চীনের অর্থনীতি পূনরুদ্ধার অব্যাহত থাকবে: সিআরআই সম্পাদকীয়
2021-03-16 11:01:06

মার্চ ১৬: ২০২০ সালে চীন সমস্যার পাহাড় ঠেলে তার অর্থনীতির পূনরুদ্ধার বাস্তবায়ন করেছে। চীনের অর্থনীতি চলতি বছরে গত বছরের সুষ্ঠু প্রবণতা বজায় রাখতে পারবে কি না—তার উপর অনেকে নজড় রাখছেন। নতুন প্রকাশিত সরকারি উপাত্তে দেখা যায়, এ বছরের প্রথম দুই মাসে চীনে উতপাদন ও চাহিদা পূনরুদ্ধার হচ্ছে। কর্মসংস্থান ও পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। বাজারের জীবনিশক্তি উন্নত হচ্ছে। সব মিলিয়ে অর্থনীতির পূনরুদ্ধার দুর্বার গতিতে এগিয়ে চলছে। বিগত বছরের পূনরুদ্ধার প্রবণতা খুব ভালভাবেই ধরে রেখেছে চীনা অর্থনীতি। 

 
চীনের অর্থনীতি পূনরুদ্ধারের প্রবণতা প্রমাণ করে যে, মহামারী প্রতিরোধ ও অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে সমন্বিত করে এগিয়ে নেওয়ার চীনের সংশ্লিষ্ট পদক্ষেপ অব্যাহত সুফলাফল অর্জন করে আসছে। 

পাশাপাশি, দেশের বাইরের উন্নত পরিবেশ চীনের অর্থনীতির পূনরুদ্ধারেও ভূমিকা রেখেছে। বিশ্বব্যাপী কোভিড-১৯ টিকার প্রয়োগ করা হচ্ছে, বিশ্বের প্রধান অর্থনীতিসমূহের উতপাদন শিল্প উন্নত হচ্ছে। এ সব উপাদানে চীনের রপ্তানি বৃদ্ধি পায়। যেমন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আশিয়ানে চীনের রপ্তানির পরিমাণ গত বছরের একই সময়ে চেয়ে ৪০শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানির পরিমাণ ৭০ শতাংশ বেড়েছে। চীনের অর্থনীতির অব্যাহত পূনরুদ্ধার বিশ্ব অর্থনীতির পূনরুদ্ধারের জন্য চালিকাশক্তি প্রদান করে চলছে। 

উল্লেখ্য, চীনের অর্থনীতি পূনরুদ্ধারের প্রক্রিয়ায় উদ্ভাবনও স্থিতিশীলভাবে জোরদার হচ্ছে। উচ্চ গুণগতমান সম্পন্ন উন্নয়নের লক্ষ্যের দিকে চীনের অর্থনীতির পূনরুদ্ধার উন্নয়ন এগিয়ে যাচ্ছে। 

চীনের সরকার এ বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য ৬শতাংশের উপরে স্থির করেছে। একজন বিদেশি বিশেষজ্ঞ মন্তব্য করেন যে, এ লক্ষ্য চীনের জন্য বাস্তবায়ন করা কঠিন নয়। চীন উন্নয়নের গুণকে গুরুত্ব দেয়। এবং তা একটি সঠিক সিদ্ধান্ত। সম্প্রতি সিআরআইয়ের এক সম্পাদকীয়তে এসব বলা হয়। (আকাশ/এনাম/রুবি)