আমি ১০ হাজার মাইল বাতাসে উড়ছি
2021-03-15 11:24:48

আমি ১০ হাজার মাইল বাতাসে উড়ছি_fororder_d009b3de9c82d158a85050ec880a19d8bd3e4298

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি প্রথমে চীনের হংকংয়ের কন্ঠশিল্পী লিন চি স্যিয়াংয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৪৭ সালের ১২ অক্টোবর চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালে প্রথম ইংরেজি গানের অ্যালবাম প্রকাশ করেন। ১৯৭৯ সাল থেকে তিনি টিভি সিরিজে অভিনয় শুরু করেন। ১৯৮০ সালে তিনি হংকংয়ের সঙ্গীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। তিনি গত শতাব্দীর ৮০ ও ৯০-এর দশকে সারা চীন, এমনকি দক্ষিণ-পূর্ব এশিয়ায় খুব জনপ্রিয় ছিলেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আমি ১০ হাজার মাইল বাতাসে উড়ছি' নামের গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লিন চি সিয়াংয়ের কন্ঠে 'আমি ১০ হাজার মাইল বাতাসে উড়ছি' নামের গান। এখন আমি আপনাদের সামনে হংকংয়ের কন্ঠশিল্পী ওয়াং চেং লিয়াংয়ের পরিচয় তুলে ধরবো। ওয়াং চেং লিয়াং ১৯৭৭ সালের ৩০ নভেম্বর সিছুয়ান প্রদেশের ছেংদং শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী ও সংগীত-প্রযোজক এবং সিছুয়ান শিল্প বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। ২০০৭ সালে তিনি একটি টিভি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। ২০০৯ সালের ২২ ডিসেম্বর তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১১, ২০১২, ২০১৫ সালে তিনি যথাক্রমে নিজের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অ্যালবাম প্রকাশ করেন। ২০১৪ সালে 'সময় কোথায় চলে গেছে!' গানটি চীনের শ্রেষ্ঠ দশটি গানের একটি হিসেবে পুরস্কার অর্জন করে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গানটির প্রশংসা করেছেন। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে গানটি শুনবো।

এখন আমি আপনাদেরকে স্যু গুয়ান চিয়ে'র কন্ঠে 'সমুদ্রে একটি হাসি' নামের গান শোনাবো। তিনি ১৯৪৮ সালের ৬ সেপ্টেম্বরে গুয়াংতুং প্রদেশের কুয়াংচৌ শহরে জন্মগ্রহণ করেন। কিন্তু ছোটবেলায় তিনি হংকংয়ে চলে যান। তিনি একজন কন্ঠশিল্পী, অভিনেতা, সংগীতজ্ঞ। তিনি হংকং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬৭ সালে তিনি একটি ব্যান্ডের প্রধান গায়ক হিসেবে সংগীতজগতে প্রবেশ করেন। একই বছরে ব্যান্ডটি একটি অ্যালবাম প্রকাশ করে। ১৯৭০ সালে তিনি ব্যান্ডটি ত্যাগ করেন। ১৯৭১ সালে তিনি নিজের প্রথম গান প্রকাশ করেন। ১৯৭৩ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। 'সমুদ্রে একটি হাসি' শীর্ষক গান ১৯৯০ সালে রিলিজ হয়। গানটি হল একটি চলচ্চিত্রের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

আমি ১০ হাজার মাইল বাতাসে উড়ছি_fororder_3bf33a87e950352a27c464f85943fbf2b3118b9d

বন্ধুরা, আপনারা শুনছিলেন স্যু গুয়ান চিয়ে'র কন্ঠে 'সমুদ্রে একটি হাসি' শীর্ষক গান। এখন আমি হংকংয়ের আরেকজন কন্ঠশিল্পীর গান শোনাবো আপনাদেরকে। তিনি হলেন স্যু চি আন। তিনি ১৯৬৭ সালের ১২ অগাস্ট জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও অভিনেতা। তিনি ১৯৮৬ সালে হংকংয়ের পঞ্চম নতুন কন্ঠশিল্পী প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেয়ে বিনোদনজগতে প্রবেশ করেন। ১৯৮৮ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আমি কাইকে ভালবাসতে পারবো কি?' নামের গান শোনাবো। এটি প্রথম গেয়েছিলেন কন্ঠশিল্পী লিন জি স্যিয়াং। স্যু চি আন পুনরায় গানটি গেয়েছেন। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন স্যু চি আন’র কন্ঠে কন্ঠে 'আমি কাইকে ভালবাসতে পারবো কি?' শীর্ষক গান। এখন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী ইউ ছেং ছিংয়ের কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৬১ সালের ২৮ জুলাই চীনের তাইওয়ানের তাইপেই শহরের দাথং এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, সংগীতজ্ঞ, টিভি হোস্ট ও অভিনেতা। ১৯৮৬ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৮৯ সালে তিনি 'আমি একবারে অনেক ভালবাসি' শীর্ষক গান দিয়ে সারা চীনে বিখ্যাত হয়ে ওঠেন। ১৯৯০ সালে তিনি 'দ্বাদশ শ্রেষ্ঠ দশটি চীনা সংগীত'-এর শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'বসন্তের কান্না' শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ইউ ছেং ছিংয়ের কন্ঠে 'বসন্তের কান্না' শীর্ষক গান। এখন আমি চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী চাও ছুয়ানের কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৬১ সালের ১৮ জুন তাইওয়ানের চিয়াই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও সংগীত-প্রযোজক। ১৯৮৮ সালের পয়লা নভেম্বর তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের প্রধান সংগীত 'আমি খুবই কদর্য, কিন্তু আমি অনেক দয়ালুও বটে' বার্ষিক শ্রেষ্ঠ সংগীতের পুরস্কার লাভ করে। ১৯৯৬ সালে তিনি বার্ষিক শ্রেষ্ঠ সংগীত ও শ্রেষ্ঠ কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। আজকের অনুষ্ঠানে আমি তাঁর একটি বিখ্যাত সংগীত 'আমি একটি ছোট পাখি' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/ফেই)