জাং ওয়েইচিয়ান
2021-03-16 14:15:24

জাং ওয়েইচিয়ান_fororder_src=http___img.yxad.cn_images_20180810_cf1bd5cdb9a24bcba5434118d76af570.jpeg&refer=http___img.yxad

জাং ওয়েইচিয়ান ১৯৬৫ সালের ৮ ফেব্রুয়ারি চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি ডিকি ছেউং নামে সমধিক পরিচিতি লাভ করেন। তিনি হংকংয়ের অভিনেতা ও গায়ক। ১৯৮৪ সালে ডিকি হংকংয়ের নতুন সংগীত প্রতিভা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে প্রবেশ করেন। হংকংয়ের প্রয়াত বিখ্যাত গায়ক লেজলি ছেউংয়ের সাহায্যে তিনি  সংগীত জগতে প্রবেশ করেন। পরে অভিনয়ের প্রতি ভালোবাসার টানে তিনি টিভি ও চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ১৯৮৫ সালে তিনি প্রথমবারের মতো “ক্রেজি গেমস” চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯১ সালে তিনি একক ক্যান্টোনিজ অ্যালবাম “সত্য বা অন্যকিছু” প্রকাশ করেন। আচ্ছা প্রিয় বন্ধুরা, আমার কাছে অ্যালবামের শিরোনাম সংগীত রয়েছে। এখনই আমি গানটি আপনাদের শোনাচ্ছি, কেমন? 

জাং ওয়েইচিয়ান_fororder_src=http___dingyue.nosdn.127.net_daJG1IuXE7mvQddyRun7atGfzRc2DCiQ9jyxrdFFHVGEd1552975902102compressflag.jpeg&refer=http___dingyue.nosdn.127

“আমি কার মতো, তুমি যে আমায় ভালবাসবে”  ডিকির ২০০০ সালে প্রকাশিত ম্যান্ডারিন অ্যালবাম “আমি জাং ওয়েইচিয়ান (নয়)” এর একটি জনপ্রিয় গান। পাশাপাশি, তাঁর অভিনীত “হরিণ পর্বতের ডিউক” টিভি নাটকের শেষ গান এটি। গানটি বাস্তব জীবনে আমাদের সবার ভালোবাসা বর্ণনা করে। আমরা সবাই ভালোবাসার কারণে নিজেকে পরিবর্তন করে প্রতিপক্ষের চাহিদা পূরণ করতে চাই। গানটি শুনুন তাহলে। 

 

“তোমার জন্য অপেক্ষার সুযোগ” ডিকির ২০১১ সালের জুলাই মাসে প্রকাশিত “চাঁদ পূর্ণ” অ্যালবামের একটি প্রধান গান। গানের এমভি সুইজারল্যাণ্ডে চিত্রায়ন হয়। ডিকি প্রথমবারের মতো এমভির পরিচালক হিসেবেও কাজ করেন। যদিও সে এমভি এখন আমরা দেখতে পারব না। তবে গানটি আমি আপনাদের শোনাতে চাই। শুনুন তাহলে গানটি। 

জাং ওয়েইচিয়ান_fororder_src=http___n.sinaimg.cn_sinacn20110_617_w870h547_20181228_4ace-hqtwzee6138047&refer=http___n.sinaimg

 “রাতের প্রজাপতি” ১৯৯৫ সালের জানুয়ারি মাসে ডিকি প্রকাশিত “স্বপ্নে প্রিয়তম প্রেমিক” ম্যান্ডারিন ভাষার অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানের কথা ঠিক ডিকির তখনকার মনোভাবের বহিঃপ্রকাশ। প্রত্যেকবার যখন তিনি গানটি গান, তিনি খুবই অভিভূত হয়ে পড়েন। আচ্ছা শুনুন তাহলে গানটি। 

 

“তুমি যদি শুধু নিঃসঙ্গতাকে ভয় পাও” গানটিও ডিকির “স্বপ্নে প্রিয়তম প্রেমিক” অ্যালবাম থেকে নেওয়া।  তুমি যদি শুধু নিঃসঙ্গতাকে ভয় পাও, শুধু একা জীবনযাপন করার ভয় পাও, যদি তুমি আমাকে ক্ষুন্ন করতে না চাও, সুতরাং আমার হৃদয়ে অস্থায়ীভাবে থামতে চাও, আমি তোমাকে হতাশ করব না। কমপক্ষে তুমিতো আমাকে বাছাই করেছ। সুতরাং আমি চাই, নিঃসঙ্গতার লোক। 

জাং ওয়েইচিয়ান_fororder_src=http___inews.gtimg.com_newsapp_match_0_2452782041_0&refer=http___inews.gtimg

“ভালবাসি” গানটি ডিকির ২০১৩ সালে প্রকাশিত একই নামের অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। গানটি পাশাপাশি তাঁর অভিনীত একটি টিভি নাটকের থিম সং। ডিকি সে টিভি নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেন। বন্ধুরা, আমি এখন গানটি আপনাদের শোনাচ্ছি, কেমন? 

 

প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে গানটি? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের ডিকির অন্য একটি গান শোনাই। গানটি তাঁর ১৯৯৩ সালে প্রকাশিত অ্যালবামে অন্তর্ভূক্ত। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে। 

জাং ওয়েইচিয়ান_fororder_src=http___n.sinaimg.cn_sinacn10113_638_w900h538_20190113_1574-hrpcmqw1996461&refer=http___n.sinaimg

(প্রেমা/এনাম)