চীনা উপহারের টিকার দ্বিতীয় চালান জিম্বাবুয়েতে পৌঁছেছে
2021-03-17 14:09:09

স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) চীনা উপহারের টিকার দ্বিতীয় চালান জিম্বাবুয়ের রাজধানী হারারেতে পৌঁছেছে। সেদেশের প্রেসিডেন্ট কয়েকজন সরকারি কর্মকর্তাকে নিয়ে বিমানবন্দরে এসে টিকার চালানটি গ্রহণ করেন।

গতকাল  সকালে চীনা টিকা বহনকারী বিশেষ বিমান সেদেশের রবার্ট মোগাবে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পাশাপাশি, চীনের কাছ থেকে ক্রয়কৃত কিছু টিকাও একই বিমানে করে পাঠানো হয়।

 

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী, অস্থায়ী পররাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকারের প্রধানসহ উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা বিমানবন্দরে অনুষ্ঠিত টিকা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

জিম্বাবুয়েকে আবার টিকা সহায়তা দেওয়ার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসিডেন্ট। তিনি বলেন, জিম্বাবুয়ে প্রথম আফ্রিকান দেশ যে দ্বিতীয় বারের মতো চীনের কাছ থেকে টিকা উপহার পেয়েছে। এটি দুদেশের গভীর মৈত্রীর প্রতিফলন। টিকাগুলো জিম্বাবুয়েতে মহামারি মোকাবিলার মান উন্নয়ন করবে। তিনি বলেন,“আমি জিম্বাবুয়ে সরকার, ও জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে চীন সরকার ও জনগণের প্রতি ধন্যবাদ জানাই। চীন জিম্বাবুয়েকে নিঃস্বার্থ সহায়তা ও সমর্থন দেয়। মহামারি মোকাবিলার কঠোর সময়ে চীনের সাহায্য আমাদের চাপকে অনেক কমিয়ে দেয় এবং মহামারি মোকাবিলায় আমাদের চিকিত্সা ব্যবস্থার সক্ষমতা জোরদার করেছে। চীনের সাহায্যে আমরা জীবিকা উন্নয়ন করতে পারছি এবং অর্থনীতি ও সমাজ সঠিক পথে ফিরিয়ে আনতে পারছি”।

 

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট উল্লেখ করেন, গণপণ্য হিসেবে চীনা টিকা থেকে তাঁর দেশসহ অনেক উন্নয়নশীল দেশ উপকৃত হয়ে আসছে। তিনি বলেন,“বিশ্বে টিকা সরবরাহ সংকটের প্রেক্ষাপটে চীন অনেক দেশকে টিকা সহায়তা দিয়েছে এবং চীন থেকে টিকা ক্রয়ের সুবিধা প্রদান করেছে। এটি চীনের বিশ্বের সাথে মহামারি মোকাবিলার দৃঢ়প্রতিজ্ঞার প্রমাণ।

 

জিম্বাবুয়েতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কুও সাও ছুন বলেন, বিশ্বব্যাপী টিকার ন্যায্য বিতরণ বাস্তবায়ন করতে প্রচেষ্টা চালাচ্ছে চীন। বর্তামানে বিশ্বের ৬৯টি দেশকে কোভিড-১৯ টিকা সহায়তা প্রদান করেছে ও করছে। পাশাপাশি, ৪৩টি দেশের কাছে টিকা রপ্তানি করেছে চীন। তা বিশ্ব মহামারি মোকাবিলায় চীনের বিরাট অবদান। তিনি বলেন,“চীন টিকা জাতীয়বাদ ও টিকা সহযোগিতার রাজনীতিকরণের বিরোধীতা করে। যারা টিকা উত্পাদন করতে পারে, তাদের উন্নয়নশীল দেশসমূহকে টিকা সরবরাহ করা উচিত্। বিশ্বের সকল মানুষ যেন টিকাগ্রহণ করতে পারে”।

 

জানা গেছে, জিম্বাবুয়েকে উপহার দেওয়া দ্বিতীয় দফা টিকাগুলো সাইনোফার্ম কোম্পানির তৈরি এবং চীনের কাছ থেকে ক্রয়কৃত টিকা সাইনোভ্যাক কোম্পানির।

 

জিম্বাবুয়েকে চীনের সহয়তার প্রথম দফা টিকাগুলো গত ১৫ ফেব্রুয়ারি সেদেশে পৌঁছেছে এবং জিম্বাবুয়েতে এখন  চলছে জাতীয় টিকাদান কার্যক্রম। জিম্বাবুয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, গতকাল পর্যন্ত সেদেশের ৩৮ হাজার চিকিত্সকসহ সম্মুখ সারির চিকিত্সাকর্মীদের চীনা টিকা প্রদান করা হয়। দ্বিতীয় দফা টিকাদান কার্যক্রম শুরু হবে এবং এ পর্যায়ে শিক্ষক, আইনজীবি ও ধর্মীয় নেতারা টিকাগ্রহণ করবেন।(শিশির/এনাম/রুবি)