ইয়াং জোংওয়েই
2021-03-17 12:18:57

আসকা ইয়াং ১৯৭৮ সালের ৪ এপ্রিলে চীনের তাইওয়ানের থাও ইউয়ান শহরে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন তাইওয়ানের সংগীত শিল্পী। ২০০৭ সালে তিনি তাইওয়ানে সংগীত প্রতিভা প্রতিযোগিতায় অংশ নেয়ার পর শোবিজে প্রবেশ করেন। ২০০৮ সালের জানুয়ারি মাসে তিনি তাঁর প্রথম অ্যালবাম “কবুতর” প্রকাশ করেন। অ্যালবামটি সত্তর হাজার কপি বিক্রি হয়। এটি তাইওয়ান অঞ্চলে রেকর্ড পরিমাণ বিক্রয় তালিকায় প্রথম স্থান লাভ করে। সে বছরের মে মাসে তিনি থাইবেই শহরে একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। আচ্ছা প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদের আসকার “কবুতর” গানটি শোনাতে চাই। শুনুন তাহলে গানটি। 

ইয়াং জোংওয়েই_fororder_src=http___imgsa.baidu.com_baike_pic_item_7c1ed21b0ef41bd5955249ca58da81cb39db3d8e&refer=http___imgsa.baidu

প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে গানটি? নিশ্চয় আপনাদের ভালো লাগার কথা। ২০১১ সালের অগাস্ট মাসে আসকা তাঁর দ্বিতীয় একক অ্যালবাম “মৌলিক রং” প্রকাশ করেন এবং ২০১৩ সালের মার্চ মাসে তিনি তৃতীয় অ্যালবাম “প্রথম ভালবাসা” প্রকাশ করেন। একই বছর তিনি মূল-ভূভাগের “আমি এক কণ্ঠশিল্পী” অনুষ্ঠানে অংশ নিয়ে ফাইনালে তৃতীয় হন।

বন্ধুরা, এখন আমি আসকার অন্য আরেকটি গান আপনাদের শোনাই, কেমন? গানের নাম “ফাঁকা স্থান”। শুনু তাহলে গানটি। 

   ইয়াং জোংওয়েই_fororder_src=http___inews.gtimg.com_newsapp_match_0_2991247565_0&refer=http___inews.gtimg

“পেঁয়াজ” আসকার গাওয়া একটি গান। গানটি তাঁর ২০০৮ সালের জানুয়ারি মাসে প্রকাশিত অ্যালবাম “কবুতর” থেকে নেওয়া। আসলে আসকার উপনাম “পেঁয়াজ”, শুনতে তাঁর পুরো নামের প্রথম দু’টো অক্ষরের মতো। গীতিকার মনে করেন, পেঁয়াজের মাধ্যমে দৃষ্টিভঙ্গি বর্ণনা করা যায়। কারণ পেঁয়াজের মতো মানুষ জীবনের প্রথম সময় অন্য মানুষ তাদেরকে উপলব্ধি করতে পারে না। এমনকি কোন কারণ ছাড়াই মানুষ দূরে থাকেন। আসকার চরিত্র ঠিক পেঁয়াজের বৈশিষ্ট্যের মতো। সুতরাং গানটি সৃষ্ট হয়। আচ্ছা, তাহলে আমরা এক সাথে “পেঁয়াজ” গানটি শুনি। 

 

“দ্য চিল ব্র্যাসিং দ্য চিল” গানটি “চিরন্তন প্রেম, পীচ পুষ্পের দশটি দুর্দান্ত ৩” টিভি নাটকের শেষ গান। গানটি ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত টিভি নাটকটির আসল শব্দ টেপে অন্তর্ভূক্ত হয়। গানটি পরপর বার্ষিক টিভি ও চলচ্চিত্র স্বর্ণ জয়ী গান, শ্রেষ্ঠ চলচ্চিত্র ও টিভি নাটক থিম সং, টপ-১০ গান ও বার্ষিক স্বর্ণপদক পুরষ্কার জিতে। খুবই সুন্দর একটি গান। তাহলে এখন আমি আপনাদের গানটি শোনাই, কেমন?

ইয়াং জোংওয়েই_fororder_2c04eaabd7110aaebe010acac107def4

“একবারই যথেষ্ঠ” গানটি “বিদায় মিঃ লুসার” চলচ্চিত্রের জন্য আসকা গেয়েছিলেন। গানটি ২০১৫ সালের অক্টোবর মাসে প্রকাশিত অ্যালবাম “বিদায় মিঃ লুসার চলচ্চিত্রের আসল শব্দ টেপ” থেকে নেওয়া। ২০১৬ সালে গানটি প্রথম গোল্ডেন ফ্লিস অ্যাওয়ার্ড ম্যাকাও আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে শ্রেষ্ঠ চলচ্চিত্র আসল সংগীত পুরষ্কার জিতে। আচ্ছা, প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এক সাথে শুনি আসকার কণ্ঠে “একবারই যথেষ্ঠ”।

ইয়াং জোংওয়েই_fororder_u=3846796445,4025577874&fm=26&gp=0

“বিস্মৃত” আসকা এবং তাইওয়ানের বিখ্যাত সুরকার জোনাথন লি’র যৌথ কথার একটি গান। আসকার গাওয়া গানটি তাঁর ২০১১ সালে প্রকাশিত অ্যালবাম “মৌলিক রং” থেকে নেওয়া। গানটি লেখার সময় বাবা-মা বাচ্চাদের কীভাবে বড় করে তাদের উড়ে যেতে দেয় সে কথা আসকার মনে পড়ে। কিন্তু বাচ্চারা যেখানে থাকুক সবসময় বাবা-মা তাদের মনে রাখেন। তবে, সন্তানেরা অনেক সময় ভুলে যায়। “বিস্মৃত” গানে এমন ধারণাই ফুটে ওঠেছে। ভালোবাসাও একই কথা। মানুষেরা উড়ে যাবার আনন্দ উপভোগ করার পর, পিছনে সে লোক সবসময় তার জন্য অপেক্ষাই করে। সুতরাং তিনি এ ধরণের অনুভূতি গানে প্রকাশ করেন। বন্ধুরা, এখন গানটি শুনুন। 

ইয়াং জোংওয়েই_fororder_203fb80e7bec54e771461d41be389b504ec26ac2

প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। সময়ের কারণে অনুষ্ঠানের শেষে আসকার অন্য একটি গান শোনাতে চাচ্ছি। গানের নাম ‘রাজা ও ভিক্ষুক’। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। 

   

 (প্রেমা/এনাম)