চীনা গায়িকা জেনি
2021-03-17 11:25:00

চীনা গায়িকা জেনি_fororder_u=2530854860,431050022&fm=26&gp=0

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের একজন নারী শিল্পীর সঙ্গে আপনাদের পরিচয়ে করিয়ে দেবো, তার নাম চেন শু শি। তবে, তিনি জেনি নামে বেশি পরিচিত হন। জেনির কণ্ঠ সুন্দর ও শক্তিশালী। গত শতাব্দীতে তিনি চীনা সংগীত মহলের প্রতিনিধিত্বকারী গায়িকা ছিলেন। জীবনে তিনি ১৩০টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেছেন। এসব অ্যালবামের তিনের কোটিরও বেশি কপি বিক্রি করা হয়েছে। তার অনেক গান এখনও বেশ জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনবো জেনির একটি সুন্দর গান ‘সমুদ্রের ফুল’।গান ১

জেনি ১৯৫২ সালে ম্যাকাওতে জন্মগ্রহণ করেন। তার বাবা অস্ট্রিয়ান, আর মা চীনের শাংহাইয়ের মানুষ। বিশ্ববিদ্যালয় জীবনে জেনি একটি চলচ্চিত্রে অভিনয় করেন এবং চীনের শোবিজ জগতে প্রবেশ করেন। অভিনয়ের চেয়ের গান গাইতে বেশি পছন্দ করেন জেনি। ১৯৭১ সালে তিনি তাইওয়ানের একটি সংগীত কোম্পানিতে যোগ দেন এবং তার প্রথম অ্যালবাম ‘মনের হ্রদ’ প্রকাশিত হয়। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবাম থেকে তার একটি সুন্দর গান ‘মনের হ্রদ’।গান ২

১৯৭৪ সালে জেনি চলচ্চিত্র ‘ভাসমান মেঘে’ অভিনয় করেন এবং এর জন্য গান গেয়েছেন। চলচ্চিত্রের সঙ্গে তার গানও বেশ জনপ্রিয় হয়ে ওঠে। জনপ্রিয় হওয়ার পর জেনি তাইওয়ান থেকে হংকংয়ে চলে যান। হংকংয়ে তিনি বেশ কিছু জনপ্রিয় অ্যালবাম প্রকাশ করেন। ১৯৭৮ সালে তার প্রথম ক্যান্টোনিজ অ্যালবাম ‘পরিশ্রম করা’ প্রকাশিত হয়; যা হংকংয়ে অ্যালবাম বিক্রির নতুন রেকর্ড সৃষ্টি করে। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবাম থেকে জেনির একটি সুন্দর গান ‘ছেড়ে যাই’।গান ৩

১৯৮১ সালে জেনি তাইওয়ানের গোল্ডেন বেল অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ গায়িকার পুরষ্কার লাভ করেন, তখন পর্যন্ত তিনি চীনের হংকং, তাইওয়ান ও মূলভূখণ্ডের সব গুরুত্বপূর্ণ সংগীত পুরষ্কার পান; তিনি চীনের সবচেয়ে জনপ্রিয় গায়িকার মর্যাদা পান। সে বছর তিনি নিজের সংগীত কোম্পানি প্রতিষ্ঠা করেন। ১৯৮৩ সালে তার কোম্পানি জনপ্রিয় টিভি নাটক ‘শে তিয়াও ইয়াংসিং চুয়ানের’ জন্য সংগীত তৈরি করে এবং তা বেশ সাফল্য অর্জন করে। জেনির টিভি নাটকের জন্য গাওয়া গানগুলোও বেশ জনপ্রিয় ছিল। বন্ধুরা, এখন শুনুন টিভি নাটকে গাওয়া জেনি’র একটি সুন্দর গান ‘থিয়ে শুয়েই তান সিন’গান ৪

১৯৮৪ সালে জেনি নতুন অ্যালবাম ‘আকর্ষণীয় মে মাস’ প্রকাশ করেন। পরে তা অনেক জনপ্রিয় হয়। তিনি হংকংয়ের হোংখান স্টেডিয়ামে টানা ৭টি কনসার্ট আয়োজন করেন। সে সময় কোনো গায়িকা তা করেনি। শুধু চীনে নয়, তিনি যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া-সহ বিভিন্ন দেশে কনসার্ট আয়োজন করেন ও জনপ্রিয় হন। গান গাওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন চলচ্চিত্র ও টিভি নাটকে চমত্কার অভিনয় করেন। সে সময়টি ছিল জেনির পেশাদার জীবনের শীর্ষ সময়। বন্ধুরা, এখন শুনুন ‘আকর্ষণীয় মে মাস’ অ্যালবামে জেনির একটি সুন্দর গান ‘আবার নিঃসঙ্গ হয়েছে’।গান ৫

১৯৯০ সালে জেনি কোকা কোলার বিজ্ঞাপনের থিংম সোংয়ের প্রথম চীনা গায়িকা হন। এরপর বিভিন্ন কারণে তিনি অস্থায়ীভাবে অবসর নেন। ২০০০ সালে জেনি নতুন অ্যালবাম ‘আন্তরিকতা’ প্রকাশ করেন এবং ফের শোবিজ জগতে ফিরে আসেন এবং তিনি বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট টুর আয়োজন করেন। বন্ধুরা, এখন শুনুন জেনির একটি জনপ্রিয় গান ‘আমি আন্তরিকভাবে তোমাকে ভালোবাসি’।গান ৬

এখনও বিভিন্ন অনুষ্ঠানে জেনির পারফর্ম্যান্স দেখা যায়। তার গানগুলো এখনও বেশ জনপ্রিয় হয়ে রয়েছে। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে একসঙ্গে শুনবো জেনির আরেকটি জনপ্রিয় গান ‘মৈত্রীর সূর্য’, আশা করি, তার গানগুলো আপনারা পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।