ড: মিরাজ আহমেদের সাক্ষাত্কার
2021-03-15 10:00:35

ড: মিরাজ আহমেদের সাক্ষাত্কার_fororder_捕获1.PNG

 

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর মিরাজ আহমেদ। তিনি ২০১২ সালে চীনের উহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন; ২০১৫ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন, এবং ২০১৭ সালে পোস্ট ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ২০১৮ সালে তিনি ছিংতাও ওসেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা শুরু করেন। ২০১৯ সালে তিনি কুয়াং তুং ফিনান্স অ্যান্ড ইকোনোমিকস্‌  বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন। তিনি ২০১৯ সালে কুয়াং তুং সরকারের পক্ষ থেকে টেলেন্ট কার্ড লাভ করেন। বর্তমানে ইয়ং টেলেন্ট প্রোগ্রাম এ একই বিশ্ব বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। তিনি চীনকে ভালবাসেন, চীনা সংস্কৃতি ভালবাসেন। চীনা রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নকে গুরুত্বের চোখে দেখেন তিনি। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে চীনের উন্নয়ন নিয়ে মিরাজের নিজের বিশেষ অনুভুতি রয়েছে। পাশাপাশি, চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় ও উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। চলুন কথা বলি তাঁর সঙ্গে।