‘হাতের গোলাপ’
2021-03-18 19:22:35

‘হাতের গোলাপ’_fororder_u=4080427086,3787968578&fm=26&gp=0

হুয়াং সিয়াও ইয়ুন, ১৯৯৮ সালের ২২ ডিসেম্বর চীনের কুই চৌ প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পপ সংগীতশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেত্রীও বটে। এখন তিনি সেন্ট্রাল কনজাভোটারি অব মিউজিকে পড়াশোনা করছেন।

 

২০১৫ সালে হুয়াং সিয়াও ইয়ুন চীনের চ্যচিয়াং টেলিভিশনের সংগীত-বিষয়ক লাইভ শো ‘ভয়েস অব চায়না’তে যোগ দেন এবং দেশের ১৬তম স্থান অর্জন করেন। ২০১৭ সালে তাঁর গান ‘যুদ্ধে যাবো’, ‘আরো ভালোবাসতে পারবো?’ প্রকাশিত হয়।

 

বন্ধুরা, এখন শুনুন হুয়াং সিয়াও ইয়ুনের গান ‘হাতের গোলাপ’। গানের কথায় বলা হয়: তোমার চোখে পানি আসে, যাত্রীর মনে হতাশা ও দুঃখ। আমি দেখেছি, তুমি দুঃখকে নিয়ন্ত্রণ করছো। তোমার এত সুন্দর চোখ, অশ্রুর জন্য উপযোগী নয়।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন হুয়াং সিয়াও ইয়ুনের গান ‘সম্ভবত’। গানের কথা এমন: যখন আমি চোখ বন্ধ করি, তখন তারার খসে পড়া দেখেছি। প্রতিটি প্রেমের গান তৈরি সময়, সময় যেন থেমে যায়। যখন আমি চোখ খুলি- দেখি চলে গেছো তুমি! আমি কি কাঁদছি? আমি বড় হতে চাই না।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন হুয়াং সিয়াও ইয়ুনের গান ‘সে বলেছে’। গানের কথায় বলা হয়েছে: সে শান্তভাবে এসেছে, সে আস্তে আস্তে ভালোবাসা নিয়ে গেছে। শুধু চূড়ান্ত প্রতিশ্রুতি, শুধু চূড়ান্ত একাকী। আমাদের ভালোবাসার দোষ নেই। শুধু রাতে কিছু সান্ত্বনা পাই।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন হুয়াং সিয়াও ইয়ুনের গান ‘আতশবাজির ধুলো’। গানের কথা এমন: উড়ো ধুলো জমছে, কেউ তার অস্তিত্ব জানে না। একাই থাকা উচিত নয়, শুধু আমি, শান্ত মরুভূমিতে, ফুলের অপেক্ষা করি।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন হুয়াং সিয়াও ইয়ুনের গান ‘মাছ’। গানের কথায় বলা হয়: আমি একটি মাছ, গামলার বাইরের তোমাকে দেখছি। সাঁতার কাটতে কাটতে তোমাকে ভুলে যাচ্ছি, তোমার হাতে শুয়ে থাকতে চাই, তোমায় চুমু দিতে চাই।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হুয়াং সিয়াও ইয়ুন-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)