নির্বাচনী ব্যবস্থা উন্নয়ন সম্পর্কে এনপিসির প্রস্তাবে সর্বস্তরের হংকংবাসীর দৃঢ় সমর্থন
2021-03-16 15:26:12

সম্প্রতি হংকংয়ের নানা মহলের ব্যক্তিরা রাস্তায় স্টল স্থাপন ও সেমিনার আয়োজন করার মাধ্যমে হংকংয়ের নাগরিকদের সেখানকার নির্বাচনী ব্যবস্থা উন্নয়নের গুরুত্ব ও প্রয়োজনীতা সম্পর্কে অবহিত করেন। এ সময় তাঁদেরকে নির্বাচনী ব্যবস্থা উন্নয়ন সম্পর্কে এনপিসির প্রস্তাব সমর্থনের আহ্বান জানানো হয়।

 

ক্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) চতুর্থ অধিবেশনে সর্বোচ্চ ভোটের মাধ্যমে হংকংয়ের নির্বাচনী ব্যবস্থা উন্নয়ন সম্পর্কে প্রস্তাব পাস হয়। হংকংয়ের সর্বস্তরের মানুষ এ প্রস্তাবকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন। তাঁরা মনে করেন, হংকংয়ের জন্য উপযুক্ত গণতান্ত্রিক ব্যবস্থা উন্নয়ন করতে পারে, এমন সময়োপযুগি একটি প্রস্তাব পাস করেছে এনপিসি।

 

সম্প্রতি, হংকংয়ে নানা ধরনের প্রচারণা অনুষ্ঠান চালু হয়েছে। তার মাধ্যমে হংকংয়ের নাগরিকদের কাছে এ প্রস্তাব তুলে ধরা হয়। হংকং দ্বীপের বেইচিয়াও অঞ্চলে হংকং ফুচিয়ান সোসাইটি নারী কমিটি প্রচারণা চালায়। সংস্থার চেয়ারম্যান ছেন চং চং বলেন,

হংকংয়ের নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন হংকংয়ের গণতান্ত্রিক ব্যবস্থা এগিয়ে নিয়ে যাওয়ার এক শক্তিশালি হাতিয়ার। এর মাধ্যমে ভবিষ্যতে হংকংয়ের গণতন্ত্র ও স্বাধীনতা আরও উন্নত হবে। ‘এক দেশ, দুই ব্যবস্থা’ দীর্ঘস্থায়ী হবে। আমরা হংকং মানুষ খুব খুশি যে, এনপিসি এমন একটি প্রস্তাব পাস করেছে। একজন ৯৩ বছর বয়সি প্রবীণ আমাকে বলেছেন, তিনি অনেক দেশে সফর করেছেন এবং তিনি বুঝতে পারছেন যে, কেবল দেশপ্রেমিক হংকং প্রশাসন নিশ্চিত করলেই হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় থাকবে। কোন কোন ছাত্র-ছাত্রী বলছে, দেশপ্রেমিক হংকং প্রশাসন নিশ্চিত করলে তাদের ভবিষ্যত উজ্জ্বল হবে।

 

হংকংয়ের সিনচিয়ের ছুয়াং ওয়ান একটি জনবহুল এলাকা। ছুয়ান ওয়ানে স্থাপতি হয় একটি প্রচারণা স্টল। সেখান থেকে এনপিসির প্রস্তাবকে সমর্থন জানানো হয়। পাশাপাশি, নাগরিকদেরকে প্রস্তাবের প্রয়োজনীতা ও গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। হংকংয়ের সাও সিং এসোসিয়েশনের প্রধান ইয়ান চিয়ান কুও বলেন, আমরা একটি স্টল স্থাপন করে হংকংয়ের নাগরিকদের কাছে দেশপ্রেমিক হংকং প্রশাসন নীতি ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের ব্যাখ্যা তুলে ধরছি। আমরা এটাকে একটি ভাল উদ্যোগ মনে করি। আজ হংকংয়ের অনেক বাসিন্দা এসে সমর্থন পত্রে স্বাক্ষর করেছেন। নির্বাচন ব্যবস্থার সংস্কারে সবাই উত্সাহিত। কেন্দ্রীয় সরকারের যত্নে হংকংয়ের ভবিষ্যত আরও উজ্জ্বল হবে বলে সবাই বিশ্বাস করেন।

 

প্রচারণা স্টল ও স্বাক্ষরগ্রহণ অনুষ্ঠান ছাড়া, সম্প্রতি হংকংয়ের বেশ কয়েকটি সংস্থা ‘দেশপ্রেমিক হংকং প্রশাসন’ শিরোনামে সেমিনারের আয়োজন করে। সেমিনারে হংকংয়ের নির্বাচনী ব্যবস্থা উন্নয়ন সম্পর্কে এনপিসির প্রস্তাবকে সমর্থন জানানো হয় এবং চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা ও হংকং-ম্যাকাও-কুয়াং তোং বেই এলাকা নির্মাণ পরিকল্পনার আওতায় হংকংয়ের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। হংকং খ্যচিয়া ফেডারেশনের চেয়ারম্যান চিয়াং ছুয়ান ফু বলেন,গত ১১ মার্চ এনপিসিতে পাস করা হংকংয়ের নির্বাচনী ব্যবস্থা উন্নয়ন প্রস্তাব এবং দেশপ্রেমিক হংকং প্রশাসন নীতিকে সমর্থন করি আমরা। এটা ভাল একটি উদ্যোগ এবং হংকংয়ের দীর্ঘমেয়াদি শৃঙ্খলা ও স্থিতিশীলতার জন্য সহায়ক। প্রাচীনকাল থেকে হংকং চীনের অবিছিন্ন অংশ এবং যে কোন দেশের মানুষ নিজের দেশকে ভালবাসবে, এটাই স্বাভাবিক। দেশপ্রেমিক হংকং প্রশাসন নিশ্চিত করলে হংকংয়ের অবস্থা আরও ভাল হবে। সময় সবকিছু প্রমাণ করবে এবং ভবিষ্যতের হংকং আরও ভাল হবে। চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা ও হংকং-ম্যাকাও-কুয়াংতোং বেই এলাকা নির্মাণ পরিকল্পনার আওতায় হংকং আগের তুলনায় আরও সমৃদ্ধ হবে। আমরা হংকংয়ের ভবিষ্যতের প্রতি আশাবাদী।

 

হংকংয়ের যুব সমাজও তাঁদের ভবিষ্যত নিয়ে আশাবাদী। এবারের অনুষ্ঠানে অনেক যুবক অংশগ্রহণ করেছেন।  তাঁরা মনে করেন, সুযোগ ধরে দেশের উন্নয়নে অশংগ্রহণ করবে হংকংয়ের যুবকরা।

 

তিনি বলেন,চতুর্দশ পাঁচসালা পরিকল্পনায় আমরা  হংকংয়ের যুবকদের জন্য সুযোগ সৃষ্টি করেছি। ফলে তাঁরা অর্থ, সেবা, বিজ্ঞান নবায়নসহ নানা বিষয়ে দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পারবে।(শিশির/এনাম/রুবি)