পুরাতন বিপ্লবী বেস অঞ্চলের লোকদের হৃদয়ে রাখেন সি চিন পিং
2021-03-15 11:14:56

প্রকৃতি ও ইতিহাসের কারণে পুরাতন বিপ্লবী বেস অঞ্চলে দরিদ্র এলাকা বেশি ছিল। বহু বছর ধরে সি চিন পিং প্রতিটি বিপ্লবী বেস অঞ্চল পরিদর্শন করেন। তিনি সবসময় স্থানীয় বাসিন্দাদের কথা মনে রাখেন।

২০১২ সালের শীতকালে সি চিন পিং হ্যেবেই প্রদেশের ফুফিং জেলার লুওথুওওয়ান গ্রামের নাগরিকদের দেখতে যান। ফুফিং জেলা ছিল জাতীয় হতদরিদ্র জেলা। সি চিন পিংয়ের দরিদ্র এলাকা পরিদর্শন এখান থেকে শুরু হয়। তিনি বলেন, ‘আমাদের বর্তমান সচ্ছলতা এসেছে সকল চীনা জনগণের ঐকবদ্ধ প্রচেষ্টায়। আমরা তাঁদেরকে ভুলে যেতে পারি না।’

তিনি মনেপ্রাণে দারিদ্র্যবিমোচনের পরিকল্পনা বাস্তবায়ন করার নির্দেশনা দেন।  

২০১৫ সালের বসন্ত উত্সবের আগে সি চিন পিং লিয়াংজিয়াহ্যে গ্রাম পরিদর্শন করার পর ইয়ানআন শহরে যান। তিনি রাতে প্রথম অন্তঃপ্রদেশীয় দারিদ্র্যবিমোচন আলোচনাসভা আয়োজন করেন। সভায় তিনি শানস্যি, গানসু, নিংস্যিয়া’র ২৪টি জেলার সিপিসি’র সম্পাদকদের কাছ থেকে খোঁজখবর নেন।   

সুন্দর ও সুখী জীবন পরিশ্রমের মাধ্যমে সৃষ্টি করা যায়। বিভিন্ন পর্যায়ের সিপিসি’র কমিটি ও সরকারের উচিত ভালভাবে দারিদ্র্যবিমোচনের পরিকল্পনা বাস্তবায়ন করা। সি চিন পিং এ কথা বলেছিলেন।

তিনি আরও বলেছেন, জনগণ হলেন দেশের মালিক, সিপিসি’র সদস্যরা হলেন পরিষেবা কর্মী।

২০২০ সালের নভেম্বরে গোটা চীনের পুরাতন বিপ্লবী বেস অঞ্চলের ৩৫৭টি দরিদ্র জেলা দারিদ্র্যমুক্ত হয়।