

নারীবিষয়ক সংস্কৃতি চীনে জনপ্রিয় হয়ে উঠেছে_fororder_0318

নারীবিষয়ক সংস্কৃতি চীনে জনপ্রিয় হয়ে উঠেছে_fororder_03181

গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মা ও কন্যার ভালোবাসাকে কেন্দ্র করে নির্মিত একটি কমেডি চলচ্চিত্র বক্সঅফিস ৫০৪ কোটি ইউয়ানের বেশি আয় করে। যা একই সময় প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্যে শীর্ষে উঠে যায়। এই চলচ্চিত্রের নাম হলো ‘hi, mom  হাই মাম’।

 

চীনের বসন্ত উত্সবের ছুটিতে ‘হাই মাম’ নামের এ মুভিটি মুক্তি পায়। গত ৮ মার্চ পর্যন্ত এ চলচ্চিত্র আবারও অনেক জনপ্রিয়তা পায়। বিশেষজ্ঞরা মনে করেন, এ চলচ্চিত্রে আরেকবার আধুনিক চীনা নারীর চিত্র ফুটে ওঠে। তাই ১০ কোটিরও বেশি লোক প্রেক্ষাগৃহে গিয়ে এ মুভিটি উপভোগ করেছেন। চলচ্চিত্র দেখা অন্যতম সাংস্কৃতিক কাজ। নারীদের সঙ্গে জড়িত বিভিন্ন বিষয় বর্তমানে ‘ডোমেস্টিক চক্রের’ চাহিদা মেটানোর ক্ষেত্রে শক্তিশালী চালিকাশক্তি হয়ে উঠেছে।

 

‘নারী-সংক্রান্ত সংস্কৃতি’ কেবল ‘নারীবিষয়ক অর্থনীতি’ চাঙ্গা করা ছাড়াও, ‘নারীর ভূমিকা’ নিয়ে আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি করেছে।

এই চলচ্চিত্রে মায়ের নাম ‘লি হুয়ান ইং’। তিনি চীনা নেটব্যবহারকারীদের চীনা মা ও নারীর চরিত্রের নতুন প্রতিনিধিত্বকারী শব্দ হয়ে উঠেছে। ‘আমার বাসায় আমাদের লি হুয়ান ইংকে দেখা’, ‘আমার লি হুয়ান ইংয়ের সঙ্গে চা খাওয়া’ এবং ‘আমার লি হুয়ান ইংয়ের জন্য ছবি তোলা’সহ নানা শব্দের মাধ্যমে জনগণ যেন ২০ শতকের ৮০ দশকে ফিরে গেছেন।

 

মা সংক্রান্ত বিষয় অন্যান্য হট টপিকের প্রতি জনগণের আগ্রহ বেড়েছে। শাংহাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিউ হাই বো বলেন।

চলচ্চিত্রে মা লি হুয়াং ইংয়ের ভাবমূর্তিতে চীনের ঐতিহ্যবাহী নারীর পরিশ্রমী, স্নিগ্ধ ও দয়ালু বৈশিষ্ট্য তুলে ধরেছে। এ ছাড়াও রয়েছে আধুনিক সমাজে নারীর উদার চরিত্র। চলচ্চিত্রে প্রধান চরিত্রের মানসিকতা তুলে ধরার পাশাপাশি, আধুনিক নারীদের প্রাণবন্ত মানসিক অবস্থার প্রশংসাও করা হয়েছে।

বড় স্ক্রিন বা বাস্তবতা, যাই হোক না কেন, চীনা নারীদের মুক্তির সাফল্য বিশ্বে বেশ উল্লেখযোগ্য। তা ছাড়া, নারীর উন্নয়ন নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।

 

সাম্প্রতিক বছরগুলোতে ‘Ode To Joy ’ এবং ‘Nothing But Thirty’সহ নানা জনপ্রিয় টিভি নাটকে আধুনিক শহরে বাস করা পেশাদার নারীদের নতুন মাথাব্যাথা সৃষ্টি হয়েছে।  যেমন- চাকরি বেছে নেওয়া, পদন্নোতি, বিবাহ, প্রেমে পড়া, সন্তান লালন ও পেনশন প্রভৃতি।

 

‘Nothing But Thirty’ নামের টিভি নাটকের প্রকাশক সু সিও মনে করেন, ইন্টারনেট যুগে নারীদের পারিবারিক ভূমিকা এবং সামাজিক ভূমিকা আরো বহুমুখী হয়ে উঠেছে। তাদের উদ্বেগ অনেক বেড়েছে। নারীবিষয়ক চলচ্চিত্র, টিভি নাটক ও বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের এ বিষয়ে চিন্তা করার সুযোগ করে দিয়েছে। লিলি/তৌহিদ/শুয়ে