রোববারের আলাপন: বেইজিং অলিম্পিকে সবাইকে স্বাগত
2021-03-12 15:45:21

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি এনাম এবং আকাশ।

আকাশ: বন্ধুরা, সম্প্রতি চীনে দুই অধিবেশনের আয়োজন করা হয়। আমরা প্রথমে এর সম্পর্কে একটি খবর আপনাদের সাথে শেয়ার করব, কেমন?

মাদাম ইয়ান ইয়াং হলেন চীনের একজন নারী স্কেটিং খেলোয়াড়। তিনি বিশ্ব চ্যাম্পিয়ন ও অলিম্পিক চ্যাম্পিয়ন। এবারের দুই অধিবেশনে তিনি  চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 

ইয়াং ইয়াং সাংবাদিকদের জানান, এ বছরে তিনি মৌলিকভাবে শীতকালীন খেলাধুলার সুষ্ঠু উন্নয়নের প্রস্তাব পেশ করেন। 

তিনি বলেন, ‘বিগত ৫ বছরে আমরা দেখতে পেয়েছি যে, চীনে শীতকালীন খেলাধুলা সুষ্ঠুভাবে উন্নয়ন হচ্ছে। ত্রিশ কোটি লোকের শীতকালীন খেলাধুলায় অংশগ্রহণ করার পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে। আমি মনে করি, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস শুধুমাত্র একটি সূচনাবিন্দু। শীতকালীন খেলাধুলার অবশ্যই আরও উন্নয়ন হবে। কিন্তু তার উন্নয়নের প্রক্রিয়ায় আমরা কতিপয় সমস্যাও লক্ষ্য করেছি। বিশেষ করে, নিরাপত্তা সমস্যা। শীতকালীন খেলাধুলা, বিশেষ করে তুষার খেলাধুলা হচ্ছে একটি উচ্চ ঝুঁকির খেলাধুলা। ভবিষ্যতে কীভাবে এর ঝুঁকিসমূহ এড়ানো যায়, তাতে আমাদের মনযোগ দিতে হবে। যাতে এ খেলাধূলায় অংশগ্রহনকারীদের নিরাপত্তা নিশ্চিত হয়।”

তিনি আরও বলেন, “শীতকালীন খেলাধুলায় তরুণ-তরুণীদের অংশ নেওয়ার বিষয়ে বাধা দূর করতে হবে। অনেক ছেলে-মেয়ে ১২ বছর বয়স থেকেই শীতকালীন খেলাধুলা আর করে না। এজন্য আমি আহ্বান জানাচ্ছি যে, কিছু কিছু প্রদেশ ও শহর, যাদের সক্ষমতা রয়েছে, তারা যেন শীতকালীন খেলাধুলার আসরের আয়োজন করে। তাতে ছেলে-মেয়েদের শখের অব্যাহত উন্নয়ন হবে। এটি শীতকালীন খেলাধুলায় অংশগ্রহণকারীদের সক্ষমতা উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এনাম ভাই, আসলে আমাদের বাংলাদেশের ভাই-বোনদের অনেকের তুষার বা বরফ দেখার সুযোগ নেই। এজন্য প্রথমে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে, আপনি প্রথমবার কোন সময় তুষার দেখেছেন এবং কোথায় দেখেছেন? তখন কেমন লেগেছে? তুষার সম্পর্কে আপনার কিছু মজর স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে পারেন?

এনাম:....

আকাশ: বন্ধুরা, তুষারপাতের সময় বা পরে যদি সুযোগ পাই, আমি পাহাড়ে উঠতে পছন্দ করি। তখন সব জায়গা সাদা হয়ে যায়। এবং তখন অনেক মেঘ বা কুয়াশা থাকে পাহাড়ের উপরে।পরীস্থানের মত লাগে। 

এনাম ভাই, আপনিও তুষার পড়ার সময় এ ধরনের জায়গায় যেতে পারেন। যেমন: আমাদের অফিসের পাশে ‘লাও সান’ পার্ক একটি ভাল জায়গা। তখন আপনি এটা দেখতে পারবেন।
 
এনাম: আমি ইতোমধ্যে দেখেছি ভাই ! আমি বন্ধুদের সাথে সে অভিজ্ঞতা শেয়ার করতে চাই। ....

আকাশ: আচ্ছা। এখন আমরা শীতকালীন খেলাধুলার বিষয়ে ফিরে আসি, কেমন? ভাই, মাদাম ইয়াং ইয়াংর কথা শুনার পর আপনার কেমন লেগেছে?
এনাম:....
আকাশ: আচ্ছা। বন্ধুরা, আপনাদের ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস উপভোগ করতে স্বাগত জানাই। আপনারা তখন শীতকালীন অলিম্পিক গেমস উপভোগ করতে পারবেন এবং সুন্দর শীতকালীন বেইজিংও ঘুরে দেখতে পারবেন। তাই না?

এনাম: হ্যাঁ। আসলে বেইজিংয়ের অনেক জায়গা শীতকালীন সময়ে বিশেষ করে তুষাড় পড়ার সময় অসাধারণ লাগে। যেমন: মহাপ্রাচীর, নিষিদ্ধ নগরী, এবং গ্রীষ্মকালীন প্রাসাদ। আপনারা আসুন, আমরা একসাথে এসব দেখব, কেমন? 

আকাশ: বন্ধুরা, আজকের আসর এ পর্যন্তই। কামনা করি, আপনারা সুস্থ্য থাকুন, আনন্দে থাকুন, পরিবারের সবাইকে নিয়ে ভাল থাকুন।সবাইকে ধন্যবাদ। (আকাশ/এনাম/রুবি)